আমাকে আমার আত্মীয়রা বলেছিল কিছু চা পাতা পাঠাতে তারা টাকা দিয়ে দিবে
আসসালামু আলাইকুম।
নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য।
আজ আমি খুবই খুশি এবং আনন্দিত আর তার কারণ হচ্ছে।
আজ 4 ই জুলাই 2021 আমার অনলাইন প্রতিষ্ঠান TeaLoversTreat
এর শুভ জন্মদিন।
ঠিক গতবছর 3 জুলাই 2020 সালে, মাত্র 6 হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আমার উদ্যোক্তা জীবনের পথ চলা।
তাও আবার হাজবেন্ড আমার কাছ থেকে 10 হাজার টাকা ধার নিয়েছিল আমি সব সময় টাকা চাইতাম যে আমার টাকাটা ফেরত দাও ।আমি কিছু একটা করব ।তখন সে আমাকে জিজ্ঞেস করছে মাত্র দশ হাজার টাকা দিয়ে তুমি কি করবা এটা দিয়ে তোমার শপিং ছাড়া আর কিছু হবে না কিন্তু আমি তখন বদ্ধপরিকর যে আমি কিছু একটা করব এবং যাই হোক আমাকে এবার কিছু করতেই হবে ।
তো আমাকে আমার আত্মীয়রা বলেছিল কিছু চা পাতা পাঠাতে তারা টাকা দিয়ে দিবে তো তখনই আমার মাথায় আসলো তাহলে তো আমি কিছু চা পাতা কিনে বিক্রি করে দেখি আমি বিজনেস শুরু করতে পারি কিনা।
আমার হাজব্যান্ড আমাকে 6000 টাকা দিয়ে বলল এই নাও আপাতত এটা দিয়ে তোমার যা ইচ্ছা তাই করো পরে বাকি 4000 হাজার আমি শোধ করে দিবো।
আর ঠিক এই 6000 টাকা দিয়ে আমি 3 তারিখ রাতে 15 কেজি চা পাতা নিয়ে বাসায় আসি, এবং রাতে এগুলো প্যাকেট করে। 4 ই জুলাই আমি আমার কিছু পরিচিত মানুষের কাছে এই চা পাতা কুরিয়ার করে পাঠিয়ে দেই।
আর সেই 4 তারিখ থেকে শুরু হল আমার উদ্যোক্তা জীবনের পথ চলা। আজ আমার এই এক বছরে আমার বিজনেসে এখন বর্তমান 6 লাখ টাকা রানিং চলছে যা খাটতেছে আমার চা পাতা এবং বেকারি আইটেম এর পিছনে।
আমি বিজনেস এর প্রফিটের টাকা দিয়ে বিজনেস বড় করেছি। কারো কাছে কোন টাকা পয়সা ধার করিনি এমনকি নিজের হাজবেন্ডের কাছেও এক টাকা ধার চাই নি। বরং আমি সবসময় চেষ্টা করি নগদ টাকা দিয়ে পণ্য কিনে বিজনেস করার ।আমি কাউকে বাকি দেই না এবং আমি কারো কাছ থেকে বাকিতে কোন পণ্য কিনি না। আমি সকল ক্ষেত্রে নগদ টাকা দিয়ে বিজনেস করছি।
আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমি যদি এখন মৃত্যুবরণ করি আমার কাছে কেউ এক টাকা পাবে না। এই জায়গাটা আমি সব সময় ক্লিয়ার থাকার চেষ্টা করি চেষ্টা করি।
আমার যারা কাজ করে তাদের মজুরি ঘাম শুকানোর আগেই শোধ করার চেষ্টা করি।
আজ 4 ই জুলাই 2021 আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় সফলতার সাথে একটি বছর পার করলাম আমার চা পাতা বাংলাদেশের সব জায়গা তেই কমবেশি পৌঁছাতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতে এই চা পাতা আরো বেশি বেশি করে সারা বাংলাদেশ পৌঁছানো পরিকল্পনা হাতে নিয়েছি। এবং বিদেশেও আত্মীয়-স্বজনের মাধ্যমে বন্ধু-বান্ধবের মাধ্যমে পৌঁছানোর জন্য চেষ্টা করছি।
আমাদের প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের একটি কথা সব সময় লালন করি যে সাহস করে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে ,এবং কাজকে সম্মান করে পরিশ্রম করতে হবে।
সবাই আমার এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।
আমি জান্নাতুল ফেরদৌস কাজ করছি সিলেটের এক্সপোর্ট কোয়ালিটির চা পাতা, অরিজিনাল গ্রিন টি, এবং বেকারির সকল ধরনের আইটেম নিয়ে।
ওনার অফ
TeaLoversTreat প্রতিষ্ঠানের চাকর।
01709047511.
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৬
Date:- ৪/০৭/২০২১
নাম জান্নাতুল ফেরদৌস ।
ব্যাচ নং 11 ।
রেজিস্ট্রেশন নং 35 018 ।
বর্তমান অবস্থান হবিগঞ্জ।
নিজ জেলাঃ বরিশাল