আপনার কষ্টের টাকা অধিকারহীন কারো হাতে তুলে দেয়ার চেয়ে নিজ থেকে ছোট আকারে কিছু করা অনেক ভাল আবার ১০-১৩ জন মিলে কিছু করা যেতে পারে।
কেন শেয়ার হোল্ডার নয়?
১.আমরা অনেকেই জানি না যে শেয়ার হোল্ডারের নাম কোন জয়েনস্টকে থাকে না।
২. কোম্পানির নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না।
৩.বোর্ড মিটিংয়ে থাকতে পারবেন না।
৪. কোন মতামত বা সিদ্ধান্ত দিতে পারবেন না।
আপনার
কষ্টের টাকা অধিকারহীন কারো হাতে তুলে দেয়ার চেয়ে নিজ থেকে ছোট আকারে কিছু
করা অনেক ভাল আবার ১০-১৩ জন মিলে কিছু করা যেতে পারে।
এখন মাঝে
মাঝে মনে হয় আমি যদি আমাদের প্রিয় ফাউন্ডেশনকে আরো আগে পেতাম তাহলে স্যারের
পরামর্শ পেতাম,বড় ভাইদের পরামর্শ পেতাম। আমাকে দীর্ঘ ১০ বছর পর মাত্র
১৫০০০০-টাকা নিয়ে ফিরতে হতো না। অনেক সময় অনেকেই এরকম ক্ষতির সম্মুখিন হয়ে
উদ্যেক্তা হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দেন কিনতু না স্বপ্ন দেখা চলমান রাখাই
উত্তম।
তাই আপনারা যারা নতুন বেশ কয়েকজন মিলে কিছু করতে চান স্যারের
শরণাপন্ন হয়ে স্যারের পরামর্শ নিয়ে শুরু করবেন। আমাদের নিজের বলার মতো
একটা গল্প ফাউন্ডেশন অনেক বড় একটা উদ্যেক্তা ফাউন্ডেশন। এখানে প্রতিদিন
বিভিন্ন অফার আসে ব্যবসা করার। ভালো কথা অবশ্যই ব্যবসা করবো তবে বুঝে না
বুঝলে স্যারের সাথে একটু পরামর্শ নিয়ে করবেন অনেক ভাল হবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা লিখাটি পড়ার জন্য।
মোঃ বাবুল মিয়া
২য় ব্যাচ,রেজি নং-২০১৯
মর্ডারেটর ও ডিস্ট্রিক্ট এম্বাসেডর সিলেট জেলা।
পরিচালকঃ জিনান টি।
আমার ব্যবসায়িক পেইজঃ