আচ্ছা আপু সমস্যা নাই আপনি নাম্বার দেন আমি টাকা পাঠাচ্ছি বিকাশে আপনি পাঠায়ে দিবেন প্লিজ।
আসসালামু আলাইকুম
আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের অসুস্থ পৃথিবীতে রহমত দান করুন।সবার জন্য দোয়া রইল। সবাই স্বাস্থ্য সচেতন ভাবে থাকবেন আশা করি।
কৃতজ্ঞতা প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি যিনি পরম যত্নে তৈরি করেছেন বিশাল এই অনলাইন প্লাটফর্ম। যার কারনে আমরা নারীরা ঘরে বসে বিশাল প্লাটফর্ম বিজনেস করার সুযোগ পাচ্ছি। মঙ্গলবার হাটবারে নিচের পণ্য সেল করার বিশাল সুযোগ পাচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া রইলো প্রিয় স্যারকে নেক হায়াত ও সুস্থতা দান করুন। আমিন।
আজ আমাদের প্লাটফর্মের ৬১ তম হাটবার চলছে। প্লাটফর্ম যুক্ত হবার পর থেকে হাটবার দিনটি খুব আর্কষণীয় ও ফলপ্রসূয় হয় সকল বিক্রেতা ও ক্রেতাদের জন্য। ঠিক যেমন যুগ যুগ ধরে চলে আশা গ্রামাঞ্চলের হাটবারের মতো।
ছোট বেলা বাবা কে দেখতাম সপ্তাহে বাজার করার জন্য হাটবারে চলে যেতো আমাদের গ্রামের বিখ্যাত মান্দাইল হাটে।
মান্দাইল হাটবার বসতো প্রতি মঙ্গলবার। এখনও যুগ যুগ ধরে চলে আচ্ছে এই হাটবার। হাটবারে বাবা অনেক কিছু কিনে আনতো আবার মাঝে মাঝে ঘরে পোষা হাসঁ, মুরগী ও আমাদের পালের ছাগল বিক্রি করতে যেতো। সব চেয়ে মজার ব্যপার হলো হাট বারের প্রস্তুতি।হাটবারের দুই তিন দিন আগে
হাটুরেরা তাদের পণ্য কে গোছাতো। তাদের বসার স্থান ঠিক করতে হতো। তার পর কত শত খাজনা বা টেক্স দিতে হতো।
আমি প্রাই বাবার সাথে হাটে যেতাম মাটির খেলনা আর চুড়ি আনতে।প্রায় হাটে বাবা মাটির হাড়ি পাতিল ও কাচের চুড়ি কিনে দিতো মূলত এই দুটো জিনিস পাবার জন্য অনেক বায়না করে হাটে যেতাম ছোট মেয়ে ছিলাম তাই বাবা রাগ করতো না সাথে নিয়ে যেতো। সকাল ভোরে হাটের উদ্দ্যশে রওনা হতাম বর্ষার মৌসুমে নৌকা করে আর শুকনো মৌসুমে অর্ধেক পথ হেঁটে আর অর্ধেক পথ টম টম নামের ছোট লেগুনার মতো গাড়ি ছিলো তখন সেটাই করে যেতে হতো। হাটবারের আগের দিন থেকে শুরু করে হাটবার থেকে আশা পযন্ত কি যে আনন্দ কাটতো তা বলে বুঝানোর ভাষা নাই।যখন বড় হতে লাগলাম আর বাবা হাটের দিন হাটবারে নিয়ে যেতো না বলতো তুমি বড় হয়েছো এখন হাটে গেলে মানুষ মন্দ বলবে।তাই মন খারাপ করে থাকতাম কিন্তু বাবা আমার জন্য হাটবার থেকে কখন আমার পছন্দের খেলনা ও মজার সব হাটবারের খাবার আনতে ভুলতো না। সারাদিন আশায় থাকতাম বাবা কখন আসবে মাকে এই কথা টা যে কতবার জিজ্ঞেস করতাম। মাঝে মাঝে মা খুব বিরক্ত হতো বাবা আসলে দেখতে পাবি আর জিজ্ঞেস করবি না। বড় হবার পর আর কখনো হাটে যাওয়া হয় না।
সকাল ভোর থেকে চলে হাটবারে পণ্য সাজানোর ব্যস্ততা।হাটবারে ভোর থেকে ক্রেতা _ বিক্রেতার এক জমজমাট মিলন মেলা শুরু হয় সকাল থেকেই। সবাই কি সুন্দর গোছিয়ে তাদের পণ্য গুলো সাজিয়ে রাখে ক্রেতার অপেক্ষায়।সেই দৃশ্য গুলো আজও মিস করছি।তখন আমি শুধু একজন ক্ষুধে ক্রেতা হতাম মাটির খেলনা আর চুড়ি কেনার। সে দিন গুলো আমি আবার ফিরে পাচ্ছি ঘরে বসে #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন প্রতি মঙ্গলবার হাটবারে। কোন প্রকার খাজনা বা টেক্স ছাড়াই ঘরে বসে অনলাইনে হাটে আছি প্রতি মঙ্গলবার। নারীদের জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে অনলাইন প্লাটফর্ম।
হাটবারে দিনের আগে আমরাও সে যুগ যুগ চলে আশা রীতিমতো সকাল সকাল নিজের পণ্যের সাথে চলে আশি হাটবারে। সেই পুরানো দিনের মতো আমাদের প্লাটফর্মে হাট বারে পাই হাঁস,মুরগী, ঈদের সময় গরু, ছাগল, নানা ধরনের মাছ, চাঁদপুরের বিখ্যাত ইলিশ, বরিশালের সুপারি, নারকেল, মুন্সিগঞ্জের বিখ্যাত মিস্টি, নাটোরের কাঁচাগোল্লা, সন্দেশ, টাঙ্গাইলের শাড়ী, রাজশাহী স্লিক, আম, লিচু, তাঁত কাপড়, আধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্য সামগ্রি যেমন উন্নত মানের মোবাইল ফোন, ল্যাপটপ, ডেক্সটপ, নরমাল ফোন, বর্তমান চাহিদা অনুযায়ী সকল ধরনের পণ্যের সমাহার আছে আমার দেখা সেরা সেরাদের সেরা অনলাইন প্লাটফর্ম #নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন।
তাছাড়াও এখানে পাবেন ডিজিটাল মার্কেটিং করার বিভিন্ন সার্ভিস। যেমন পেইজ বুষ্ট করা, ডেকোরেশন করা, পেইজ প্রোমোট করা, বিজনেস লোগো বানানো, ইত্যাদি আরো অনেক সার্ভিস নিয়ে আমাদের প্লাটফর্মের সদস্যরা সফল ভাবে বিজনেস করছি ঘরে বসে স্বাস্থ্য সচেতন ভাবে নিরাপদে।আলহামদুলিল্লাহ।
আমি একজন হাটবারের বিক্রেতা আবার আমার প্রয়োজনীয় জিনিসও আমি কিনি হাটবার থেকেই।
প্রিয় স্যারের অসাধারণ স্লোগান। প্রিয় প্লাটফর্মের সবাই নিজেদের প্রয়োজনীয় পণ্য গুলো প্লাটফর্ম থেকে কিনতে ভালোবাসে। সবচেয়ে বেশি বিক্রি ও কেনা হয় প্রতি মঙ্গলবার হাটবারে।আলহামদুলিল্লাহ সোমবার থেকেই আমি প্রস্তুতি নেই হাটবারে আশার জন্য। সপ্তাহে এই দিনটির জন্য অধির আগ্রহ নিয়ে বসে থাকি হাটবারের জন্য। কারণ এখন বাংলাদেশর ৬৪ জেলা ও ৫০ টির বেশি দেশের মানুষ যানে আমাদের প্রতি মঙ্গলবার হাটবার হয়।তাই যারা বিজনেস না করে বা যারা রেজিষ্ট্রেশন করে না তারাও আমাদের প্লাটফর্ম মঙ্গলবার ভিজিট করেন সবার পণ্য দেখে ও ক্রয় করে।
সেরকম একটা গল্প বলবো আজ যে কিনা রেজিষ্ট্রেশন না করেই গ্রুপে যুক্ত ছিলো অনেক দিন ধরে।
আজ বলবো প্লাটফর্ম এক ভাযের কথা Kabir Hossain ভাই।
ভাই অনেক দিন ধরে যুক্ত আছে প্লাটফর্মে সৌদি প্রবাসি ভাই। সে প্রায়ই আমার পণ্য দেখে আমার ইনবক্সে নক করে প্রাইস জানার জন্য।
যে প্রাইস দেওয়া থাকে সেই দামেই কি রাখবেন।
আমার জন্য দোয়া করবেন লেগে থাকতে চাই সফল না হওয়া পর্যন্ত।
ধন্যবাদান্ত




_________________________________
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেনের গর্বিত সদস্য
