৬০০ তম দিন স্ট্যাটাস অব দা ডে অনুভুতি
সম্মনিত আমার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন যার যার অবস্তান থেকে। এই কোরেনা মহামারী থেকে সবাইকে ভালো রাখেন এই দোয়া করি। আমি ও আল্লাহ রহমতে ভালো আচি -----------------------
----৬০০ তম দিন স্ট্যাটাস অব দা ডে অনুভুতি ---_
----------------------------------------------------------------------------------









হঠাত করে দেখলাম আমাদের ফেনী সেশন চচায় মিট আপ চলতাচে। ওখানে দিজেকে যুক্ত করলাম তখন ১৩ তম সেশন নিয়ে সবাই আলোচনা করতাচে আমাকে বলতাচে আপনে আপনার পরিচয় দেন আমি বললমা কি পরিচয় দিবো। বলতাচে তারা আপনার নাম ব্যাচ নং রেজিষ্ট্রেশন নং
কোথায় থাকেন কন জেলার এগুলা আরকি। তখন সব বললাম । তারা বলে আপনে ১০ তম ব্যাচের আপনে তো আরো উপরে আশা কথা পিচিয়ে পড়চেন কেনো। তখন আমার সমস্যা কথা বললাম তারা সবাই আমাকে সাহস দিলো সমস্যা নাই আগে আপনে স্ট্যাটাস অব দা ডে হয়ে যান। আমি বলি কি বাবে হবো তারা সব বলে দেন সহযোগিতা করে সবাই আমাকে জীবনের গল্প লিখার জন্য বলতাচে। কি লেখবো কি বাবে লেখবো হতাশায় মধ্যে পড়ে গেলাম জীবনে কাউকে কিছু বলা হয়নি এখন হাজার হাজার মানুষ কে কি ভাবে বলবে সরম ও লজ্জা ও লাগতাচে
যাক লিখলাম জীবন নিয়ে কাহিনী। ওদিনে আমি Sod হয়ে গেলাম মানি কমিউনিটি ভলন্টিয়ার হয়ে গেলাম সবাই আমাকে
অভিনন্দন
যানাইতাচে আমি তো বিশ্বাস করতে পারচি না আমি তো খুশি আনন্দিত মহা খুশি 

সামনের দিগে। তখন থেকে লেখা শুরু করে দিলাম পর পর
১ মাসে ৫ /৬ বার Sod হয়েছি







যখন সবাই
অভিনন্দন
যানাই তখন কতো যে খুশি লাগো বা কত আনন্দ ভোগ করি অবশেষে
কৃতজ্ঞতা যাপন করচি আমাদের প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি । তিনি না থাকলে মনে হয় এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি হয়তে না। এতো ভালো মানুষের সন্দান পেতাম না ---------------
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০০
Date:- ১৯/০৮/২০২১
নাম রমজান আলী মিন্টু খান
জেলা ফেনী
ব্যাচ নং ১০ তম
রেজিষ্ট্রেশন নং ১৬১৭৪
কমিউনিটি ভলন্টিয়ার
বতমান সৌদি আরব রিয়াদ
নিজের বলার মতো একটা গল্প ফাউণ্ডেশন সদস্য