৬০০ তম দিন স্ট্যাটাস অব দা ডে অনুভুতি
জ্ঞান অর্জন করার জন্য নির্দিষ্ট কোনো বয়স দরকার হয় না, আমরা যেকোনো সময় যেকোনো বয়সে জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করার কোনো বিধিনিষেধ নাই, তাই সমাজে প্রতিটা মানুষেরই জ্ঞান অর্জন করা খুবই দরকার, আর আমরা জ্ঞানের বাহক হিসেবে বই পড়ি এবং পড়বো।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আমরা সবাই নিজের অভিজ্ঞতার গল্প, শিক্ষার গল্প, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা হওয়ার গল্প এবং প্রিয় প্লাটফর্মে যুক্ত হওয়ার গল্প লেখার মাধ্যমে স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়ে নিজের ভেতরের বিকাশিত শিক্ষা ও জ্ঞান চর্চার পাশাপাশি ভালো একজন কনটেন্ট রাইটিং শিক্ষতে পারছি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে আমরা যারা যুক্ত হয়েছি তারা সবাই কমবেশি কোন না কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে আমরা স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করতেছি এবং বিভিন্ন টেকনিক্যাল বাঁ হাতে খড়ি শিক্ষা, প্রেজেন্টেশনের স্কিল , লিডারশিপ স্কিল চালানের দক্ষতা , একাউন্টিং, নন একাউন্টিং আইটিসি ইত্যাদি শিক্ষা অর্জন ও চর্চার মাধ্যমে নিজেকে বিকশিত করার সবচেয়ে বড় একটি অধ্যায়ন হচ্ছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিদিন কেউ না কেউ স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হওয়া।
Iqbal Bahar Zahid Sir প্রতিনিয়ত আমাদেরকে ভালো মানুষ ও উদ্যোক্তা হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
আমরা স্ট্যাটাস অফ দা ডে হওয়ার জন্য আমরা যে পরিমাণ পরিশ্রম ও সময় ব্যয় করে লেখালেখি করি তার প্রত্যেকটি শব্দের পিছনে আমাদের অগণিত চিন্তাভাবনা, শিক্ষাচর্চা ও ভালো কনটেন্ট রাইটিং এর মাধ্যমে জীবনের বাস্তব গল্প লিপিবদ্ধ করে স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হই, তখনই আমরা আমাদের অনেক কষ্টের সার্থকতা খুঁজে পায়।
আমি যখন প্রথমবার যখন স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়েছিলাম বার বার শুধু নোটিফিকেশন আসতে লাগলো, চেক করে দেখি ওমান টিম ও ফেনী টিম থেকে শুরু করে অনেকেই নক দিয়ে
অভিনন্দন
জানাচ্ছে। তখন আমি জানতাম না স্ট্যাটাস অফ দ্যা ডে হওয়ায় কেন আমাকে অভিনন্দন
জানাচ্ছে। তারপরও অভিনন্দন
ম্যাসেজ দেখতে পেয়েখুশিতে আমার চেখে পানি চলে আসলো । আমি খুবই উৎফুল্ল ও আনন্দিত হয়েছিলাম,,,,,আমার মনে হচ্ছিল আমি সারা বিশ্বকে চেঁচিয়ে জানিয়ে দিই,,,,, যে আমি সার্থক, আমার কষ্ট সার্থক হয়েছে আমি স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়েছি।
তখন থেকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর গর্বিত সদস্য হয়ে গ্রুপে সময় দিতে শুরু করি।
এবং দেখতাম প্রতিদিন Md Iqbal Hossain ভাইয়ার আইডি থেকে যারা স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়।
আমি প্রতিদিন ভাইয়ের পোষ্টের আপেক্ষায় থাকি বার বার ভাইয়ের আইডিতে গিয়ে ভিজিট করে দেখি পোষ্ট করেছে কিনা, তার কারণ যারা স্ট্যাটাস অব দ্যা ডে হচ্ছে আমি তাদের লেখাগুলো পড়ার জন্য, সেগুলো পড়ে অনেক অভিজ্ঞতা ও অনুপেরনা পাওয়া যায়।
প্রতিনিয়ত আমি পোষ্ট গুলো পড়ে আসতেছি।
প্রবাসে থেকে হাজার ব্যস্থার মাঝেও একটু লেখালেখির চেষ্টা করি রাত জাগা পাখির মতো রাত জেগে।সত্যি রাত জেগে লেখাটা আমার জন্য একটা নেশা হয়ে গেল।
প্রথম স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার পর যে পরিমান অভিনন্দন বার্তা আসতে লাগলো, সে অনুপেরনায়
থেকে আমিও শুরু করলাম লেখালেখি যে আমাকেও প্রতিনিয়ত চেষ্টা করতে হবে স্ট্যাটাস অফ দ্য ডে হওয়ার জন্য কারণ স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হওয়ার আনন্দ টা খুবই মজার,,, তাই হাজার ব্যস্ততার মাঝেও নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর নিবেদিতপ্রাণ হয়ে নিজের ভিতরের সুপ্ত প্রতিভা কে জাগানোর ও লেখালেখির অভ্যাস তৈরি করার জন্য স্ট্যাটাস অফ দা ডে হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে প্রায় ২লাখ ৯৬ হাজার..... সদস্যের মাঝে নিজেকে ব্রান্ডিং করার অন্যতম মাধ্যম হচ্ছে স্ট্যাটাস অফ দ্যা ডে ।
___________________
_______
প্রবাস জীবনে হাজার ব্যস্তার মাঝেও লেখার চেষ্টা করে এই পর্যন্ত ১৫ অথবা ১৬ বার স্ট্যাটাস অফ দ্যা ডে হয়েছি।
_____
এবং লেগে থাকার ফসল হিসেবে ৯বার টপ টুয়েন্টিতে স্থান পেয়েছি।
_______
_______________________
স্ট্যাটাস অফ দ্যা ডে এর প্রস্তাবক Nurun Nabi Riyaz
ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
#Md_Iqbal_Hossain ভাইয়ের যথেষ্ট অবদান রয়েছে এই স্ট্যাটাস অভ দ্যা ডে এর। অনেক প্রতিবন্ধকতার মাঝে ও নিজের মূল্যবান সময় গুলো দিয়ে যাচ্ছে।
আবার ও কৃতজ্ঞতা শ্রদ্ধা,ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রাণ প্রিয় শিক্ষক,, ভালোবাসার মানুষ,, বর্তমান তরুণ প্রজন্মের কিংবদন্তি Iqbal Bahar jahid Sir এর প্রতি,, যার অক্লান্ত পরিশ্রমে এর মাধ্যমে আমরা এত সুন্দর একটি পরিবার পেয়েছি।
আমার লেখাতে কোন ভুলক্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবান্তে
--------------
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০০
Date:- ১৯/০৮/২০২১
সাইফুল ইসলাম
কমিউনিটি ভলান্টিয়ার
সদস্য রেজিষ্ট্রেশন টিম
টপ টুয়েন্টি ক্লাব
হাট মনিটরিং টিম
দশম ব্যাচ
রেজি নং ১৬০৬৯
জেলা ফেনী
ওমান প্রবাসী