৬০০ তম দিন স্ট্যাটাস অব দা ডে অনুভুতি
পরিকল্পিত চিন্তার দ্রুততম অগ্রযাত্রা
শ্রম কখনও বৃথা যায় না
বুদ্ধি কখনও অকাজে লাগাতে হয় না
কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব Iqbal Bahar Zahid স্যারের যার চিন্তা-ভাবনা এত সুন্দর ও পবিত্র।প্রিয় প্লাটফর্মের যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা তো আছেই কিন্তু সবাইকে তো এই দায়িত্ব দেয়া যায় না আবার নতুন সদস্যদের অবহেলা করা যায় না।সবাই যাতে উৎসাহ পায়, নিজের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করতে পারে সেই জন্য তিনি পরিচালনা করেছেন "SOD"।কত সুন্দর একটা নিয়ম ।যার ফলে সবাই নিজেদের একটা নির্দিষ্ট স্থান পায়। প্রতিদিন "SOD" হওয়ার ফলে যেকোন সদস্য হতে পারে কমিউনিটি ভলান্টিয়ার।
সুন্দর "SOD" এর যাত্রাটা মাত্রা পেয়েছিল আজ থেকে প্রায় ৬০০ দিন পূর্বে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে।।এর মধ্যে আমি একাধিক বার SOD হয়েছি। সকলের শুভেচ্ছা বার্তা আমাকে প্রতফুল্ল করেছে। আমি পেয়েছি উদ্যম। "SOD" এমন এক পাওয়া যা আমার গ্রুপের উপর প্রতিনিয়ত আগ্রহ বাড়াচ্ছে।আমি কৃতজ্ঞ এই গ্রুপের প্রতি, আমি কৃতজ্ঞ প্রিয় মেন্টরের প্রতি।
হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে গ্রুপের কার্যক্রম আর প্রতিদিন SOD হচ্ছে একাধিক ব্যক্তি। আজকের এই দিনে পদার্পণ আজ নতুন করে দোলা দিচ্ছে আমাদের সকলের মনে।আজ আমি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি তবুও কিছু কথা প্রকাশ না করলেই নয়।১০০০ দিন পূর্তিতে মনে যে আনন্দের ঢেউ বয়েছিল আজও তেমনি আনন্দ হচ্ছে। যদিও পারিনি উৎসবে মেতে উঠতে কিন্তু অনুভূতি গুলো ভাগাভাগি করতেই পারি।
প্রিয় মেন্টরের থেকে আমরা যা চাইনি তার চেয়ে বেশি পেয়েছি।শিখেছি অনেক কিছু। নিয়মিত ভিডিও সেশন করে কেটেছে আমাদের কথা বলার জড়তা।আমরা করতে পেরেছি নিয়মিত জ্ঞানের চর্চা। এখান থেকেই আমরা সকলেই ভালো মানুষী চর্চা করতে পেরেছি যা ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই গ্রুপ থেকে আমরা পেয়েছি সম্মান , পেয়েছি একটা বন্ধন।বিপদে আপদে সহযোগিতার জন্য পেয়েছি এত বড় একটা পরিবারকে।
শত কষ্ট আর ব্যস্ততার পরেও দিন শেষে খুব ভালো লাগে যখন দেখি গ্রুপের কেউ "SOD" হয়েছে তখন মনে হয় এটা আমারই পাওয়া।কারণ সকলে আমরা ভাই-বোন তাই সবার আনন্দে আমরাও আনন্দিত হই। শুভেচ্ছা ও
অভিনন্দন
জানাই সকলকে। এগিয়ে যেতে চাই সবাই এক সাথে।"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০০
Date:- ১৯/০৮/২০২১
ইছমত_ হাসান
মডারেটর_ ও _ওয়ারী (ঢাকা)_ জোন_ এম্বাসেডর
মেম্বার -_রিসার্চ_অ্যান্ড প্রোমোশন_ টিম।
ব্যাচঃ _অষ্টম
রেজি.নংঃ _৯২৫৩
জেলাঃ_ ফেনী
বর্তমান_ অবস্থানঃ _ঢাকা