স্টেটাস অফ দা ডে ৬০০ তম দিনে সেরা প্রাপ্তি।
প্রথম থেকে বলতে গেলে এই প্লাটফর্মের সাথে আমার কোন পরিচয় ছিলনা।কেউ হয়তো আমাকে ইনভাইট করছিল সে হিসাবে ফেইসবুক ওয়ালে সবসময় ভাসতো চোখে পরতো কিন্তু কিছু বুজতাম না।


কিভাবে গ্রুপে একটিভ থাকা যায়, কিভাবে নিজের পরিচিতি লাভ করা যায়,স্যারের প্রতিটি সেশন এবং প্রতিটি আফডেট নিউজ কি ভাবে পাবো এইসব বিষয় নিয়ে সবসময় আমাকে সাহায্য করতেন।আস্তে আস্তে নিজের এক্টিভিটি বাড়াতে লাগলাম।

অভিনন্দন
জানাচ্ছে, 






প্রিয় গ্রুপের প্রতিটি ক্লাস মনযোগ দিয়ে করার চেষ্টা করছি এবং নিজেকে একজন ভালো উদ্যোক্তা হওয়ার জন্য একটু একটু করে স্বপ্ন দেখছি।স্যারের প্রতিটি শিক্ষা আমাদের নতুন করে বাঁচতে শিখায়।











"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০০
Date:- ১৯/০৮/২০২১






