৬০০তম স্টেটাস অব দ্যা ডে হওয়ার_অনুভুতি প্রকাশ
👉#আমার_উদ্যোক্তা_জীবন_শুরুটা_______যেভাবে_______
চাকরির করব না চাকরি দেবো------
জীবনের বাস্তব শিক্ষনীয় গল্প
আপনাদের অতি মূল্যবান সময় দিয়ে পড়ার অনুরোধ রইল।
👉আমি 12 তম ব্যাচের
থেকে এই প্লাটফর্মে যুক্ত একজন গর্বিত সদস্য।
কমিউনিটি ভলান্টিয়ার
চাঁদপুর জেলার মেসেঞ্জার গ্রুপ
প্রথম থেকেই প্রতিদিন সেশন চর্চা করি প্রতিদিন অনেক গুরুত্ব সহকারে স্যারের সেশন নিয়ে আলোচনা পর্যালোচনা করি।
স্যারের অনেক গুরুত্বপূর্ণ একটি বাণী আমাকে অনুপ্রেরণা যোগায়।
👉#স্বপ্ন_দেখুন_সাহস_করুন_শুরু_করুন_লেগে_থাকুন_সফলতা_আসবে------+
ছোটকাল থেকেই এগ্রো প্রজেক্ট খামার কৃষি হাঁস মুরগি লালন পালন পশুপাখি এবং খামার উপর আমার অনেক দুর্বলতা ছিল শখও ছিল বটে ।
👉কিন্তু কখনো চিন্তা করিনি একজন উদ্যোক্তা হবো।
👉শুরুটা যদিও একটু সমস্যা ছিল
ফ্যামিলির কেউ চাইনি আমি খামার করি।
আশেপাশে বন্ধুবান্ধব যারা শুনে আমি খামার করি সারাই উপহাশ করেছিল।
অনেকে বাধা দিয়েছিল।
বাবা-মা বলছিল তোরে দিয়ে কিছু হবে না তুই পারবি না।
বন্ধুবান্ধব অনেকে বলতো সারা বছর ঢাকা থেকে এখন খামার করে কি করবি।
তোর ধারায় খামার করা সম্ভব না। এগুলো সম্ভব না তুই পারবি না।
অনেক কষ্টের ও পরিশ্রমের কাজ।
কিন্তু আমি কারো কথা শুনিনি নিজের ইচ্ছা শক্তি এবং সাহস প্রিয় মেন্টরের শিক্ষা নিয়ে
পরিশ্রম করে স্যারের অনুপ্রেরণা নিয়ে খামার করেছি।
যারা বাধা দিচ্ছিল তারা সবাই অনেকেই আমার কাস্টমার।
কাস্টমার না শুধু রিপিট কাস্টমার।
আলহামদুলিল্লাহ।
আমাদের প্রিয় মেন্টর শিক্ষক লাখো তরুণ তরুণীরা আইডল উদ্যোক্তা গড়ার কারিগর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে শুরু করি খামার জগতে আশি।
👉 চার হাজার টাকা দিয়ে শুরু করি।
👉40 পিস দেশি মুরগি দিয়ে আমার খামারের এর সূচনা।
ওখান থেকে 32 পিস দেশি মুরগি চার মাস পর ডিম পাড়া শুরু করে আলহামদুলিল্লাহ ডিম থেকে ইনকিউবেটর এর মাধ্যমে বাচ্চা উৎপাদন করি কিছুদিন পরে প্রায় আসি হাজার টাকার মূলধন হয়।
👉বাণিজ্যিকভাবে মুরগির খামার
আধুনিক মুরগির খামার করার লক্ষ্যে
বায়োসিকিউরিটি এবং অন্যান্য ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাক করে
শুরু করে দেশি মুরগির বাণিজ্যিক খামার।
প্রথম দিকে একটু বিক্রির জন্য অসুবিধা হলো পরবর্তীতে আলহামদুলিল্লাহ বিক্রি এবং সবকিছু সমস্যা সমাধান হয়।
এখন আমার থেকে মুরগির বাচ্চা ডিম নিয়ে অনেকের নতুন খামার শুরু করেছে।
স্যারের শিক্ষা নিয়ে আমার খামারের উৎপাদিত বাচ্চা দিয়ে প্রথমে দুই জন স্টুডেন্ট কে উদ্যোক্তা হতে সাহায্য করি।
আমার জানামতে আজ পর্যন্ত 16 জন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এখনো প্রতিনিয়ত নতুন নতুন খামার করার জন্য আমার এখানে আসে। খামারে কাজ করে পরিশ্রম এবং সততার সাথে যারা লেগে ছিল
ওখানে তারা দুজন উদ্যোক্তা হয়েছে।
অবশ্যই তারা সফল হবেই।
আমার থেকে যারা বাচ্চা ও ডিম নিয়ে। খামার করেছে আমি প্রতিনিয়ত তাদেরকে মনিটরিং করি সব সময় নিজের ফ্যামিলির মতো খোঁজ খবর রাখি।
আমার এখানে কাজ করে তিন মাস পরে দুইজনে স্টুডেন্ট নতুন করে খামার শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি নিজেও স্বাবলম্বী হচ্ছি এবং অন্যদেরকে স্বাবলম্বী করার জন্য সহযোগিতা করতে পারতেছি এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় নেয়ামত।
তারাও আমার সাথে সব সময় ভালো মন্দ শেয়ার করে যোগাযোগ রাখেন। আমি মনে করি এটা আমার
দায়িত্ব।
আমি বায়োফ্লক নিয়ে কাজ করার অনেক ইচ্ছা ছিল। অনেক খোঁজ খবর নিয়ে এবং কয়েক জায়গায় সেমিনারে করেছি বায়োফ্লক নিয়ম শেষ পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মের কয়েকজন ভাইয়ের সাথে বায়োফ্লক নিয়ে পরামর্শ করি।
সব কিছু হিসাব-নিকাশ করে দেখি আমার বায়োফ্লক থেকে ঘেরে মাছ চাষ করা অনেক সুবিধা এবং লাভজনক।
তাই এক বছর থেকে চারটা পুকুর নিয়ে একটা গের পুকুরে মাছ চাষ করি। আলহামদুলিল্লাহ গত কয়েক মাস আগে 3 লক্ষ টাকার মাছ বিক্রি করি।
এখনো অনুমানিক 2 লক্ষ টাকার উপরে পুকুরে এবং ঘরে ছোট বড় মাছ আছে।
সবার দোয়া এবং ভালোবাসা একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি।
মাছ চাষ করতে গিয়ে প্রথমে অনেক সমস্যা হয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন কোন সমস্যা নাই।
আমি যুব উন্নয়নে ট্রেনিং নিয়ে ।
#প্রশিক্ষণ----
যে কোন কাজ করার আগে অবশ্যই তাকে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে হবে। শিক্ষার কোন বিকল্প নাই।
প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হলে।
সফল হতে একটু সময় লাগলোও ক্ষতির হয়ার সম্ভাবনা কম থাকে।
আমার সাথে যারাই খামার রিলেটেড উদ্যোক্তা হওয়ার জন্য আসে আমি আগে পরামর্শ দেই প্রশিক্ষণ নেওয়ার জন্য।
আমি ভাবছিলাম প্রশিক্ষণ না নিয়ে শুরু করব।
কিন্তু যখন অনেক সমস্যা দেখেছি।
তখন চিন্তা করেছি প্রশিক্ষণ না নিয়ে বড় করে শুরু করব না। আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ শেষ করে অনেক সমস্যার সমাধান এখন করতে পারিনি নিজেই।
সবচেয়ে সুখবর এবং আমাদের প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প
ফাউন্ডেশনে আমাদের প্রিয় স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যার খামারিদের কথা চিন্তা করে সারা বাংলাদেশ প্রশিক্ষণপ্রাপ্ত খামারিদের কে নিয়ে।
এগ্রো ফোরাম প্রশিক্ষণ করার ব্যবস্থা রেখেছেন যেখানে সব সময় খামারিদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন এজন্য স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি যখন খামার শুরু করি কিছুদিন পরে কোথায় বিক্রি করব কার কাছে বিক্রি করব অনেক হতাশ ছিলাম পরে আস্তে আস্তে আমার খামার এর পরিচিতি বৃদ্ধি পেতে থাকে এখন প্রতিদিন চারশত দেশি মুরগির ডিম অর্ডার থাকে কিন্তু উৎপাদন কম থাকার সবাইকে দিতে পারি না। দেশি মুরগির ডিমের এবং মাংসের চাহিদা অনেক। দেশি মুরগির মাংস অনেক সুস্বাদু এবং পুষ্টিকর অনেক বেশি। তাই বিক্রি করতে সমস্যা হয় না।
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের আমাদের প্ল্যাটফর্মের অনেক ভাইয়া এবং আপুরা আমার খামারে আসে মাংস এবং ডিম ভাইয়ের কাছে বিক্রি করি।
প্লাটফর্মে যুক্ত হওয়ার আগে অনলাইন সম্পর্কে আমার অত বেশি ধারণা ছিল না।
অনেক কিছুই অজানা ছিল।
প্ল্যাটফর্মের যুক্ত হওয়ার পরে যখনই প্রতিদিন সেশন নিয়ে চর্চা করি।
অনলাইন ই-কমার্স এবং f-commerce সম্পর্কে জানতে পারি।
অনলাইনে খামার রিলেটেড পণ্য বিক্রি করা যায় এটা আমার জানা ছিল না।
এখন আমার অনেক কাস্টমার অনলাইন ভিত্তিক।
#দেশি_মুরগির সাথে #ব্রাহামা_মুরগি, #সিল্কি_মুরগি।
বিক্রি করি তাই অনলাইনে প্রচুর পরিমাণে ও ওয়াডার পাই।
আমার খামার থেকে দেশি মুরগি নিয়ে লক্ষ্মীপুরে কুমিল্লাতে এবং ফেনীতে খামার হয়েছে। আলহামদুলিল্লাহ।
সবকিছুর জন্য কৃতজ্ঞতা আমার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।
প্রতিভা অনেক শক্তি ইচ্ছা।
আপনি চাইলেই পারবেন ঘুমামিয়ে থাকা স্বপ্নগুলো জেগে তুলতে।
আমি যখন খামার শুরু করি তখন অনেক প্রতিকূলতার মধ্যে বাধা সৃষ্টি হয়েছিল
আমার জন্য একটা সেট করি যা অভিজ্ঞতা না থাকার কারণে আমার প্রায় 70,000 টাকা ব্যয় হয়
কিন্তু আমার যদি সুপরিকল্পনা এবং
নির্দিষ্ট হিসাব কিতাব এর ভিতর 20 থেকে 25 হাজার টাকার সেট করা সম্ভব হতো।
যা পরবর্তীতে সব হিসাব কিতাব করে ব্যয় করে আমি যে খামার শুরু করি যদিও প্রথম দিকে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পরবর্তীতে এটা আমার কাজে লাগবে ।
ভবিষ্যৎ পরিকল্পনা
এগ্রো প্রজেক্ট
আগামী পাঁচ বছর পরে আমার খামার এবং প্রতিদিন 5000 ডিম উৎপাদনের কর্মপরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি
ইনশাআল্লাহ।
আমার ইচ্ছা আছে আমার খামার এখন দুজন কাজ করে এবং আগামী পাঁচ বছরের ভিতরে আরও 10 জনের কাজের ব্যবস্থা করার পরিকল্পনা আছে।
আমি চাই আগামী 10 বছর মধ্যে
ফিড উৎপাদন করে আমার নিজের খামার ব্যবস্থা করে পরিকল্পনা করে এবং আরও দশ জায়গায় যেত আমি বাজারজাত করতে পারি ইনশাল্লাহ সেই আশা এবং ইচ্ছা আছে।
#মোঃমাহবুব_আলম
"নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের একজন কমিউনিটি ভলেন্টিয়ার,
#বর্তমানে_ধানমন্ডি_জোনে
🇧🇩 জেলা - চাঁদপুর
🏣উপজেলা :শাহরাস্তি
💉 ব্লাড গ্রুপ - বি পজিটিভ
,🖋️ ব্যাচ নাম্বার - ১২
✍️রেজিষ্ট্রেশন নাম্বার - ৩৮৩৮৫
mahabubalam12387@gmail.com
☎️ফোন নাম্বার - ০১৭৪০৫৪৮৮১৩
যোগাযোগ ০১৮৮৬০৫৮৮১৩