৬০০তম স্টেটাস অব দ্যা ডে হওয়ার_অনুভুতি প্রকাশ
আসসালামু আলাইকুম
অনেকটা দিন পার হলো, সঠিকভাবে মাস,ক্ষণ বা সময় বলতে পারবোনা তবে ক্যালেন্ডারের পাতা থেকে অনেকগুলো মাস পার হলো আমি লিখছি না বা লিখা হয়ে উঠেছে না তাই বলে কিন্তু আমার ভালবাসার অনুভূতিগুলো নিস্তেজ হয়ে পড়ে নি। জীবনে প্রথম ভালোবাসি বলার অনুভুতি আর লক্ষ কোটি বার ভালবাসি বলার অনুভুতি কিন্তু এক না।
#স্ট্যাটাস_অব_দ্যা_ডে আমার কাছে ঠিক তেমনি জীবনে প্রথম ভালোবাসি বলার অনুভূতির মতো যা কখনো নিস্তেজ হওয়ার মতো না বরং পুনর্বার সতেজতা নিয়ে আমার জীবনে চলার পথে প্রাপ্তির অংশ হিসেবে ধরা দিচ্ছে _____________________ ️
উদ্যোক্তা তৈরির ফাউন্ডেশনের যুক্ত হয়ে স্বাভাবিকভাবেই নিজেকে ব্যান্ডিং করার তীব্র প্রচেষ্টা সবার ভেতর চলমান। আমরা উদ্যোক্তা হই আর ব্যবসায়ী হই, দু'টো ক্ষেত্রেই ব্যান্ডিং অনস্বীকার্য। নিজের ব্যক্তিগত ব্যান্ডিং ছাড়া কোন বিজনেস কল্পনা করা যায় না তাই উদ্যোক্তা হতে হলে নিজের ব্যান্ডিং জরুরি, ব্যান্ডিং ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করার সহজ নয়। আমাদের সৌভাগ্য যে ব্যান্ডিং করার জন্য
#স্ট্যাটাস_অব_দ্যা_ডে_ফিচারের_মত_একটি_ফিচার_নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশনে_চলমান
কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই প্রিয় ম্যাজিকম্যান Iqbal Bahar Zahid স্যারের প্রতি কারণ এ ফাউন্ডেশন তৈরি না হলে হয়তো কখনো সম্ভব হতো না এভাবে নিজের জীবনের ঘটে যাওয়া অনুভূতিগুলো গুলোকে নতুন প্রাণের সঞ্চার দিয়ে সবার মাঝে প্রকাশ করার। আপনি শুধু উদ্যোক্তা তৈরি করছেন না আপনি তৈরি করছেন এক একজন ভালো মানুষ। প্রতিনিয়ত ভালো মানুষ হওয়ার চর্চা চলমান এ ফাউন্ডেশন। জীবনে চলার পথে পুঁথিগত বিদ্যাই যে কাজে লাগে না তা আপনি আমাদের শিখিয়ে যাচ্ছেন। জীবনে সুখী হওয়ার জন্য পজিটিভিটির কোন বিকল্প নেই এবং একজন ভালো মানুষ জীবনের প্রত্যেকটি স্তরে সফল হবে এ বিশ্বাস তৈরি করেছেন আমাদের ভেতর।
বরাবরই লেখালিখির প্রতি ভালো লাগা ভালোবাসা ছিল তবে এ ভালোলাগা ভালোবাসা যে একসময় নেশায় পরিণত হবে তা বুঝতে পারিনি। ফাউন্ডেশন এর যুক্ত হবার পর থেকে প্রথমদিকে আমি অনেকটা ঝিমিয়ে পড়া সদস্যদের মত ছিলাম কিন্তু ধীরে ধীরে স্যারের সেশন গুলো যখন আমার নজরে আসতে থাকে তখনই আস্তে আস্তে আমি টের পাই আমার পরিবর্তন। ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাকে আমার জীবন থেকে অনেকটা পিছিয়ে নিয়ে গিয়েছিলো আমি ভুলেই গিয়েছিলাম জীবনে প্রাপ্তির জায়গাটা এখনো ফুরিয়ে যায়নি হয়তো তারা নিষ্প্রাণ হয়ে গিয়েছে যেমনটা অক্সিজেনের অভাব হলে মানুষের শ্বাস নিতে কষ্ট হয় তেমনি আমার ও প্রাণভরে নিঃশ্বাস নিতে কষ্ট হতো বলতে দ্বিধা নেই আমার জীবনের সত্যি কারের ম্যাজিক টা ঘটে এ ফাউন্ডেশন যুক্ত হয়ে।
ফাউন্ডেশন যুক্ত হওয়ার প্রথম দিকে আমাদের টপ স্টারদের লেখালেখি আমার চোখ এড়িয়ে যায়নি। ওনাদের লেখাগুলা পড়তে পড়তে ভাবতাম কিভাবে এত মুগ্ধতা দিয়ে লিখতে পারে কখনো লেখার ইচ্ছে জাগে নি এটা সত্যি নয় বরং সাহস করতে পারিনি লেখার। এভাবে চলতে চলতে একদিন মা দিবসে মা'কে কেন্দ্র করে আমার ছোট্ট কিছু অনুভূতি লিখে ফেললাম সাহস করে কিন্তু তা স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার ইচ্ছা থেকে নয়। মা দিবস উপলক্ষে গ্রুপের মাকে নিয়ে সবার অনুভূতি দেখে আমিও না লিখে থাকতে পারলাম না কিন্তু দিন শেষে যখন আমার লেখাটা সেরা লেখার জায়গা দখল করে নিলো তখন থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি লেগে থাকা শুরুটা এখান থেকেই।
#স্ট্যাটাস_অব_দ্যা_ডে_নির্বাচিত_হওয়ার_পর_আমি_হয়ে_গেলাম_তাৎক্ষণিকভাবে_কমিউনিটি_ভলান্টিয়ার।
গ্রুপের ভলান্টিয়ারিং এর পাশাপাশি কিভাবে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করা যায় সে পথেই হাঁটছিলাম। উদ্যোক্তা হতে গিয়ে বুঝতে পেরেছি উদ্যোক্তা হওয়ার জন্য নিজের পরিচিতি বা ব্যান্ডিং এর কোন বিকল্প নেই আর এই জায়গাটা আমি খুঁজে পেয়েছিলাম লেখালেখির মাধ্যমে। আজ নিজের পরিচিতির দেওয়া জন্য আমাকে কথা বলতে হচ্ছে না আমার প্রাপ্তি গুলো আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে সবার মাঝে।
#আসুন_আমরা_সকলে_এই_সুযোগটাকে_কাজে_লাগাই________________________________________
লেখালেখি ব্যাপারে যাদের কাছ থেকে আমি প্রতিনিয়তই উৎসাহ পেয়েছি, সাহস পেয়েছে তাদের সকলকে সব সময় অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই Nurun Nabi Riyaz ভাইয়াকে যিনি এ চমৎকার আইডিয়া টি উপস্থাপনা করেছিলেন। আর যার অবদান না বললেই নয় তিনি হলেন আমাদের সকলের প্রিয় Md Iqbal Hossain ভাইয়া অসংখ্য কৃতজ্ঞতা আপনার জন্য। নিঃসন্দেহে এটা বিশাল একটা ধৈর্যের কাজ। যুগ যুগ ধরে আপনাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ফাউন্ডেশন।
নিঝুম আমিন
একজন গর্বিত ভলান্টিয়ার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে
৮ম/৭০৯৩
স্বত্বাধিকারী: Bivor - বিভোর
ফেনী জেলা