আমাকে বলতো লেখাপড়া সাথে তুমি অন্য কিছু করার ব্যবস্থা করো
আমি রবিউল হোসেন। আমি আমাদের পরিবারের প্রথম সন্তান। আমরা দুই ভাই এক বোন। আমি যৌথ পরিবারের বড় হয়ছি। আমার বাবা ব্যবসায়ি মা গৃহিনী। আমার চাচা ও দাদা আমাকে অনেক আদর করতো। চাচা যেরকম আদর করতো তেমনি শাসন করতো। আমার সকল আবদার দাদার কাছে করতাম। দাদা সকল আবদার পূরণ করতো। আমার জন্মের সময় আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিলো না। আমার মায়ের কাছ থেকে শোনা। আমার ছোটবেলা কেটেছে হাসি আনন্দে। অভাব কি আমি জানতাম না।


























"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০০
Date:- ১৯/০৮/২০২১
রবিউল হোসেন
ব্যাচঃ- নবম
রেজিস্ট্রেশন নাম্বারঃ- 9402
রক্তের গ্রুপঃ- ও পজিটিভ
জেলাঃ- চুয়াডাঙ্গা
এন আর বি - কুয়েত।