সবজি বাড়ির আঙ্গিনায় বপন করতেন।আর আমি
🌷🌷🌷আমার জীবনের কঠিন বাস্তবতা🌷🌷🌷
আমি তখন ৫/৬বছরের গ্রামের দস্যু ছেলে। আমার স্কুল জীবনের পড়ালেখা মাত্র শুরু করেছি।এর আগে আমরা সবাই মিলে ঢাকা আমিন বাজার ছিলাম, সেখানেই আমার বেড়ে উঠা শুরু। ঢাকার জীবনটা আমার অনেক আনন্দময় ছিল। তখন ছোট ছিলাম সকল আবদার আমার বাবা নিমিষেই পুরাে করে দিতেন। সেটা খাওয়া দাওয়া হোক বা কাপড় চোপড় হোক । নিমিষেই সকল কিছু পাওয়া ছেলেটি হঠাৎ যখন সব বন্ধ হয়ে যায় তখন আমার মনে হয় এটা আমার সাথে কি হচ্ছে।তখন আমার মনে পড়ে আমরা সবাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে এসে, নতুন বাড়ির বিটে বান্ধলো। তখন থেকে আমার খুব মনে পড়ে আমাদের নতুন বিটে বেদে ঘর তৈরী করবে। আমাদের তখন আর্থীক অবস্থা মোটামুটি ভালো। তখন নতুন বিটেতে যে ফসল করতো সেটাই খুব
ভালো হতো।আমার মা ছিলো গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তান। তাই তিনি সব মৌসুমে সব রকমের🌶🍆🍅🍌 সবজি বাড়ির আঙ্গিনায় বপন করতেন।আর আমি যদি মার কাছে টাকা চাইতাম মা আমাকে বলতো যা ঘরে অনেক সবজি আছে বাজারে গিয়ে বিক্রিকরে তারপর 💴টাকা নিবি।কি কথায় শুনে মনে হচ্ছে আমার মা খুব কঠিন মনের মানুষ তাই না।
কিন্তু আমার মা বুঝাতে চাইতেন টাকা খরচ করতে হলে কষ্ট করে রোজগার করতে হয়। এমন কত দিন হয়েছে আমি সবজি নিয়ে বাজারে গিয়েছি কিন্তু একটা সবজি ও বিক্রি করতে পারি নাই,😍 তখন থেকে আমার বোধগম্য হয়েছে যে টাকা রোজগার করতে কষ্ট শহয় আর এমন কঠিন বাস্তবতা জীবনের প্রতিটি ক্ষেত্রে উপলব্ধি করতে পেরেছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে উপলব্ধি হতো টাকা ব্যয় করতে গিয়ে, মনে হতো টাকা রোজগার করতে কতোই না কষ্ট হয়।
🌿🌿
🌿 🌿জীবনের অপূর্ণ একটি অধ্যায়🌿
মনের কথাগুলো কারো মাঝে শেয়ার করার মাঝে স্বপ্ন পূরণের কিছু স্বাদ পাওয়া যায়। বিশিষ্ট কলামিস্ট হযরত"" মাওলানা মুফতি আবু তাহের মেজবাহ"" এর ""বায়তুল্লাহর মুসাফির" "নামক বইটি📖 পড়ে মনের মধ্যে বায়তুল্লাহ সফরের মনের মাঝে এমন এক সাদ জাগে যে আমার মনের অনুবতি এমন ছিলো টাকা থাকলে আমি তখনি বাইতুল্লাহে 🕋👉হজ্জ করতে যাইতাম। কিন্তু আমি তো তখোন চাকরি করতে শুরু করেছি মাত্র। তারপর ও স্বপ্ন তো বাস্তব করার নেশায় আমি বিভোর টাকা জমা করতে শুরু করেছি। প্রতি মাসে মাত্র ৫০০ টাকা করে জমাতে শুরু করলাম।তারপর হঠাৎ একদিন আমার মা খুব আবদার করে বসলো তার একটা ফ্রিজ লাগবে।মানুষের ফ্রিজে কিছু রাখতে অনেক কষ্ট লাগে।মার কথা শুনে কি করবো বুঝতে পারছি না। আমার স্বপ্ন না মায়ের স্বপ্ন, কার স্বপ্ন আমি পূরন করবো। পরক্ষণেই মনে হলো প্রিয় লেখকের একটা কথা দিলের মাঝে বাঝলো। যে দিলের মধ্যে তামান্না আছে তিব্র আক্ষাংখা সে দিলের তামান্না সুকুন আল্লাহ হয়তো পুরন করবে কোনো না কোনো একদিন। তার সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাঃ এর হাদিস 📖 যে ব্যক্তি আল্লাহর জন্য এমনভাবে হজ্জ করে যে সেই হজ্জ না কোন অশ্লীল কথা বলে আর না শরীয়ত বিরোধী কোন কাজ করে। তবে সে হজ্জ হইতে এমন নিষ্পাপ হইয়া ফিরিয়ে আসে যেমন মাতৃগর্ভ হইতে যেদিন দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় বাহির হইয়া আসিয়াছিল। 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌹তারপরে মনের স্বপ্নটা মনে কোরবানী করে মায়ের স্বপ্ন পূরণ করতে নেমেছি মায়ের জন্য ফ্রিজ কিনেছি।তারপর ও যে টাকা জমিয়েছি তা দিয়ে হয় নাই কিছু টাকা দার করতে হয়েছে। তারপরে আর এখন পর্যন্ত আমি আমার স্বপ্ন পুরন করতে পারি নাই। এখন ও সে স্বপ্ন পূরণের পিছনে ছুটতেছি।যখন ইকবাল বাহার জাহিদ স্যারের নিজের বলার মত গল্পের গ্রুপে এসেছি তখন থেকে মনে হয় আমার এই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ । আমি উদ্যোক্তা হবো আমার একটা গল্প হবে। সত্যি যদি আমি সফল উদ্যোক্তা হতে পারি তাহলে সর্ব প্রথম আমি 🕋বায়তুল্লাহ সফর করবো ইনশাল্লাহ। আমার স্যারের প্রতি অনেক দোয়া জিনি আমাকে এমন একটা প্লাটফর্ম দিয়েছেন। যার মাধ্যমে আমি আমার অপূর্ণ স্বপ্নটাকে আমার অনেক প্রিয় ভাইবোনদের মাঝে শেয়ার করতে পেরেছি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৪
Date:- ০১/০৭/২০২১
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের একজন গৌর্বিত সদস্য
👉মাওলানা মুহাম্মদ আবদুল খালেক
👉ব্যাচ নাম্বার ঃ১৪
👉রেজিষ্ট্রেশন নাম্বার ঃ৬৬৩৩৫
👉স্থায়ী ঠিকানা ঃ লক্ষীপুর রামগঞ্জ
👉বর্তমান ঠিকানা মুন্সিগন্জ্ঞ জেলা শ্রীনগর থানার কোলাপাড়া ইউনিয়ন
👉কমিউনিটি ভলান্টিয়ার