জীবনের এতো গুলো দিন কেটে গেলো সবার দুঃখে কষ্টে
নিজের বলার মত একটা গল্প এটা শুধু একটা ফাউন্ডেশন নয়, একটা পরিবার, যেখানে হাজার ও ভাল মানুষের মিলনমেলা, যে কাউকে অতি সহজে বিশ্বাস করা যায়। আমি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সাথে যুক্ত হতে পেরে নিজেকে আজ বড় ভাগ্যবতী মনে করছি। স্যার এই পরিবারে না আসলে হয়তো জীবনে বেঁচে থাকার মানেটা বুঝতে পারতাম না। আশার আলোটা দেখতে পারতাম না। অন্ধকার জগত থেকে আলোর জগতে কখনো ফিরতে পারতাম না। নেশার মতো ডিপ্রেশন থেকে নিজেকে কখনো মুক্ত করতে পারতাম না। স্যার যে সময় বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলাম,, সব সময় ডিপ্রেশনে থাকতাম, সবার সাথে যোগাযোগ বন্ধ করেছিলাম,,, অন্ধকারের মাঝে নিজেকে বন্ধি করে রেখেছিলাম। ঠিক সেই মহুতে আল্লাহ রহমতে, আল্লাহ অসিম দয়াই, নতুন করে বেঁচে থাকার আশার আলোর পথ দেখতে পেলাম। আমার ফোনে সেই ভিডিওটা আমার জিবনটা পরিবর্তন করতে বাধ্য করেছে সব মিলে একটা শক্তি দিয়েছে আমায়,,, যার ভিডিওটা দেখে নতুন করে সপ্ন দেখা শুরু করেছি সে আমার মনের শক্তি, নতুন করে নিজেকে তৈরি করতে সাহস দেখিয়েছে,,,
ইনায়া ইসলাম বৃষ্টি আপু
স্যার সেও আপনারি হাতে তৈরি করা ফসল,,,,।
স্যার যখন আমি ডিপ্রেশনের মাঝে ছিলাম, নিজের অজান্তে না বুঝে নিজেই নিজের সাথে অনেক অন্যায় করেছি ,,,,এখন ভুলটা বুঝতে পারি,,,,,,,।







কেউ আপনাকে বাবা হিসাবে শ্রদ্ধা করে।
কেউ বড় ভাই হিসাবে শ্রদ্ধা করে।
কেউ ছেলে হিসাবে শ্রদ্ধা করে।


আপনি এই পরিবারে সামনের দিনের ভবিষ্যত
স্যার আপনি আমাদের সবার কাছে অন্ধকারে আলো ,,, সফলতার খনি,বেচে থাকা শক্তি,



কেটে গেলো সবার দুঃখে কষ্টে
কেনো আপনি আগে আসেন নি
আগে কেনো দেননি দেখা
আমাদের অন্ধকারের পথের আলো হয়ে
আরো আগে কেনো আসেন নি।





><>< জেদ >< ><
,,,,,,
জেদকে যারা বিলাসিতা মনে করে তারাই জগতে পিছিয়ে থাকে সব সময় সব জায়গায় জেদ করতে নেই,,,,,,,,,।





ব্যর্থতা থেকে কতোবার আমি ঘুরে দাড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো,,,,,,,,,,,,,,,,,।






মানুষকে আবার উঠে দাড়ানোর সাহস যোগাতে,,,,,,।



স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৫
Date:- ০২/০৭/২০২১
মোছাঃ মেহেরুন জাকির
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ-১১
রেজিষ্টেশন নং-৩২৮৩৯
ব্লাড গ্রুপ- O+
Owner -Zulfa fashion house
জেলা- বগুড়া
আমার ব্যবসায়ীক ফেসবুক পেজ-https://www.facebook.com/Zulfa-Fashion-House-105770957993896/