জীবনের এতো গুলো দিন কেটে গেলো সবার দুঃখে কষ্টে
নিজের বলার মত একটা গল্প এটা শুধু একটা ফাউন্ডেশন নয়, একটা পরিবার, যেখানে হাজার ও ভাল মানুষের মিলনমেলা, যে কাউকে অতি সহজে বিশ্বাস করা যায়। আমি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সাথে যুক্ত হতে পেরে নিজেকে আজ বড় ভাগ্যবতী মনে করছি। স্যার এই পরিবারে না আসলে হয়তো জীবনে বেঁচে থাকার মানেটা বুঝতে পারতাম না। আশার আলোটা দেখতে পারতাম না। অন্ধকার জগত থেকে আলোর জগতে কখনো ফিরতে পারতাম না। নেশার মতো ডিপ্রেশন থেকে নিজেকে কখনো মুক্ত করতে পারতাম না। স্যার যে সময় বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলাম,, সব সময় ডিপ্রেশনে থাকতাম, সবার সাথে যোগাযোগ বন্ধ করেছিলাম,,, অন্ধকারের মাঝে নিজেকে বন্ধি করে রেখেছিলাম। ঠিক সেই মহুতে আল্লাহ রহমতে, আল্লাহ অসিম দয়াই, নতুন করে বেঁচে থাকার আশার আলোর পথ দেখতে পেলাম। আমার ফোনে সেই ভিডিওটা আমার জিবনটা পরিবর্তন করতে বাধ্য করেছে সব মিলে একটা শক্তি দিয়েছে আমায়,,, যার ভিডিওটা দেখে নতুন করে সপ্ন দেখা শুরু করেছি সে আমার মনের শক্তি, নতুন করে নিজেকে তৈরি করতে সাহস দেখিয়েছে,,, ইনায়া ইসলাম বৃষ্টি আপু স্যার সেও আপনারি হাতে তৈরি করা ফসল,,,,। স্যার যখন আমি ডিপ্রেশনের মাঝে ছিলাম, নিজের অজান্তে না বুঝে নিজেই নিজের সাথে অনেক অন্যায় করেছি ,,,,এখন ভুলটা বুঝতে পারি,,,,,,,।
স্যার সত্যি আপনি আমাদের সবার সফলতা কামনা,,এই পরিবারের বিশাল একটা বট গাছ আপনার সেই বট গাছের ছায়ার নিচে আমাদের সবার শান্তির একটা জায়গা। আপনে আমাদের সবার কাছে সুপারম্যান, সুপারহিরো,, আশার আলো, অন্ধকারে প্রদীপ,,,,, অনুপ্রেরণা,,,
স্যার আপনাকে এই পরিবারে সবার সবার মতো করে সম্মান ও শ্রদ্ধা করে।।।।
কেউ আপনাকে বাবা হিসাবে শ্রদ্ধা করে।
কেউ বড় ভাই হিসাবে শ্রদ্ধা করে।
কেউ ছেলে হিসাবে শ্রদ্ধা করে।
স্যার আপনাকে হাজার সালাম
আপনি এই পরিবারে সামনের দিনের ভবিষ্যত
স্যার আপনি আমাদের সবার কাছে অন্ধকারে আলো ,,, সফলতার খনি,বেচে থাকা শক্তি,
স্যার আপনাকে নিয়ে ছোট একটা কবিতা
জীবনের এতো গুলো দিন।
কেটে গেলো সবার দুঃখে কষ্টে
কেনো আপনি আগে আসেন নি
আগে কেনো দেননি দেখা
আমাদের অন্ধকারের পথের আলো হয়ে
আরো আগে কেনো আসেন নি।
স্যার সব শেষে আপনাকে বলবো আজ আমি অনেক অনেক ভালো আছি এবং ইনশাআল্লাহ সামনের দিন গুলোতেও ভাল থাকবো।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন পরিবারের সবাই বিশাল বড় মনের মানুষ, সবাই এতোটা হেল্পফুল ও বিনয়ী আমি চির দিন আপনাদের কাছে ঋণি হয়ে থাকবো। আপনারা সবাই সময় ও ধৈর্য সহকারে আমার লেখাগুলো পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় অনুপ্রেরণা দিয়ে সামনের পথে চলতে উৎসাহিত করেছেন। সত্যি বলতে গেলে আপনাদের জন্য আজ আমি অনেক অনেক ভালো আছি। এই পরিবারের সাথে নিজেকে যুক্ত হয়ে আজ নিজেকে ভাগ্যবতী মনে করছি। এই পরিবারের কারো মনের মাঝে হিংসা অহংকার নেই আলহামদুলিল্লাহ। সত্যি এইটা এমন একটা প্লাটফর্ম যেখানে ভালো কাজ, ভালো মানুষ, ভালো কাজ করার উপদেশ পাওয়া যায়। আপনাদের যতোটা গুণের কথা আমি বলবো এটা খুব সামান্যই বলা হবে। কারণ আপনাদের গুণের নেই কোন শেষ।আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও যেনো আপনাদের মতো একজন ভালো মানুষ হতে পারি।
স্যার আপনি সব সময় আলো ও শক্তি হয়ে ভালোবেসে পাসে থাকবেন,, ইনশাআল্লাহ।।। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো,,, আল্লাহ তালা যেন আপনার সকল আশা গুলো পুরুন করে দেন এবং আপনাকে উপর আল্লাহ যেন সব সময় সুস্থ ও স্বাভাবিক রাখেন আমিন।
কিছু বাণী
><>< জেদ >< ><
,,,,,,জেদকে যারা বিলাসিতা মনে করে তারাই জগতে পিছিয়ে থাকে সব সময় সব জায়গায় জেদ করতে নেই,,,,,,,,,।
যে ব্যক্তিই প্রকৃত জেদি সে কমের মাধ্যমে নিজের জেদ প্রকাশ করে থাকে,,,,,,,,,,,,,,।
সফল
আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না,
ব্যর্থতা থেকে কতোবার আমি ঘুরে দাড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো,,,,,,,,,,,,,,,,,।
সন্তানের সফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শিখাও,,,,,,,,,,,,,,,,,।
সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ শেষ করে না,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সফল্য অর্জন করে,,,,।
স্বপ্ন
স্বপ্নই শুধু পারে ব্যর্থতার তলানী থেকে একজন
মানুষকে আবার উঠে দাড়ানোর সাহস যোগাতে,,,,,,।
তুমি যেখান থেকেই আসো না কেনো,স্বপ্ন দেখা ও তা সফল করার তোমার অধিকার আছে,,,,,,,।
তোমার যা আছে তা কখনো অপচয় করনা। মনে রেখো তোমার এখন যা আছে, তা এক সময় তোমার সপ্ন ছিলো,,,,,,,,,,,,।
সব স্বপ্ন পূর্ণ হতে হবে এমনটা নয়,,থাকনা কিছু স্বপ্ন দীর্ঘশ্বাসের ভিড়ে।।।।
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৫
Date:- ০২/০৭/২০২১
মোছাঃ মেহেরুন জাকির
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ-১১
রেজিষ্টেশন নং-৩২৮৩৯
ব্লাড গ্রুপ- O+
Owner -Zulfa fashion house
জেলা- বগুড়া
আমার ব্যবসায়ীক ফেসবুক পেজ-https://www.facebook.com/Zulfa-Fashion-House-105770957993896/