স্বামীকে বললো দেখত আমাকে কি এই শাড়ীটাতে ভালো লাগছে কিনা
স্বামী # তার স্ত্রী কে বললো কাল আমার বন্ধুর বিয়ে। সবাইকে ইনভাইট করেছে। তুমাকে সাথে নিয়ে যাব অনুষ্ঠানে। সকাল সকাল তৈরী হয়ে থেক।
স্ত্রী # আচ্ছা ঠিক আছে। তবে কি পড়ে যাব?
স্বামী # তুমার যা ভালো লাগে পড়ে নিও।
স্ত্রী # ঠিক আছে।
স্বামী # পরদিন সকাল সকাল অফিসে চলে গেল। তাড়াতাড়ি কাজ শেষ করে অনুষ্ঠানে যেতে হবে।
স্ত্রী # তাড়াতাড়ি সব কাজ শেষ করলো। কিন্তু কি পড়ে যাবে ভেবে পাচ্ছিল না। আলমারি খুলে অনেক শাড়ী দেখলো কোনটা পড়বে বুঝতে পারছে না। দেখতে দেখতে চোখে পড়ল নীল রংয়ের একটা শাড়ী। সেটা বেড় করে পড়ে নিল। সাথে নীল চুড়ি কপালে একটা নীল টিপ দিল।
স্বামী # বাসায় এসে বেল বাজাতেই স্ত্রী দরজাটা খুললো।স্ত্রীকে দেখে স্বামীত পুরোই অবাক
।কেননা তার স্ত্রী কে এত সুন্দর তার আগে কখনো দেখেনি।চোখ সরাতে পারছিল। ভাবছে এটা কে কোন পুতুল নাকি কোন অপসরা। আকাশের নীলিমা যেন গায়ে জড়িয়ে রেখেছে। অপরুপ সৌন্দর্য মুগ্ধ হয়ে গেল স্বামী।

স্ত্রী # স্বামীকে বললো দেখত আমাকে কি এই শাড়ীটাতে ভালো লাগছে কিনা?স্বামী বললো ভালো লাগছে না মানে।তোমাকে এত সুন্দর এর আগে কখনো দেখিনি।। এখন থেকে তুমি রোজ শাড়ী পড়বে। শাড়ীতে তোমাকে খুব ভালো মানায়।তোমাকে একটা নীল পরীর মত লাগছে। স্বামীর মুখ থেকে নিজের এত প্রশংসা শুনে স্ত্রী খুশিতে আত্মাহারা।আনন্দে চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু ঝড়ে পড়লো মাটিতে।







শুভ কামনা
। 

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৭
Date:- ০৬/০৭/২০২১
সুবর্ণা আক্তার ঝর্ণা
রেজিষ্ট্রেশন টিম মেম্বার
কমিউনিটি ভলান্টিয়ার
ব্যাচ ১২
রেজিষ্ট্রেশন নং ৪৮৯৫৩
জেলা গাজীপুর
কাজ করছি পোশাক নিয়ে।