তার পর আমার বড় ভাই আমাকে ৩ মাস পর
ভাবতে ভাবতে কিছু সময় চলে গেচে
আমার জীবন থেকে তা কোনে দিন পিরে পাবো না
আর যাই হোক আর কথা বাড়িযে লাভ নেই-----
আমার জীবনে কিছু কথা আপনাদের কাছে শেয়ার
করতে যাচ্ছি কষ্ট করে একটু পরবেন ---------
আমি নিম্নমধ্যক্ত একটি পরিবারের জন্ম
আমার মা বাবা কেউ নাই ---
বাবা চিলেন শিক্ষাক মা চিলেন গিহিনি------
আমরা ভাই বোন ৮ জন তার মধ্য আমি ৬ নাম্বার
আমার জীবন চলার কিছু গল্প তুলে দরবো বুল
হলে খমা ছোখে দেখবেন--------
বাবা মারা জান ২০০৬ সালে মাস মাসের ২০ তারিখে
মা মারা জান ২০০৬ সালে September ১৯ তারিখে ত
তার পর আমার বড় ভাই আমাকে ৩ মাস পর
সেীদি আবর রিয়াদ নিয়ে আসে ------
আমাকে কাজে লাগিয়ে দেয় একটা হোটেলে
তখন থেকে সংগ্রম সুরু হয়ে যায় কষ্ট কাকে
বলে তখন থেকে বুঝতে পারলাম ------
ডিউটি শেষ করে বাসায এসে একা একা কান্না করতাম
কাউকে বরতে পারতাম না ------
কষ্ট গুলু শেযার করার মত কেউ চিলো না আমার
একমাএ আল্লাহ চিলো--------
তার পর কাজ করতে লাগলাম টানা ৮ বছর কাজ করচি
তার পর ভাবলাম নিজে কিছু একটা করবো কি করবো বেবে পাই না তার পর দেশে গেলাম ২০১৫ সালে ত মাস দেশে চিলাম মন বসতো না মা বাবা তো নেই বড় ভাইযের বউ চিলো তেমন ভালো না কেয়ার করতো না খাওয়া দাওযা ও ঠিক মত দিতো না কষ্ট করে চলতাম মন কে বুঝ দিয়ে। তার পর ৩ মাস থেকে চলে আসলাম সৌদি আরব রিয়াদের। কাজে যোদ দিলাম কিছু দিন যাবার পর আমার বড় বোন আমাকে বলতাচে চোট ভাইকে নিয়া যা তোর ওখানে। বাকি দুই বাই আছে তারা তো তাকে নিবে না । তুই তো বালো তোর কাছে নিয়া যা মা বাপ হারা ভাইটা কে। আমি বললাম আমি মাএ বাড়ির থেকে আসলাম নিজেও কষ্ট করে আমার কাছে তো টাকা নাই কি বাবে আনবো তাকে প্ররাই বাংলা টাকা ৬ লাখ টাকা লাগবে। --- আপু বলচ ভালো মানুষ বা সত লোককে আল্লাহ ঠিকে চালিয়ে নিবে তুই খালি একটু চেস্টা কর আল্লাহ নাম নিয়া
বোনের কথা শুনে সাহস পাইলাম ৪ মাসের মধ্যে ভাইকে নিয়ে আসলাম সৌদি আরব রিয়াদে।
তার পর তাকে এক কোম্পানিতে কাজে লাগিয়ে দিয়
।তার পর ২০১৮ সালে আবার দেশে যাই বিয়ে করবো কেউ মেয়ে বিয়া দেই না বলে মা বাবা নাই বিয়া করে চলে গেলে কোথায় থাকবে কার কাছে থাকবে তার কারণ বিয়া টা করতে পারি নাই --------
শেষ মেস এক আপত্তি মধ্য বিয়ে করি । তার পর চলে আসলাম সৌদি আরব রিয়াদে কিচু দিন পর কোল জুড়ে একটা কণ্য সন্তান আসলো আমার -----
তার কয দিন পর আবার দেশে যায় মেযে দেখার জন্য দেশে ৩ মাস থেকে চলে আসলাম আবার সৌদি আরব
তখন চিন্তা মাথায় কিলি বিলি করতো পরের চাকরী করবো না আমাকে কিছু একটা করতে হবে থাকার মত ঘর ও না
সারা খন টেনশনে থাকতাম কি করবো বুঝে উঠতে পারচি। কাজ যানি তার পর ও নিজে কিছু করতে পারচি না ---
এর মধ্যে একদিন আমার বন্ধু হাবিব মোতাসেন বললো বন্ধু আমাদের গ্রুপ আছে তুমি রেজিষ্ট্রেশন টা করে নাও কিছু শিখতে পারে পরে কিছু একটা করতে পারবে --- তখনি রেজিষ্ট্রেশন টা করে পেললাম সব কিছুতে এড করিয়ে দিলো আমাকে কোরেনা কালিন ----- আস্তে আস্তে সবাইর লাইক কমেন্ট দেখতাচি স্যাটাস দেখতাম লাইভ দেখতাম ভালো লাগতো।। ----- নিজের মধ্যে একটু সাহস পাইলাম
আমি এবং আমার বন্ধু একটা গেরেজ দি পাটনারে
দোয়া করবেন সবাই।। --------
এই পাওযা হয়চে আমার প্রিয় প্লাটফর্ম থেকে পাওয়া শিক্ষ নিয়ে ---যা আমি ১২ বছরে করতে পারি নাই তা আমি এক বছরে করচি এই প্লাটফর্মের থেকে শিক্ষা নিয়া। দোয়া করবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য।
পরিকল্পনা ঃ
দেশে কিছু করবো এটা নিয়া ভাবতে শুরু করলাম এবং দেশে জন্য মানুষের জন্য ভালো কাজ করে যাবো ইনশাআল্লাহ -------
হার মানা নাম জীবন না লড়াই করে বেচেঁ থাকার নাম জীবন
কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তি শালী ও করে তুলে।।
একজন সফল উদ্যেক্তা না হওয়া পযন্ত লেগে থাকবো ও নিজের বলার মতো একটা গল্প তৌরি করবো ইনশাআল্লাহ
পরিবার সমাজও দেশের জন্য কাজ করবো
জীবনে অন্তত একজন মানুষের ভাগ্যে বদলাতে সাহায্য করবো
বুল হলে খমা চোখে দেখবেন
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭০
Date:- ০৯/০৭/২০২১
রমজান আলী মিন্টু খান
জেলা ফেনী বতমান সৌদি আরব রিয়াদ
রেজিষ্ট্রেশন নং ১৬১৭৪
ব্যাচ নং ১০তম
ব্যাল্ডগ্রুর ও পজেটিব