এত দিন লোন এর কারণে অনেক কাজ করতে হয়েছে আমাকে
ঠিক তখন থেকে আমার পথ চলা শুরু একজন উদ্যোক্তা বা ব্যাবসায়ী হিসেবে,,, এই উদ্যোক্তা বা ব্যাবসায়ী হবার অনুভুতি ও প্রধান অনুপ্রেরণা কারি হলেন আমার #বাবা #আই লাভ ইউ বাবা💝 ভালো থাকো প্রবাসে। #বাবা বাড়ির সামনে ছোট করে একটি দোকান তথা বাচ্চাদের,,, ১টাকার চকলেট ২ টাকার আছার ২ টাকার #বিরিয়ানী চানাচুর মোট সম্ভবত ১১০ টাকার পণ্য এনে দিয়ে বল্লো এই তোমার দোকানের মাল তুমি ব্রিক্রি শুরু কর ঠিক তখন থেকেই আমি উদ্যোক্তা হওয়ার পিছে চুটছি,,,, কিন্তু ছিল না সঠিক গাইড লাইন,,, তাই এগোতে পারিনি।
🧏♂️ছোট বেলায় বিভিন্ন #ওয়াজ মাহফিলে #ঝাল মুড়ি #চটপটি #বাদাম ও বিক্রি কম করিনি।
আস্তে আস্তে বড় হতে থাকলাম,,,, আমার সাথে সাথে আমার #সপ্ন ও বড় হতে থাকলো,,, আমার #সপ্ন আমি নিজে এমন একটি কোম্পানি করবো যে কোম্পানির আমি #মেনেজিংডিরেক্টর সারা #বাংলাদেশের #৬৪জেলায় আমার কোম্পানির শো-রুম থাকবে এই #সপ্ন মাথায় নিয়ে ঘুরতেছি কিন্তু সঠিক শিক্ষা ও গাইড রাইনের অভাবে,,, কি ধরণের পণ্য,,, নিযে কাজ করবো কিভাবে কাজ করলে এগোতে পারবো সেই দিক নির্দেশনার অভাবে বসে ছিলাম।
MLM এর কাছে আমার #সপ্ন ভাংচুর
-------_-----------_----------_----------_----------_----------_------
#ঠিক তখনই আমার পূর্বের পরিচিত এক ভাই এর সাথে দেখা তিনি তখন তখন একটি কোম্পানির সাথে কাজ করতেছেন। তিনি আমাকে বল্লেন যে আলম তুমি কি করছো বেকার কেন বসে আছ,,আমার সাথে ব্যাবসা কর আমার কোম্পানির সাথে তখন আমি বল্লাম ভাই আমার একটা বিজনেস প্রোজেক্ট প্রাইল তৈরি করা আছে কিন্তু এখন কাজ শুরু করিনি তিনি বল্লেন কি প্রজেক্ট দেখি আমি সরল মনে তার সাথে শেয়ার করলাম। তিনি কখন আমাকে বল্লো আলম তুমি নিজে এমন একটি কোম্পানি প্রতিষ্ঠা না করেতে যেয়ে যদি তোমার সপ্নের সাথে মিলে এই রকম একটি প্রতিষ্ঠিত ভালো কোম্পানির সাথে কাজ করো তুমি কি করবে,,,, আমি এক লাপে বলে দিলাম করবো কিন্তু আমি কখনও যানতাম না যে সেটা MLM কোম্পানি।
ওনার কোম্পানির সাথে ব্যাবসা শুরু করে দিলাম প্রথম ৫৯০০০ টাকা দিয়ে প্রথম দিকে সব ঠিক ঠাক ছিল,,, কিছু দিন পর তাদের মোটিভেশান এ আমি কোম্পানির SO হবার জন্য ৪ লক্ষ টাকা দি এক সাথে,,, এই টাকা দেওয়ার বিনিময়ে আমি একটা বিমান ট্রুর ও পাই ঢাকা টু কক্সবাজার,,, কিন্তু কিছু দিন পর মহামারী করনা পরিস্থিতি এ সব লকডাউন বন্ধ হয়ে যায় সব অফিস।
তারাও আমার সাথে প্রায় যোগাযোগ বন্ধ করে দেয়,,,এদিক দিয়ে আমি যে ৪ লক্ষ টাকা এক সাথে দিলাম মধ্যে ২৫০০০০ টাকা ছিল #ব্র্যাক ব্যাংক এর লোন প্রতি মাসে ২৫০০০ টাকা করে। কিন্তু তারা আমার সাথে যোগাযোগ না করায় আমি তো পুরো হতাশ কি করবো,,, কিভাবে চালাবো প্রতি মাসের কিস্তি মাথায় কোন কিছু কাজ করছিল না।
👉"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"👈
থেকে যা পেলাম ..........
-----_------_------_-------_-------_-------_-------_---------_--------
হঁঠাত করে আমার পেইজ বুকের নিউজ পিডে বেঁশে উঠলো এক আলোর বাণী সেই বাণীটি হলঃ----
👉 যে জিতবে সে বারবার পড়বে,
আবার উঠে দাঁড়াবে – বলবে আমি খেলবো,
যে পরার পর উঠে দাড়ানোর চেষ্টা করবে না,
সে কোন দিন জিতবে না 👈.......
এই লাইন গুলো পড়ার সাথে সাথে আমার মনে হচ্ছে আমি আবার অন্ধকার থেকে আলোর দিকে আসতেছি
আমি চিন্তা করতে শুরু করলাম কে হতে পারে এই ব্যাক্তি যে এত সুন্দর কথা লিখতে পারে আমি দেখলাম যে উনি একটি গ্রুপের এডমিন সেই গ্রুপেরই পোস্ট এটা সেই গ্রুপটি হচ্ছে,,,,
"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"
আমি গ্রুপে ডুকলাম দেখলাম যে সবাই রেজিষ্ট্রেশন নংঃ লিখে পোস্ট দেও,,, আমি তখন মরিয়া হয়ে পড়লাম রেজিষ্ট্রেশন করতে কিন্তু কিভাবে কোথায় করবো রেজিষ্ট্রেশন,,, যাক অবসেশে ১১তম ব্যাচ এ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করলাম। পুরো ১১তম ব্যাচ কম্পিট করে,, আমি পাগল হয়ে গেলাম আমার মেন্টরের সাথে দেখা করতে কিন্তু কিভাবে করবো তা জানিনা তখন
আমাদের শ্রধেয় বড় বাই Abdul Karim Munna ভাই #নোয়াখালীর কোর ভলান্টিয়ার ও মডারেটর এবং Nasrin Sultana আপু আমাকে সহযোগিতা করে স্যার এর অফিসে নিয়ে যায় প্রিয় স্যার এর হাতে কেক খেয়ে আমি মুগ্ধ আমি কখনও কল্পনা ও করিনি আমি সেখানে যেতে পারবো।
প্রিয় স্যার এর কাছ থেকে আসার পর আমি কাজে কখনও লজ্জা পাইনি
👉 কাজে লজ্জা নেই
👉লজ্জা হচ্ছে অলসতা
এই কথাটিও স্যার এর কাছে শিখা। এই পযর্ন্ত আমাকে অনেক কাজ করতে হয়েছে আমার #সপ্নকে বাদ দিয়ে কারণ প্রতি মাসে আমার ব্যাংক লোন ২৫০০০ টাকা তাই আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে,,,,,,, প্রায় আমার লোন পরিশোধ করা হয়েছে আমার লোন পরিশোধ এর অন্য তম কারণ আমার #বাবা শুধুর প্রবাস থেকে অনেক কষ্ট করে পরিশোধ করেছে আমার লোন।
এত দিন লোন এর কারণে অনেক কাজ করতে হয়েছে আমাকে পাইনালি একটা ব্যাবসা শুরু করেছি কলিজার ভাই Md Rasel কে সাথে নিয়ে
#ফুড আইটেম এর হোমমেড #দধি #মিষ্টি #রসমালাই
ইত্যাদি আইটেম নিয়ে,,, আলহামদুলিল্লাহ,,, আমরা নিজেরাই কারিগরি,,,,, সম্পূর্ণ নিরাপদ পরিবেশে তৈরি আমাদের সকল ধরণের খাবার আইটেম।
কৃতজ্ঞতা প্রিয় #ইকবাল_বাহার_জাহিদ স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রিয়
"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন"
এর প্রতি হয় তো এনারা না থাকলে আমি আবার আমার সপ্নের কাছে পিরে যেতে পারতাম না ধন্যবাদ ও দোয়া রইল সবার জন্য।
বর্তমান #সপ্ন বাংলাদেশের ৬৪ জেলায়
💥 ফ্যমেলি মার্ট 💥 এর শো-রুম উদ্বোধন করা প্রিয় স্যার এর হাত দরে। আমার মত যদি কোন ভাই বর্তমানে বেকার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন,,,,, আমরা ছোট প্ররিশরে ডিলার শিপ দিচ্ছি।
আমাদের ফ্যামেলি মার্ট এর পণ্য 👇👇👇👇👇
১.১কেজি দধি।
২.৫০০ গ্রাম দধি।
৩.১০০ গ্রাম কাপ দধি।
৪.রসমালাই।
৫.শুকনা মিষ্টি।
৬.বিজা মিষ্টি।
৭.খির মিষ্টি।
৮.কালোজামা মিষ্টি।
৯.মালাই চা।
১০.কফি।
১১.চা পাতা।
১২.প্যাকেট নাড়ু
১৩.প্যাকেট ৫০০ গ্রাম দুধ আংগুলি
১৪.মনেক্কা ৫০০ গ্রাম প্যকেট।
১৫.প্রাউন কেক ইত্যাদি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭০
Date:- ০৯/০৭/২০২১
ইনশাআল্লাহ আর অনেক আইটেম যোগ হবে।
আমাদের প্রতিষ্ঠানের নামঃ-----
💥ফ্যামেলি মার্ট দধি এন্ড সুইটস্💥
যে কোন অনুষ্ঠানের দধি মিষ্টির অর্ডার নেওয়া হয়।
বর্তমান আমাদের পেইজঃ- ফ্যামেলি মার্ট - Family Mart
মোরশেদ আলম
ব্যাচ ১১
রেজিষ্ট্রেশন নংঃ ৩৫১৫৯.........
#রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী সেনবাগ ছমির মুন্সির হাট।