মাঝে মাঝে কোন কারন ছাড়াই যখন আপনার আনন্দ লাগবে,
মনটা বেশ ফুরফুরে আজ।নতুন একটা রৌদ্রময় দিনের শুরু।ম্যাজিক্যাল মর্নিং;শব্দটা আমার খুব প্রিয়।চেষ্টা করি শব্দের ভেতরের কাজ গুলো করতে।যেমন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা,প্রার্থনা করা,হাঁটাহাটি করা,হালকা এক্সারসাইজ করা,সারাদিনের কাজ গুলো নোট করা ইত্যাদি।হয়তো সব সময় পারিনা।কারন মাঝে মাঝে তো আমরা রুটিনের বাহিরে চলতে বেশি পছন্দ করি।কিন্তু আজকের সকাল টা শুরু একদম মন মতো।
তারপর নাস্তা করে বসলাম প্রিয়ণিকা-prionika নিয়ে। মানে গহনার কাজ নিয়ে।কাজ করছি আর মাঝে মাঝে মোবাইলে উঁকি দিচ্ছি।কিছুক্ষণ পর এক আইডি থেকে মেসেঞ্জারে একটা কল আসে।মোটামুটি পরিচিত আপুটা।কল টা রিসিভ করি তখন।পরবর্তী তে হাই হ্যালো করার পর আপু বললো তিনি আমাদের #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর একজন সদস্য।তার পরিচয় দিলো।বললো প্রিয়ণিকার গহনা গুলো অনেক সুন্দর,সে নিয়মিত গ্রুপে আমার পোস্ট দেখে। আপু নিজের জন্য এবং তার দুই বোনের জন্য একটু গর্জিয়াস গহনা নিবে সেজন্য আমাকে নক করা।আপু গহনা গুলো কি কি কালারে হবে সেগুলো বললো।আমিও সুন্দর করে নোট করে নিলাম।
এরপর চমৎকার একটা ঘটনা ঘটেছে।আমার মানুষ সম্পর্কে জানতে খুব ভালো লাগে।তাই সবার সাথে অনেক বেশি কথা বলি।নতুন নতুন মানুষ থেকে নতুন নতুন অনেক কিছু শেখা যায়। তেমনই কথায় কথায় আমার গ্রামের বাড়ির কথা চলে এসেছিলো।তখন আমার গ্রামের কথা বললাম আপুকে।আপু বললো আরে আমার নানুর বাড়ি ও তো ঐ এলাকায় ই।আপু তার নানুর বাড়ির নাম টা বললো।আমি শুনে অবাক!!!
কারন সেটা আমার ফুফুর বাড়ি।আমি তো কি বলবো বুঝতে পারছি না।আপুকে বললাম আপনার নানা নানু কে??তখন দেখি উনি আমার ফুপাতো বোনের মেয়ে!!!
যাকে আমি কখনো দেখিনি,শুধু নাম জানতাম।আর পরিচয় ও ছিলো না আমাদের।।সেই আত্নীয়র সাথে পরিচয় নাকি #নিজের_বলার_মত_একটা_গল্প দিয়ে!!!
আসলে খুব অবাক হয়েছিলাম।সম্পর্কে সে তাহলে আমার বোনের মেয়ে ভাগ্নী🥰🥰।তারপর আমিও পরিচয় টা দিলাম।সেও খুব অবাক হলো,এটাও সম্ভব!!! 🤭
কিন্তু সম্ভব হয়েছে।একটা পুরনো সম্পর্ক খুঁজে পেয়েছি এখান থেকে।সেই সাথে প্রতিনিয়ত নতুন নতুন অনেক সম্পর্ক তৈরি হচ্ছে।যাদের কে কখনো চেনার,জানার কথাই ছিলো না আজ তারা অনেকেই আপনের চেয়ে বেশি আপন।এটাই আমাদের নিজের বলার মত গল্প পরিবার।।প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের তৈরি করে দেওয়া বিশাল এক পরিবার।এখানে রক্তের সম্পর্কে বাহিরে আরো অনেক অনেক সম্পর্ক তৈরি হয়।এখান থেকে তৈরি হয় আত্মার সম্পর্ক।ভালোবাসার সম্পর্ক।আজীবনের কৃতজ্ঞতা প্রিয় স্যারের প্রতি।অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤️❤️
তারপর অনেক কথা হলো।দুজনেই খুব অবাক হয়েছিলাম আসলে নেটওয়ার্কিং টা কি না পারে?পুরনো সম্পর্ক গুলো খুঁজে পেতে,নতুন সম্পর্ক তৈরি করতে নেটওয়ার্কিং এর বিকল্প অন্য কিছু নেই।
সকাল থেকে দিনটা খুব ভালো যাচ্ছে।আম্মুকে কল দিলাম।মা বাবার সাথে ৩মিনিটের কথাও সারাটাদিন ভালো করে দিতে পারে।আম্মুকে বললাম আমার ঐ আপার মেয়ের সাথে কথা হয়েছে।ডিটেইল বলার পর আম্মুও অবাক।আম্মু হয়তো বুঝেছে মোবাইল ব্যবহার সব সময় খারাপ কিছু না।কিন্তু মায়েরা সকল কিছু মুখে শিকার করে না।সন্তানের ভালো দিক গুলো তারা খুব কম বলে,কিন্তু তাদের ভুল গুলো নিয়ে বলে বেশি তার কারন সেগুলো যেন আমরা শুধরে নিতে পারি।তারপর কথা শেষ করে আবারো ফ্রেশ মনে কাজ শুরু করলাম।বাকি দিনটাও ইনশাআল্লাহ ভালো কাটবে সেই প্রার্থনায়।।
মাঝে মাঝে কোন কারন ছাড়াই যখন আপনার আনন্দ লাগবে,মন খুশি লাগবে,মুখে হাসি ফুটবে তখন বুঝে নিবেন কেউ না কেউ আপনার জন্য দোয়া করছে।তার দোয়া আপনার মনে শান্তি এনে দিচ্ছে।এটা সব চাইতে বেশি কার্যকর হয় মা বাবার দোয়ায়।কারন সন্তানের জন্য মা বাবার দোয়ার চাইতে বড় আর কি হতে পারে??আম্মুর সাথে,আব্বুর সাথে কথা বলার পর দেখবেন মনে আলাদা প্রশান্তি চলে আসে।তাই দিনে কিছুটা সময় হলেও মা বাবাকে দেওয়া উচিত আমাদের।তাদের সাথে কাটানো সময় গুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়,সেরা মুহূর্ত।প্রিয় স্যার ও সেই কথায় বলেন।আমরাও সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ।
[খুচরা মূল্য ও গহনার বর্ননা ছবির সাথে যুক্ত করা]
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭২
Date:- ১৩/০৭/২০২১
হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
টপ টুয়েন্টি ক্লাব মেম্বার
ব্যাচ-১২,রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
#প্রিয়কে_সাজাই_প্রিয়ণিকা