দেশের বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে প্রায় ৮,০০০ কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছে
আচ্ছা সুষ্মিতা তোর কি প্রিয়ার কথা🤔 মনে আছে?
এমন ভাবে জানতে চাইলো সংগীতা।
🌺সুষ্মিতাঃ কেনো মনে থাকবে না। কেনো কি হয়েছে?
⭕সংগীতাঃ ও তো উদ্যোক্তা জীবন শুরু করেছে। জানিস তুই?
🌺সুষ্মিতাঃ হুম। জানব না কেন? আমার তো ওর সাথে প্রায়ই কথা হয়।
⭕সংগীতাঃ ওর পণ্য গুলো খুব সুন্দর তাই না?
🌺সুষ্মিতাঃ হুম। ওর পণ্য গুলো আসলেই অনেক সুন্দর। খুব আনকমনও।
⭕সংগীতাঃ তাছাড়াও এই পণ্য গুলো আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে অনেক ভুমিকা রাখবে। কি বলিস?
🌺সুষ্মিতাঃ একদম ঠিক বলেছিস।বেছে বেছে খুব একটা ভালো ও ঐতিহ্যবাহী পণ্য নির্বাচন করেছে ও।
⭕সংগীতাঃ আমার খুব ভালো লাগে এমন পণ্য গুলো। ওর ক্রেতা হবে। দেখলেই লোভ লাগে। ইচ্ছে সব এখনি নিয়ে নিই।
🌺সুষ্মিতাঃ আসলেই। আমিও নিব।
এভাবেই এক বান্ধবীর পণ্য নিয়ে অন্য দুই বান্ধবীর কথোপকথন চলতে থাকে।
এমন সময় আমি হাজির হলাম।আমাকে দেখেই সুস্মিতা বললো -ওই যে প্রিয়া চলে এসেছে।
🙋♀️আমিঃকি ব্যাপার আমাকে নিয়ে কথা হচ্ছে নাকি?
⭕সংগীতাঃজ্বি হ্যাঁ তোর কথা হচ্ছিল।।আচ্ছা তুই যে একটা গ্রুপের সাথে যুক্ত আছিস ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম।
🙋♀️আমিঃআমি ফেসবুক এ একটা ই-কমার্স সাইট থেকে" নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর সাথে যুক্ত আছি যার প্রতিষ্ঠাতা আমাদের সবার প্রিয় মেন্টর "ইকবাল বাহার জাহিদ" স্যার।
🌺সুস্মিতাঃতাই নাকি?কিন্তু এই রকম অনেক গ্রুপ দেখি এখন ফেসবুকে।তাহলে এই গ্রুপের প্রতি দেখি তোর অনেক ভালোবাসা।কারন কি?
🙋♀️আমিঃআজকে আমাদের প্রিয় প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প” অনলাইন কর্মশালার ১২৮০ তম দিন !
গত ১২৮০ দিনে একদিনের জন্যও আমাদের এই অনলাইন কর্মশালা বন্ধ ছিল না, যা একটি ইতিহাস। এটা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা এখন ৫০০,০০০ এর বেশী।
সম্পূর্ণ বিনা ফি তে এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালার ১২৮০ দিনের অর্জনঃ
#একেকটা ব্যাচ শেষ করে টানা ৯০ দিন করে।
# বাংলাদেশের ৬৪ জেলার ৫০০,০০০ এরও বেশী তরুণদের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে, যার মধ্যে ১০০,০০০ জন নারী
# বিশ্বের ৫০ টিরও বেশী দেশের প্রবাসী বাংলাদেশীরা যুক্ত আছে আমাদের এই প্লাটফর্মে।
# ৫০০০০ উদ্যোক্তা তৈরি করেছে, যার মধ্যে ৩০০০ জন নারী উদ্যোক্তা
# বগুড়ার একজন অসহায় গৃহহীনকে ১টা ঘর বানিয়ে দেয়া হয়েছে - ২০১৯
# ২ জন গরীব তরুণকে ৫০,০০০ টাকা ও অন্য ৪ জনকে ২৫,০০০ টাকা করে মূলধন দিয়ে ব্যবসা দাড় করতে সাহায্য করা হয়েছে - ২০১৮।
# দেশের ৬৪ জেলায় সবাই মিলে প্রায় ৪৫,০০০ গাছ, ৪০ হাজার ব্যাগ রক্ত ও ২০,০০০ অসহায় শিশু ও বৃদ্ধকে ১ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে ২০১৮-২০২১।
# দেশের ৬২ জেলায় সবাই মিলে একযোগে গত রমজানে প্রায় ১৫,০০০ এতিম, অসহায় শিশু ও বৃদ্ধকে ইফতার করানো হয়েছে -২০১৯।
# দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত ১০ টি পরিবারের মাঝে তাঁদের ভেঙ্গে যাওয়া ঘরের জন্য টিন বিতরণ ও প্রায় ১৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে - ২০১৯।
# দেশের বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে প্রায় ৮,০০০ কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছে – ২০২০-২১।
# এই করোনায় ৪০ জেলায় প্রায় ৮০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে - ২০২০।
# বাংলাদেশে প্রথম বারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” চালু করেছে, যেখানে প্রতি মাসে গড়ে ১ কোটি টাকার বেশী অর্ডার কেনা বেচা হয়। এই প্লাটফর্মের সদস্যরা তাঁদের ক্রেতা-বিক্রেতা। উদ্যোক্তারা আমাদেরই প্লাটফর্ম থেকে তাঁদের মাসিক বিক্রয়ের ৩০%-৯০% সেল পাচ্ছি কারণ আমাদের ২৭৯,০০০+ শিক্ষার্থী তাঁদের ক্রেতা।
# এখানে প্রতিদিন গড়ে ১০০,০০০ এরও বেশী কমেন্ট আদান প্রদান হয়, যার ১০০% পজিটিভ চিন্তা।
# ৫০০,০০০ পজিটিভ মানুষ ও ভালোমানুষের চর্চা করতে পাচ্ছি।
# সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশে আমাদের ফাউন্ডেশনে আছে ২৫০০ ভলান্টিয়ার।
# প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও, এই পর্যন্ত ৩০০০ মিট আপ (অনলাইন ও অফলাইন) ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
# অনলাইন প্রশিক্ষণ কর্মশালার ইতিহাসে টানা ১০০০ দিন উপলক্ষে সারাদেশের ৬৪ জেলায় ও প্রায় ২৭ টা দেশে দিন টি উদযাপন হয়েছে।
স্যারের একটা স্লোগান “চাকরী করবো না চাকরী দেব”। এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আজকে আমি উদ্দ্যোগত্তা হওয়ার চেস্টা করছি।
৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে একই প্লাটফর্মে, এরকম সুযোগ আমাদের দেশে আর কোথাও নেই !
⭕সংগীতাঃ ও মা! এতো কিছু একটা প্লাটফর্ম থেকে। অসাধারণ। আমাকে এই গ্রুপে যুক্ত করে দিতে পারবি?
🙋♀️আমিঃ অবশ্যই।এখন ১৫ তম ব্যাচের রেজিষ্ট্রেশন চলছে।আমি তোমাকে রেজিষ্ট্রেশন লিংক দিয়ে দিব।
আমাদের কথা গুলো পাশ থেকে এক আন্টি শুনছিলেন সেই দিকে আমার খেয়াল এ নাই।
♦️আন্টিঃআচ্ছা আমি এতোক্ষন তোমাদের কথা শুনছিলাম।আমি ও এই গ্রুপ সম্পর্কে অল্প কিছু শুনেছি। আজ পুরো জানতে পারলাম। ইনশাআল্লাহ আমি ও রেজিষ্ট্রেশন করে ফেলবো।প্রিয়া তুমি কি নিয়ে ব্যাবসা করছ?ওরা দেখলাম বলছিলো ঐতিয্যবাহী পন্য নিয়ে কাজ করছ?
🙋♀️আমিঃআন্টি আমি লেডিস আইটেম, পাঞ্জাবি,লক্ষিপুর জেলার নারকেল ও সুপারি নিয়ে কাজ করছি।
♦️আন্টিঃআচ্ছা তোমার পেইজ থাকলে নাম টা দাও। একটু লাইক দিয়ে আসি আর কিছু কিনব ভাবছি।
🙋♀️আমিঃ অবশ্যই আন্টি।আমার পেইজের নাম👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭২
Date:- ১৩/০৭/২০২১
👩🎓আমি নাসরিন আক্তার প্রিয়া
🇧🇩 জেলা লক্ষিপুর
🏚️ বর্তমানঃ চাঁদপুর
🎈রক্তের গ্রুপঃ ও পজেটিভ
🏆কমিউনিটি ভলান্টিয়ার
🏅টপ টুয়েন্টি ক্লাবের সদস্য
💁♀️ হাট মনিটরিং টিম মেম্বার
🩸সদস্যঃব্লাড টিমের সদস্য
👩✈️১১তম ব্যাচ
✍️রেজিস্ট্রেশন ৩২৯২৫
🛍️পেজ জাহানারা সুলতান ট্রেডার্স