আমার জীবন টা হয়ে যাই ১০তালা
প্রিয়,,,ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি করোনা মহামারিতে সবাই সুস্থ ও ভালো আছেন,
আজ আমি আমার জীবনের গল্প নিয়ে আসলাম,, আপনাদের পরিবারে,, আশা করি সবাই আমাকে পাশে রাখবেন,,, আপনাদের ভালোবাসা পেলে একজন উদ্যোক্তা তার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব
নিজের জীবনের গল্প লিখার শুরুতে,,, শ্রদ্ধেয় প্রিয় স্যার লাখ তরুণ,তরুণীর স্বপ্ন সাহস যোগানোর
নায়ক জনাব ইকবাল বাহার স্যার উনার সুস্থতাএবং দীর্ঘ জীবন কামনা করছি আমাদের সবার দোয়া স্যার এর সাথে আছে,,স্যার এর প্রতি ভালোবাসা অবিরাম থাকবে
একজন মেয়ে কারো,,,, কারো মা, বোন ,বৌ বিভিন্ন ভাবে ,, হাজার সুখ, দুঃখের মাঝে নিজের জিবন দিয়ে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে এটাই হল নারী যোদ্ধা
এস এস সি এর পর ,, বাবা মা আমাকে বিয়ে দেয়,, ছেলে খুলনার ছেলে ,ঢাকায় সেটেল,প্লাট ,, গাড়ি সব আছে,, কিছু বুঝে উঠার আগেই সংসার নামক বোঝা ঘাড়ে চেপে বসলো,,, হাজার ও দায়িত্ব কর্তব্য
এর মধ্যে আমি আমার পড়াশোনা চালিয়ে যাই
কলেজ শেষ করে,,ঢাকা ইডেন কলেজ পড়া শেষ করলাম,,, সবার মাথার মনি আমি,, টাকা আছে তো,,তার সব আছে,,মান, সম্মান ভালবাসা সব
মানুষের জীবনে যে কালো অধ্যায় থাকে,,আর খুব তাড়াতাড়ি আমার জীবনে নেমে আসবে এটা জানা ছিল না,,,এর মধ্যে কোলজুড়ে আমার রাজপুত্র আসে আমার ছেলে,, শুরু হয় নতুন জীবন ,, সন্তানের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে নিজের দায়িত্ব ও কর্তব্য,,,
এর মধ্যে আমার স্বামীর ব্যাবসা অনেক সমস্যা সৃষ্টি হয়
একে একে সব সেস হয়ে যায়,, অনেক টাকা ব্যাংক লোন,, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ও সেস রোখ্যা হলো না,, চেনা যায়,, পাশে ও দূরের লোক গূলোর আসল রূপ,,,কেউ পাশে নাই,, স্বামী থেকে ও না থাকার মতো,, তার সব হারিয়ে দিশেহারা,,,
আমার জীবন টা হয়ে যাই ১০তালা থেকে কাউকে পেলে দেওয়ার মতো অবস্থা,,ঢাকায় থেকে বাসা ভাড়া চালানোর মতো অবস্থা আমার ছিল না,,, চলে আসি নিজের শশূর বাড়ি খুলনায়,,,,
সেইখানে আমাকে জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না,, অথচ,, সুসময়ের দিন গুলো সবাই আমাকে রূম ছেড়ে জায়গা করে দিত,,,শূরু হলো জীবন যুদ্ধ,,, অনেক কষ্টে নিজের একটু থাকার জায়গা করি,,
এইখানে থাকতে হলে,, শশূর ,শাশূরী,,দেবর ,বাসূর ননদ সবার দয়া,, তাদের কটৃ কথা শুনতে হচ্ছে একটা কাজের লোকের মতো আমাকে খাঠাচ্ছে,,,
একসময় ভাবতে থাকিএভাবে আর কতদিন,, নিজেকে কিছু করতে হবে,,স্যার ভিডিও গূলো আমাকে জীবন যুদ্ধে বেছে থাকার শক্তি যুগিয়েছেন,,অনেক চেষ্টা করে স্কুলে একটা জব পাই,,,আর পাশাপাশি বি এল কলেজে মাষ্টাস পরীক্ষা সেস করি,,
টিউসনী করলাম আর জব,, ১০ হাজার টাকা দিয়ে থ্রি পিস এর ব্যবসা শুরু করি,,এর জীবনের জড় বয়ে যাচ্ছে, স্যার আশির্বাদের ছাতা টা আছে বলে হয়ত,,,
এখনো শক্তি, সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি,,, আপনাদের সবার ভালোবাসা পেলে নিজের চুড়াই পৌঁছাতে পারবো
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭২
Date:- ১৩/০৭/২০২১
নামঃ শাবনূর আক্তার
ব্যাচঃ ১৪
রেজিস্ট্রেশন ঃ ৬৪৫৯৮
ব্লাড গ্রুপ ঃ বি+
খুলনা,, ফুলতলা