আলহামদুলিল্লাহ।আমার প্রোডাক্ট ৮০%বিক্রি হয় এই গ্রুপ থেকে
কাকিমাঃসে গল্পে গল্পে আমাকে বলল, বৌমা তোমার পড়াশোনা কি এখনো করছো?একটা চাকরি করলেও পড়াশোনায় যে টাকা খরচ হইছে সেটা উঠে আসতো।
এতোক্ষন চুপ করে উনার কথা শুনছিলাম কিন্তু আর চুপ থাকতে পারলাম না।
আমিঃ বললাম কতো মাস্টার্স পাশ করা ছেলে চাকরি না পেয়ে কৃষি কাজ করছে, সি এন জি চালাচ্ছে।আর মেয়েরাও এখন পিছিয়ে নেই। এখন মেয়েরা ঘরে বসে অনলাইনে বিজনেস করে। আমিও করি মেয়েদের খিমার, শাড়ি,থ্রি পিচ,গ্রাউন,ছেলেদের পাঞ্জাবি, লক্ষিপুরের নারকেল ও সুপারি সেল করি।
কাকিমাঃউনি বললেন পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করো। তুমি এসব করো ফরহাদ তোমাকে কিছু বলে না। কি যুগ আসলো বাবা....
আমিঃ পাড়ায় গিয়ে সেল করি না ঘরে বসে ফেসবুকের মাধ্যমে সেল করি। আর ফরহাদ কিছু বলে না ও আমাকে এসব ব্যাপারে অনেক সাপোর্ট করে।
কাকিমাঃমুখটা বাঁকা করে বলতেছে---এই মোবাইলেই ছেলে-মেয়েদের মাথা নষ্ট করলো। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে।কতো নতুন নতুন কথা শুনবো। এখন নাকি মোবাইল দিয়েও ফেসবুকে ও মানুষ ব্যাবসা করে।
আমিঃকাকিমার উপর একটু রাগ হলো। পরে পজিটিভ ভাবে চিন্তা করলাম যে ওনাদের সময় এগুলো ছিলো না তাই হয়তো বুঝে না।আমি চেস্টা করব কাকিমাকে বুঝাতে।কারন স্যার আমাদের পজিটিভ হওয়ার শিক্ষা দিচ্ছেন।
আমিঃকাকিমা ফেসবুকে ও এখন অনলাইন ব্যাবসা করা যায়।এখন দেশের পরিস্থিতি খুব খারাপ তার উপর লকডাউনে মার্কেট বন্ধ।এই সময় অনলাইন ব্যাবসাটা সবার কাছে জনপ্রিয়তা বেশি পেয়েছে।
কাকিমাঃএখন একটু আগ্রহ নিয়ে জানতে চাইলেন,বৌমা একটু বিষয়টা সম্পর্কে খুলে বলো তো।
আমিঃফেসবুকে "নিজের বলার মতো একটা গল্প " আছে।এখানে শুধু ক্রয়-বিক্রয় হয়
কাকিমাঃ ও মা কি বলো?কুরবানির পশু ও পাওয়া যায়।
আমিঃশুধু তাই না কাকিমা।আমাদের প্রানের গ্রুপে ৯০ দিন ধরে এক একটা ব্যাচ করে শেখানো হয় ১০ টি স্কিলস।
আর এই প্রতিটি ৯০ দিনের ব্যাচে ৩৫৮টি কন্টেন্ট।আমাদের নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এ উদ্যোগত্তা বিষয়ক প্রশিক্ষনসহ ১০ টি স্কিলস শেখানোর অনলাইন প্রশিক্ষণ কর্মশালার টানা ৯০ দিনের প্রতিটি ব্যাচে মোট ৩৫৮ টি কন্টেন্ট নিয়ে ক্লাস/সেশন দিয়ে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া ট্রেনিং করানো হয়।
১|প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০ টি সেশন হয়।
২|প্রতি ৯০ দিনে ৯০ টি ভিডিও সেশন হয়।
৩|প্রতি ৯০ দিনে ৯০ টি প্রতিদিন"নিজের সাথে কথা বলা ও অন্যান্য বিষয়ে সেশন করানো হয়।
৪|প্রতি ব্যাচে ২৫ টি লাইভ শো (জীবনের গল্প/বিষয় ভিত্তিক)২৫ জন নতুন নতুন গুনী ও অভিজ্ঞ মানুষকে Utv Live এ এনে সেশনের মতো করে কিরা হয়।
৫|প্রতি ব্যাচে ১২টি বেসিক আইসিটি ক্লাস।
৬|প্রতি ব্যাচে ১২ টি ইংরেজি ক্লাস নেওয়া ও শিখানো হয়।
৭|প্রতি ব্যাচে ৮টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস।
৮|প্রতি ব্যাচে টানা ৩০ দিনের প্রজেন্টেশন ও কমিউনিকেশন স্কিলস।
৯|প্রতি ব্যাচে দেশব্যাপী ৬৪ জেলায় অন্তত ১টি করে সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং কার করা হয়।টানা ১২ টি ব্যাচ শেষ। এখন চলছে ১৩ তম ব্যাচ।সারা দেশে ৫,০০০০০তরুন-তরুনীদের প্রশিক্ষণ প্রদান ৬৪ জেলায় ও ৫০ টি দেশে ১৪০০ টি মিট আপ আয়োজন ১২৮০ দিন টানা অনলাইন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা ইতিহাসে ৭৫০০ উদ্যোগক্তা তৈরি হয়েছে।
কাকিমাঃএত কিছু একটা গ্রুপ থেকে। এটাও কি সম্ভব?
আমিঃহা এই অসম্ভব তাকেই সম্ভব করেছেন আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় মেন্টর""স্যার।
কাকিমাঃউনি আবার কে?
আমি এই গ্রুপের পাশাপাশি নিজের একটা ফেসবুক পেজ ও খুলেছি।সেখানেও আমার প্রোড়াক্ট গুলো বিক্রি করে থাকি।আমার ফেসবুক পেজের নামঃ
কাকিমাঃবৌমা তোমার ভাগ্য ভালো এমন একটা গ্রুপের সন্ধান পেয়েছ।সাথে ফরহাদ ও তোমাকে সাপোর্ট করছে।আমি ও কতো কিছু শিখেছি ছোট বেলায়।সবাই বলতো আমার কাজ গুলো খুবই সুন্দর। কিন্তু সংসারের কারনে কিছুই করতে পারি নি।
আমিঃ তাই নাকি কাকিমা?আমাদের স্যার সব সময় বলেন---"নিজের বলার মতো একটা গল্প তৈরি করার জন্য "।আপনি ও শুরু করে দিতে পারেন উদ্যোগত্তা জীবন যেইটা আপনি খুব ভালো পারেন সেই পন্য নিয়ে।
কাকিমাঃ ইনশাআল্লাহ তোমাদের স্যারকে আল্লাহ সুস্থ তাড়াতাড়ি সুস্থ করে দেন। এমন মানুষকেই এই সমাজে খুবেই দরকার।আমি ও স্যালুট জানাচ্ছি সেই স্যারকে।
আমিঃঅসংখ্য ধন্যবাদ কাকিমা।কাকিমা আপনি চাইলে আমি এখনি আপনাকে ১৫ তম ব্যাচে যুক্ত কিরে দিচ্ছি।আপনি ৯০ দিন সেশন গুলো পড়েন।তারপর যেইটা আপনি ভালো পারেন সেইটা দিয়ে উদ্দ্যোগত্তা জীবন শুরু করেন আর নিজের বলার মতো একটা গল্প তৈরি করেন।
কাকিমাঃশুনে অনেক খুশি হলেন।বললেন---তাহলে আমাকে একটু যুক্ত করে দাও।অনেক দোয়া রইলো তোমার জন্য। আমি তাহলে এখন যাই। হয়তো এতোক্ষনে তোমার কাকা আমাকে খুজতেছে।
আমিঃআচ্ছা।কাকিমা ভালো থাকবেন।আসসালামু আলাইকুম।
সবাই হাটে কেনা-কাটা করছেন তো?আমরা সবাই নিয়ম মেনেই হাটে আসবো। প্রিয় স্যারকে স্যালুট আমাদের জন্য এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য। ইনশাআল্লাহ স্যারের এই উদ্দ্যোগ তখনি স্বার্থক হবে যখন স্যারের শিক্ষার্থী হিসেবে বিশ্বের সব জায়গায় আমরা নিজের একটা গল্প সবাইকে বলতে পারব এবং বুক ফুলিয়ে বলতে পারব আমরা সবাই ভালো মানুষ ও পজিটিভ মানুষ।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭৪
Date:- ১৫/০৭/২০২১
আমি নাসরিন আক্তার প্রিয়া
জেলা লক্ষিপুর
বর্তমানঃ চাঁদপুর
১১তম ব্যাচ
রেজিস্ট্রেশন ৩২৯২৫