আচ্ছা তাহলে আমাকে তোর প্রোডাক্টের ছবিগুলো দিস।
হঠাৎ করে আমার মোবাইলে একটা মিসকল আসে।আমি দেখে সাথে সাথে ফোন করি। ফোনের ওপাশ থেকে বলে কিরে কেমন আছিস আমিতো অবাক আমি চিনি না কিন্তু আমাকে বলছে কেমন আছি। পরে বুঝতে পারলাম ও আমার খুব কাছের একজন বন্ধু। ওর সাথে প্রায় দুই বছর যাবত আমার যোগাযোগ নেই একসময় খুব কাছের একজন বন্ধু ছিল আমার।বন্ধুর সাথে কথোপকথনের মাঝে বন্ধু আফসোসের সাথে বলতে লাগলো।আর বলিস না বাংলাদেশে যে হারে লকডাউন শুরু হয়েছে।কবে যে শেষ হয় এর মাঝে চলে এসেছে কোরবানির ঈদ । কোরবানির ঈদকে সামনে রেখে ঈদে কেনাকাটা করা দরকার। লকডাউনের কারণে সব দোকানপাট বন্ধ। অনেকদিন বিদেশ থাকার কারণে পরিবারের সাথে ঈদ করার সৌভাগ্য হয়নি। কিভাবে যে ঈদের মার্কেট গুলো করবো। আমার বন্ধুর আফসোসের সাথে কথা গুলো বলতে লাগলো।
🙋আমিঃ বন্ধু কি বলিস তুই এখন কি আর বাজারে গিয়ে শপিং করতে হয়।বর্তমানে ই-কমার্সের যোগ তুই চাইলেই অনলাইনে অর্ডার করতে পারিস।কত ধরনের প্রোডাক্ট অনলাইনে আছে।তোই অর্ডার করা মাত্র তুর কাছে পৌঁছে যাবে।
রিয়াজুলঃ আমি শুনেছি অনলাইনের প্রোডাক্টগুলো নাকি ভাল হয়না।একটা অর্ডার করলো আরেকটা দিয়ে যাই এর জন্য অনলাইনে অর্ডার করতে ভয় লাগে। এমনটা অনেকজনের সাথেই হয়েছে আমি শুনেছি।
🙋আমিঃ বন্ধু তোর কি কি লাগবে তুই আমার কাছে বল আমি তোর সব প্রডাক্ট দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ
রিয়াজুলঃ বন্ধু তুই কিভাবে প্রোডাক্টগুলো দিবি।তুইতো বাহিরে থাকিস কেমনে কি বলতো একটু। আমি জানি তুই অনেক দিন যাবত প্রবাসে আছস। তুই কিভাবে আমাকে প্রোডাক্টগুলো দিবি।
🙋আমিঃ বন্ধু অনেক ইতিহাস আমি অনলাইনে বিজনেস শুরু করেছি। আলহামদুলিল্লাহ্
রিয়াজুলঃ কি বলিস কবে আমাতো জানি না কেমনে কি তাহলে।
🙋আমিঃ আমি একটা প্লাটফর্ম থেকে প্রতিনিয়ত বিজনেস করার শিক্ষা নিছি। ফাউন্ডেশন এর নাম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।এখান থেকে সব ধরনের উদ্যোক্তা বিষয়ক বিনামূল্যে প্রশিক্ষণ দেয়।
রিয়াজুলঃ ও তাই নাকি তাহলে তো ভালই।তাহলে কিভাবে কি করিস তুই তো বাইরে আছিস এটা দেশে কে হ্যান্ডেল করছে।
🙋আমিঃ এগুলো সব আমার আব্বা বর্তমানে দেখাশোনা করছে। এখন বল তোর কি কি প্রোডাক্ট লাগবে।আমার কাছে সব প্রোডাক্টটি পাবি। যেমন মেয়েদের থ্রি পিস, শাড়ি সাথে পাবি ছেলেদের টি-শার্ট,পাঞ্জাবি বাচ্চাদের জামা।
রিয়াজুলঃ হ্যাঁ আমার এগুলো লাগবে আমার বউয়ের জন্য ভালো মানের থ্রি পিস শাড়ি।আমার মায়ের জন্য শাড়ি ও আব্বার জন্য পাঞ্জাবি এবং আমার জন্য টি-শার্ট ও পাঞ্জাবী। তুই সবগুলো দিতে পারবি তো না আমার সাথে দুষ্টামি করিস। আমি খুব টেনশনে আছি কি করবো বুঝতে পারছিনা।তুই যদি দিতে পারিস তাহলে আমার অনেক উপকার হবে বন্ধু।
🙋আমিঃ আরে মামা (বন্ধু )না আমি তোর সাথে কোন দুষ্টুমি করতেছি না। আমি সিরিয়াস তুই প্রোডাক্টগুলো চয়েস কর। আমাকে বল কোন গুলো লাগবে এবং দুইদিন সময় দে।তোর প্রোডাক্টগুলো তোর বাড়িতে পৌঁছে যাবে ইনশাল্লাহ।
রিয়াজুলঃআচ্ছা তাহলে আমাকে তোর প্রোডাক্টের ছবিগুলো দিস। আমি আমার বউকে এবং মা-বাবাকে ছবিগুলো দেখাবো।তারপরে তোকে আমি জানাচ্ছি কোন গুলো পছন্দ হয়েছে একটু সময় দে আমি ছবিগুলো দেখে চয়েজ করে তোকে জানাচ্ছি।
🙋আমিঃ আচ্ছা তাহলে আমি তোকে সব ছবি গুলো দিচ্ছি। এই ছবিগুলো দেখে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড কর। তোর কোনগুলো পছন্দ হয়।আরেকটা কাজ করতে পারিস আমার পেইজ আছে পেইজে থেকে তুই সব প্রোডাক্ট দেখে নিতে পারিস।
রিয়াজুলঃ ও তাই নাকি তোর পেইজ আছে তাহলে ভালই হয় তোর পেইজের নামটা কি।আমাকে বল আমি তোর পেইজ টা ফলো করে দেখছি।
🙋আমিঃআমার পেইজের নাম হল Mf fashion store & telecom তুই সার্চ দিলেই পেয়ে যাবি।আচ্ছা আমি তোকে আমার পেইজের লিঙ্ক দিচ্ছি ক্লিক করলেই পেয়ে যাবে।
অবশেষে আমার বন্ধু সব ছবিগুলো দেখে অনেকগুলো অর্ডারটা কনফার্ম করলো।আলহামদুলিল্লাহ
আপনারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে পাবেন সব ধরনের থ্রি পিস পাঞ্জাবি এবং শাড়ির কালেকশন।
১০০% কালার গ্যারান্টি
পাইকারি এবং খুচরা দেওয়া যাবে।
ঢাকার কিংবা ঢাকার বাহিরে (হোম ডেলিভারি সুব্যবস্থা আছে)
যোগাযোগ :0096171828963(imo/whatapp)
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৭৪
Date:- ১৫/০৭/২০২১
মোহাম্মদ মেহেদী হাসান
কমিউনিটি ভলান্টিয়ার/টপ টেন ক্লাব সদস্য
১২তম/৪৮১১৯
তারুণ্যের মানিকগঞ্জ
লেবানন প্রবাসী
ফাউন্ডারঃএমএফ ফ্যাশন স্টোর এন্ড টেলিকম
আমার পেজের লিংক সবাই ভালোবেসে পাশে থাকবেন:https://www.facebook.com/Mf-fasion-store-telecom-114165730714758/
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন