কোন কাজে লেগে থাকবেন , কখনো হাল ছেড়ে দিবেন না । মন দিয়ে কাজ করবেন । সফল একদিন হবেন
বিসমিল্লাহির রাহমানির রাহীম ।
আজ আমি আমার জীবন যুদ্ধ নিয়ে আলোচনা করছি
...........................................................................
#৩০ তারিখে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গুরুপে একটা পোস্ট লিখেতে ছিলাম ।এমন সময়, আমার কাছে ফোন আসে , আপনার বাবা সমতুল্য বড় ভাই এই দুনিয়ার মায়া ছেড়ে পর পাড়ে চলে গেছেন ,না ফেরার দেশে । এই কথা শুনে আমার শ্বাস বন্ধ হয়ে যায় ।কারন অনেক আগে আমার বাবা মা আমাকে ছেড়ে,না ফেরার দেশে চলে গেছেন ।বড় ভাই ছিলেন ,উনি ও আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন অচিন ঠিকানায় , না ফেরার দেশে ।যেখান থেকে আর কোন দিন আমার কাছে ফিরে আসবেন না ।আর কোন দিন বলবেন না, হাফিজ তুমি কেমন আছো ,কি খেয়েছ ,কবে দেশে আসবে ।
#একদিকে ছিল বড় ভাই হারানোর বেদনা,অন্য দিকে ছিল লেখার প্রতি মনোযোগ । বড় ভাইয়ের মৃত্যুর কথা শুনে , দুই চোখ দিয়ে ঝরে পড়ে পানির ফোঁটা ।এক হাতে দিয়ে চোখ মুছি, আরেক হাত দিয়ে লিখে যায়, আমার জীবন কাহিনী ।আমি যে কত কেঁদেছি এই লেখাটি লেখার সময় ,তা বলে শেষ করতে পারবো না । অঝোর ধারায় বৃষ্টির মতো সব সময় চোখ দিয়ে পানি ঝড়তে থাকে । তার পরেও আমার জীবন কাহিনী লেখা বন্ধ করেনি । কারন,এই লেখার মাধ্যমে ,স্ট্যাটাস অব দ্যা ডে হতে হবে । এই প্রত্তশা নিয়ে লিখতে ছিলাম ।ঐ লেখার মাধ্যমে , আমি স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার সৌভাগ্য অর্জন করি । সেদিন আমি হয়ে যায় কমিউনিটি ভলান্টিয়ার ।
#আমি যখন, সৌদি আরব আসি , তখন ছিল ১৯৯৯ সাল । অনেক কষ্টের বিনিময়ে সৌদি আরব এসেছি । এখন বর্তমান ২০২১ সাল । দীর্ঘ ২২ বছর ধরে আমি সৌদি আরব প্রবাসী । এই ২২ বছরের মধ্যে কখনো কোম্পানীতে চাকুরী করেছি কখনো ব্যাবসা বাণিজ্য করেছি ।
#অনেক উত্থান পতন ঘটেছে আমার জীবনে । জীবন নিয়ে সব সময় যুদ্ধ করে যাচ্ছি নিজেকে এবং পরিবারকে ভালো রাখার জন্য ,একটু সুখে থাকার জন্য । এই জীবন যুদ্ধ কবে যে শেষ হবে,আমি নিজেও জানিনা । তবে এতটুকু বুঝতে পেরেছি ,আমি যতদিন বেঁচে থাকব , ততদিন আমাকে যুদ্ধ করে , লড়াই করে বেঁচে থাকতে হবে । এই জীবন যুদ্ধ হয়তোবা কোন দিন শেষ হবে না
#অনেক আগে আমার জন্ম দাতা বাবা মাকে এই প্রবাস জীবন থেকে হারিয়েছি ।বড় ভাইয়ের কাছে বাবার জায়গা দখল করে নিয়েছিলাম । বড় ভাই যখন বেঁচে ছিলেন, তখন বাবা হারানোর বেদনা বুঝতে পারিনি । এখন বড় ভাই চলে যাওয়ায়, বাবা হারানোর বেদনা বুঝতে পারছি । বাবা মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর ,বড় ভাই বট গাছের মতো আমাকে আগলিয়ে রেখেছিলেন , তার আদর ভালোবাসা দিয়ে ,স্নেহ মমতা দিয়ে সব সময় পাশে রেখেছেন ।শ্বাসন করতেন , ভালো ও বাসতেন । এখন আমাকে শ্বাসন করার কেউ নাই, ভালো বেসে আদর করে পাশে নেওয়ার কেউ নাই ।
#বাবা মা বড় ভাই আমার জীবন থেকে চলে যাওয়ায়,আমি হয়ে গেছি অনেক অসহায়, বড় একা হয়ে গেছি । আমার চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ।চোখে যাপ্সা দেখা শুরু করছি । কোন কাজে মন বসে না ।চারি দিকে শুন্যতা অনুভব করছি । খুঁজে বেড়াছি বাবা মা বড় ভাইকে । কখন তাদের সাথে দেখা হবে ,তাদের সাথে কথা বলব । চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছি ফোন সেটের পাশে , কখন বাবা মা ,বড় ভাইয়ের ফোন আসবে ।
#কখন বাবা বলবে , হাফিজ বেটা তুমি কবে দেশে আসবে,মা বলবে , হাফিজ বেটা তুমি কি খেয়েছ,বড় ভাই বলবে, হাফিজ ছোট ভাই, তুমি কেমন আছো ।আমি গোলা কাটা মুরগীর মতো ছট পট করে যাচ্ছি । একবার ঘড়ের ভিতর এবং একবার ঘড়ের বাহিরে ছুটাছুটি করে বেড়াচ্ছি , তাদেরকে পাওয়ার আসায় ।
#আমার কি অপরাধ ছিল , আমাকে না বলে ফাঁকি দিয়ে পর পারে চলে গেলেন বাবা মা এবং বড় ভাই । তাদের এতো টুকু দোয়া মায়া আমার উপর ছিল না । আমার এক ছেলে, এক ছোট ভাই প্রবাসে আছে ।
#আমার জীবন এমন কেন হলো , আমি তাদের কাছে কি অপরাধ করেছি , কি অন্যায় করেছি ,আমার জীবন থেকে এক এক করে সবাই চলে যাচ্ছে । এটাই কি আমার নিয়তির খেলা । নিয়তি আমার কাছ থেকে এক এক করে সবাইকে নিয়ে যাচ্ছে কেন ,নিয়তি কেন আমাকে এতো কষ্ট দিচ্ছে ।
#আবার চিন্তা করি , আমাকে ভেঙ্গে পরলে চলবে না । আমাকে বাঁচতে হবে । অনেকের বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন ।তারা যদি থাকতে পারে, বাঁচতে পারে,আমি কেন বাঁচতে পারব না ,চলতে পারব না , থাকতে পারব না । আবার মনকে বুঝ দিয়ে , নতুন করে বাঁচার স্বপ্ন দেখি ।
#হঠাৎ আমি চিন্তা করে দেখলাম ,আমি বাবা মা বড় ভাইয়ের জন্য এতো কেন পাগল হয়ে গেছি । ইকবাল বাহার জাহিদ স্যার আমাকে হাজার হাজার বাবা মা বড় ভাই উপহার দিয়েছেন , নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে। তাদের অফুরন্ত ভালোবাসা আদর স্নেহ পাচ্ছি । আমি এতো চিন্তা করছি কেন ?
#স্যার আমাদের জন্য তৈরি করে দিয়েছেন বাংলাদেশ সহ পৃথিবীর ৫০ টি দেশের সাথে ,বাবা মা ভাই বোনদের সাথে সেতুবন্ধন । আমরা যে কোন মুহুর্তে একে অপরের সাথে আলাপ আলোচনা করতে পারি , সুখ দুঃখের কথা বলতে পারি , সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি ।যে কোন সময় রক্তের প্রয়োজন হলে,রক্ত দিতে পারি ।।অর্থের প্রয়োজন হলে,অর্থ দিয়ে সাহায্য করতে পারি ।
#স্যার আমাদের মাঝে এমন একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন,যার সিমা রেখা অসিম ।স্যারের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের নেটওয়ার্কের মাধ্যমে আমি হাফিজ আজ , কখনো বাংলাদেশ, কখনো কাতার, মালদ্বীপ,নেবানন,ওমান, দুবাই,বাহারাইন,মালেয়েশিয়া,মরিচাস, সৌদি আরব সহ পৃথিবীর ৫০ টির ও বেশি দেশের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কথা বলতে পারছি ।
#এই নেটওয়ার্কের মাধ্যমে আজ আমরা দেশ থেকে দেশান্তরে গুগল এপসের মাধ্যমে অন লাইন মিট আপ করতে পারছি । আমার মনে হয় না ,আমরা অনেক দুরে থেকে কথা বলছি । আমার মনে হয় ,আমরা পাশা পাশি বসে কথা বলছি ।এরি সব কিছুর অবদান আমাদের স্যারের ।স্যার আমাদের মাঝে এই নেটওয়ার্ক তৈরি করে না দিতেন , তাহলে আমি এতো বড় পরিবার ,ভালো ভালো বাবা মা ভাই বোনদের সন্ধান পেতাম না । স্যারের এই রৃণ আমি কোন দিন শুধ করতে পারব না ।
#জীবনের ঘটে যাওয়া গল্প কাহিনী , ছোট বেলার স্বপ্ন ,ছাত্র জীবন, বেকার জীবন, চাকরি জীবন,ব্যাবসা এবং উদ্যোক্তা জীবন নিয়ে লিখতে হয় , লেখার সময় আরাম আয়েশ ঘুম নষ্ট করে ,স্বাধনা করে লিখতে হয় ।
#যখন ভাইয়া আপুরা লেখার প্রসংশা করেন, কমেন্ট করেন,লেখার জন্য উৎসাহিত করেন , তখন যে,কত ভালো লাগে তা বলে শেষ করতে পারবো না । যখন এই লেখা পোস্টটি স্ট্যাটাস অব দ্যা ডে হয় , তখন পরিশ্রম স্বার্থক হয় ।
#চারি দিক থেকে আসে অভিনন্দন এবং শুভেচ্ছার বাণী । তখন যে কত ভালো লাগে , বলে শেষ করতে পারবো না । সবার আনন্দেআমাকে অনেক আনন্দ লাগে । সবার খুশিতে আমি খুশি হয়ে যায় । ফিরে পাই, আবার লেখার অনুভূতি ।
#তাই স্যার বলেন ,
#যে কোন কাজে লেগে থাকবেন , কখনো হাল ছেড়ে দিবেন না । মন দিয়ে কাজ করবেন । সফল একদিন হবেন #
#স্যারের এই কথা আমি বুকে ধারণ করে পালন করে , সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি । তারি ধারাবাহিক কোথায় আমি ২ বার স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার সক্ষম অর্জন করেছি । এটাই কাজে লেগে থাকার ফসল ।
#স্যারের আর একটি উক্তি না বললে নয় ।
#স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
#সফল একদিন হবেন ।
#স্যারের এই বাণী আমার কাজে লেগেছে ।স্যারের এই কথা বিশ্বাস করে ২ বার স্ট্যাটাস অব দ্যা ডে হয়েছি ।আমি চেষ্টা করে যাচ্ছি , সামনের দিকে আরো স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার জন্য । ভালো কিছু হওয়ার কার না মন চায় । পরিশ্রমের পরেই তো শুখ আসে ।যখন শুখ আসে ,তখন পরিশ্রম স্বার্থক হয় ।
#আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হয়ে , হতে পেরেছি একজন ভালো মানুষ, একজন সফল উদ্যোক্তা, একজন ভলেন্টিয়ার, একজন দেশ প্রেমিক , একজন স্যারের আদর্শ ছাত্র ।
#আজ আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গুরুপে ছাত্র না হলে হাজার হাজার ভাই বোন বাবা মা , পেতাম না । একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতাম না ।পেতাম না হাজার হাজার ভাই বোনদের ভালোবাসা স্নেহ ।
#এই গুরুপে জয়েন্ট হয়ে পেয়েছি , বিশাল পরিবার ।এমন একটি পরিবার পেয়েছি ,যা বলে শেষ করতে পারবো না । আমার কোন সমস্যা হলে , অসুবিধা হলে , বলার সাথে সাথে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন । উজাড় করে দেন যত ভালো বাসা মমতার বন্ধন । কোন কাজ বলতে দেরি হয়, কিন্তু কোন কাজ করতে দেরি হয় না ।এরি সকল দাবিদার আমাদের প্রিয় মেন্টর শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার । স্যার আপনাকে আমাদের পক্ষ থেকে সেলুট জানাই ।
#আপনাকে আমরা সবাই মিস করছি । আপনাকে না পাওয়ার বেদনায় আমাদের বিশাল পরিবার অসহায় হয়ে পড়েছে ।আমরা পথ হারা হয়ে গেছি । আমাদের প্রানের স্পন্ধন হারিয়ে ফেলেছি ।আমরা কারো দুয়ারে ঠাঁয় পাচ্ছি না । আমাদের চারিদিকে অন্ধকার আর অন্ধকার দেখছি ।আপনি ফিরে আসলেই আমরা ফিরে পব , নতুন করে বাঁচার স্বপ্ন । ফিরে পাব,আগের মতো জীবন ।
#স্যারের জন্য আমাদের বিশাল পরিবার ,সব সময় দোয়া করে যাচ্ছি ।আমরা রোজা,নফল নামাজ, কুরআন খতম, দোয়া মুনাজত করে যাচ্ছি ।স্যার যেন পুরাপুরি সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন । আমরা প্রতিটি মুহূর্ত স্যারের ফিরে আসায় অপেক্ষায় আছি ।কখন শুনতে পাব ,স্যার আমাদের মাঝে ফিরে এসেছেন ।
#স্যার ফিরে এসে বলবেন ,আপনারা সবাই কেমন আছেন । আপনাদের বাবা মা সবাই কেমন আছেন । আপনাদের ব্যাবসার খবর কি । নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তৈরি করে দিয়েছি ,কেমন চলছে আমাদের ভালোবাসার গুরুপটি।আমি আপনাদের মাঝে নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি , কেমন চলছে ভালোবাসার বন্ধন । আমার অনুপস্থিতিতে আপনারা দেশের জন্য, সমাজের জন্য , অসহায় মানুষের জন্য কি কাজ করেছেন । আরো অনেক কিছু ।
#স্যারকে এবং সন্মানিত মডারেটর ভাইয়া আপুদেরকে ধন্যবাদ দিয়ে আমার লেখাটি শেষ করলাম । আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
#বাংলাদেশে আমার একটি কোম্পানি আছে । আমার কোম্পানীর নাম Probash Bangla Express কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান । ।আমার প্রতিষ্ঠান হোম ডেলিভারি নিয়ে কাজ করেন । আপনাদের কারো হোম ডেলিভারি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ।
ঢাকা অফিস ঃ 01568200758
01752122464
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮০
Date:- ২৫/০৭/২০২১
হাফিজ রহমান
কমিউনিটি ভলেনটিয়ার
জেলা। ঃ নাটোর
ব্যাচ নং। ঃ ৭
রেজিঃ নং ঃ ১৬৬৫৮
মোবাইল নং ঃ ০০৯৬৬৫৭১৭২৫৬৫২
সৌদি আরব প্রবাসী
একজন রেমিটেন্স যুদ্ধা
স্যারের দেওয়া অক্সিজেন
ফাউন্ডার : Probash Bangla Express কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ।