যদি ও কিছু পাড়তেন না তবেঁ আমার মা পৃথিবীর সেরা ফ্যাশন ডিজাইনার।
_______আজ আমি আমার বাবা ও মা এর গল্প বলবো_____
____________________________________________________________________________________________________
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
__________________________________________________
সমস্ত প্রশংসা সু-মহান রাব্বুল আলামীনের নিকট, যিনি সমগ্র জাহানের অধিপতি এবং শান্তি বর্ষিত হোক নবী কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর।
__________________________________________________
___________শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করছি_____________
__________________________________________________
আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নের রূপকথার সকলের জনপ্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের কাছে । যার প্রজ্ঞা, জ্ঞান, আদর্শ এবং চিন্তা, চেতনা,ও অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে নতুন জগতের সন্ধান। যার সংস্পর্শে ও ছোঁয়াতে এসে লাখো তরুন- তরুনীর কর্মসংস্থান তৈরী হয়েছে এবং গর্ব করে বাঁচতে শিখেছে,,আমি সত্যি ধন্য ও গৌরবান্বিত এমন একজন শ্রদ্ধেয় শিক্ষকের ছাত্র হতে ________________পেরে।
__________________________________________________
___________আমার বাবা ও মায়ের গল্প_________________
আমার জীবনের প্রারম্ভে যে মানুষটি আমার কান্নার আওয়াজ শুনার জন্য দরজায় কান পেতে ছিলেন তিনি আর কেউ নন আমার বাবা। যিনি আমাকে প্রথম আজানের ধ্বনি শুনিয়েছিলেন তিনি আমার বাবা। আমাকে যে মানুষটি বুকে জড়িয়ে নিয়েছিলেন তিনি আমার বাবা। যার হাত ধরে আমি হাটি হাটি পায়ে হাটা শিখে ছিলাম তিনিই আমার বাবা। ________♥আমার বাবা সবার সেরা বাবা♥____________
__________________________________________________
_____আমার কাছে আমার বাবা একজন প্রধানমন্ত্রী_______
__________________________________________________
____কেন কিভাবে সেটাই তো ভাবছেন!!? বলছি তাহলে____
__________________________________________________
একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব রাষ্ট্র বা দেশ পরিচালনা করা। উনি দেশ পরিচালনা করার জন্য নিজের কোন অর্থ খরচ করেন না। উনি রাষ্ট্রের টাকায় রাষ্ট্র পরিচালনা করেন। বরং এই কাজের জন্য প্রধানমন্ত্রী। নিজে রাষ্ট্রের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। কিন্ত আমার বাবা বছরের পর বছর নিজের টাকায় সংসার পরিচালনা করে যাচ্ছেন, নিজের দায়িত্ব পালন করছেন কোন বিনিময় ছাড়াই। অন্যের টাকা খরচ করে ভালো বাজার করা অনেক সহজ। কিন্ত নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে ভালো বাজার করা অনেক বেশি কঠিন। আমার বাবা দিনের পর দিন সেই কাজটিই করে ______________যাচ্ছেন অতন্ত্য নিখুতভাবে।।
_________________________________________________
কোনো দেশ বা রাষ্ট্র পরিচালনার চেয়ে সংসার পরিচালনা অনেক বেশি কঠিন কাজ।
এইবার আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারাই বলেন আমার বাবা প্রধানমন্ত্রী কিনা!?
____________________________________________________________________________________________________
______আমার জন্মদাতা আমার বাবা টাকার মেশিন_______
__________________________________________________
______________এটা কিভাবে সম্ভব বলছি_______________
টাকার মেশিনের কাজ টাকা তৈরী করা। আর আমার বাবার কাজ অর্থ উপার্জন করা। বাবা অর্থ উপার্জনের কাজটি খুব ভালো করেই পারেন। সত্যি বলতে বাবাদের এই কাজটি ______________বাধ্যতা হয়েই পারতে হয়।
__________________________________________________
আমার বাবা একজন বিজনেসম্যান
বিজনেসম্যান সর্বদা তার বিজনেসের লাভ লোকশানের হিসেব কষেন। আমার বাবাও সর্বদা আয় আর ব্যায়ের হিসেব কষেন।
_________________________________________________
____আমার কাছে আমার বাবা একজন রিয়েল হিরো ছিলেন
হিরোরা যেমন পর্দাতে সকল বিষয়ে পারদর্শী হোন। আমার বাবাও সকল বিষয়ে পারদর্শী। এই যেমন ধরেন, কষ্ট পেলেও কাদেঁন না। কান্না এলেও চোখের পানি লুকিয়ে ফেলেন। নিজে পুরাতন কাপড়, জুতো পরিধান করতেন। আমাকে সব কিছুই নতুন কিনে দিতেন। আমার সকল আবদার আমার বাবাই পূরণ করতেন। পৃথিবীর সব ছেলেরা খারাপ হতে পারে কিন্তু একটাও খারাপ বাবা নেই।
___________❤️বাবা তুমি সত্যিকারের হিরো♥__________
১৯৯৭ সাল আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন না ফিরার দেশে। এখন প্রতিনিয়ত বাবাকে চুখ থেকে সরাতে পারিনি, যখন দেখি অন্যরা তাদের বাবার কাছ থেকে তাদের
বাবার আদর ভালবাসা পায় তখন যেন আমার খুবী হিংসে
হয়।বাবার সৃতি আমি কখন ভুলতে পারছিনা ও পারবো না
কোনো দিন।বাবা তুমি আমার হিরো ছিলে আজীবন থাকবে।
উপারে তুমি ভালো থাকো বাবা এই দুই হাত তুলে আমি সর্বদায় প্রার্থনা করি আমিন🤲।
__________________________________________________
__এখন আমি আমার জান্নাত আমার মায়ের কথা বলছি___
____________________________________________________________________________________________________
যখন আমি দুনিয়ায় আসছি শুনে যে মানুষটি সব চেয়ে বেশি খুশি হয়েছিলেন, যে মানুষটি দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনেছেন শুধুই আমার অপেক্ষায়, যে মানুষটি আমি কষ্ট পাবো বলে নিজের ইচ্ছা মত শুইতে পর্যন্ত পারতেন না, খেতে পারতেন না, অনেক কষ্টের পরেও আমাকে বোঝা মনে করে ছুড়ে ফেলে দেননি তিনি আর কেউ নন।
___________________♥♥আমার গর্ভধারিণী মা♥♥
__________________________________________________
যখন আমার কান্নার আওয়াজে আমার মা সব কষ্ট ভুলেছিলেন। পরম মততায় আমাকে বুকে টেনে নিয়েছিলেন আমার মা। যখন কান্না ছাড়া আমি আর কোন ভাষা জানতাম না। তখন আর কেউ আমার এই ভাষা না বুঝলেও মা ঠিকেই বুঝতো। কখন খুদায় কান্না করতাম, কখন ব্যাথায় কান্না করতাম, কখন কোলে উঠার জন্য কান্না করতাম মা আমার সব কিছুই বুঝতেন শুধুই কান্নার আওয়াজ শুনে। রাতের বেলায় যখন হিসু করে কাথা ভিজিয়ে কান্না শুরু করতাম মা সেই ভাষাটাও বুঝতেন। সব কিছু ভিজে গেলে মা ভিজা যায়গায় শুয়ে আমাকে মায়ের বুকের উপর রাখতেন।
__________________________________________________
আমি রাতে যখন ঘুম ভেংগে গেলে কান্না শুরু করতাম। বাবা খুব বিরক্ত হতেন। মা কে ধমক দিতে বলতেন আমাকে নিয়ে বাইরে যেতে। মা আমার বাইরে আসতেন, আমাকে ঘুম পাড়ানোর জন্য কত কথা, কত গল্প শুনাতেন!! বিড়াল আর বাঘের ভয়ও দেখাতেন। আর আমি মায়ের কাধেঁ মাথা রেখে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না। প্রায় প্রতি রাতেই এমন কান্না করতাম, মা সারা দিন অনেক কাজ করার পরেও আমার জন্য রাত জাগতেন। উনার কোন অভিযোগ ছিলোনা আমাকে নিয়ে। বরং ভালোবাসায় ভরিয়ে দিতেন আমাকে। বাবা, সোনা, ময়না,খোকা,লক্ষী ছেলে আরও কত নামেই না মা ডাকতেন আমাকে।
আমার মায়ের কোন তুলনা হয় না। তবুও কিছু বলতে চাইছি।
____________________________________________________________________________________________________
___শ্রদ্ধেয়ের নয়নের নয়নমণি আমার মা সেরা শিক্ষক_____
__________________________________________________
আমার জননীআমাকে কথা বলতে শিখিয়েছেন। যা পৃথিবীর অন্য কোন শিক্ষকের দ্বারা সম্ভব নয় মা শিক্ষক ছাড়া।
মা আমাকে শিখিয়েছেন কিভাবে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হয়। নম্রতা, ভদ্রতা, সততা, সত্যবাদিতা এই সবেই আমার মা আমাকে শিখিয়েছেন। ছোট বেলার ছড়াগুলোও মা আমাকে শিখিয়েছেন।
____________________________________________________________________________________________________
_______আমার জননী একজন ডাক্তার ও বটে____________
__________________________________________________
যখন আমি অসুস্থ হলে মা পাশে থাকলে নিজেকে আর অসুস্থ মনে হয় না। জ্বর হলে জল পট্টি, মাথ ব্যাথা হলে মাথায় হাত বুলিয়ে দেওয়া, কাঁশি হলে গরম পানি খাওয়ানো, বেশি ঘামলে সেলাইন খাওয়ানো, হাত পা ব্যাথা করলে মেসেজ করে দেওয়া এই সকল রোগের চিকিৎসা আমার ডাক্তার মায়েই করেছেন।
__________________________________________________
যদি ও কিছু পাড়তেন না তবেঁ
আমার মা পৃথিবীর সেরা ফ্যাশন ডিজাইনার।
ছোট বেলায় আমাকে নিজ হাতে অনেক সুন্দর পোশাক ____________বানিয়ে দিতেন।
__________________________________________________
__________আবার আমার মা সেরা গল্প কার_____________
__________________________________________________
ছোট বেলায় অনেক ভালো গল্প বলে আমাকে ঘুম পারাত।
মায়ের প্রতিটি কথা অদ্ভুত মাধূর্য মিশানো এবং অতুলনীয় ।
কিন্তু আজ অনেকটা বছর যাবত সে জননীর সবকিছু থেকে
আমি বঞ্চিত শুধুই প্রবাসে পড়ে থাকার কারনে, যদি ও মায়ের সাথে প্রতিদিন ফোনের মাধ্যোমে কথা বলি সেই মনের
তৃপ্তি পাইনা।
__________________________________________________
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর মাধ্যোমে জানতে পারি যে আপনি আপনার মা ও বাবাকে বলেন
ভালবাসি ও তাদের পা চুয়ে প্রতিদিন সকালে সালাম করার
জন্য,কিন্ত আমি তো দেশের বাহিরে কিভাবে সালাম করবো
আমার জননীর পা চুয়ে,সেই তৃপ্তি পাওয়ার জন্য প্রতিদিন মাকে সকালে আমি ফোন দিয়ে সালাম করি ও আমার জননী কে বলি মাগো " আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। আমার মা" কত যে আন্দ পায় সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না।
আমি ধন্যবাদ দিচ্ছি Iqbal bahar zahid স্যার কে যদি স্যার
আমাদেরকে এইভাবেই না বলতেন তাহলেই মনে হয় আমি
আমার মাকে এত খুশী করতে পারতাম না।আমি কৃতজ্ঞতা
শ্রদ্ধেয়ের স্যার এর নিকট স্যালুট স্যার আপনাকে।
আজ এই বলেই এখানেই বিদায় নিলাম অন্য আরেক দিন
আপনাদের সাথে কথা হবে আরেক গল্প নিয়ে।এই পর্যন্ত
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, সবার সুসাস্থ্য কামনা করছি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮২
Date:- ২৮/০৭/২০২১
____________________________________________________________________________________________________
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আমি
মোঃ মোতালেব, কমিনিউটি ভলেন্টিয়ার, দশমঃ-ব্যাচ
রেজিঃ ১৫৩৪৯,জিলাঃ মৌলভীবাজার, উপজিলাঃ কমলগঞ্জ
___________প্রতিষ্ঠতাঃ ফ্যামিলি ষ্টোর