এই প্ল্যাটফর্ম আমাকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছে,
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ? সবাই কেমন আছেন?
আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা যাপন করছি মহান আল্লাহতালা রব্বুল আলামীনের দরবারে, যিনি এই মহামারীর মধ্যে সুস্থ রেখেছেন তাঁর দরবারে।
,, #আলহামদুলিল্লাহ,,..
💝সর্বপ্রথম অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মেন্টর এই #নিজের_বলার_মত_গল্প_প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি এত সুন্দর করে এই প্লাটফর্ম তৈরি করেছেন,।। প্রিয় স্যার আপনাকে হাজারো সালাম। 💝
,,, শুরু করা যাক।
,,,,,,,,,,,,,,,,,, নিজের জীবনের গল্প।।।।।,,,,, ।
💝✌️ এই প্ল্যাটফর্ম আমাকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছে, এই নিজের বলার মত গল্প প্ল্যাটফর্ম আমাকে শিখিয়েছে কিভাবে ডিপ্রেশন থেকে বাঁচতে হয়.! এই প্ল্যাটফর্ম আমাকে শিখিয়েছে এখানে, পড়ে গিয়ে কিভাবে উঠে দাঁড়াতে হয়!
,
😭, আমি যখন আমার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে একবারে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমার ভালো বিজনেস ছিল, সেটাও কিছু কুৎসিত লোক আমার সরলতার সুযোগ নিয়ে ধ্বংস করে ছেড়ে দিয়েছে,, আমি মানুষকে প্রচন্ড বিশ্বাস করতাম, বিশ্বাস আমি এখনো করি মানুষকে, তাই বারবার ঠকি, যখন আমার বিজনেস টা শেষ হয়ে গেল তখন আমি খুব ডিপ্রেশন এবং দিশেহারা হয়েছিলাম যে কিভাবে আর ঘুরে দাঁড়াবো,।? খুব চিন্তায় ছিলাম, আমার এমন একটা পজিশন হয়ে গিয়েছিল ভেবে নিয়েছিলাম নিজে আত্মহত্যা করে বসবো?,😭,। ✌️💝 কিন্তু না সেটা আমার করতে হয়নি।
,
💝 ✌️ আমার এক বন্ধু বলল বন্ধু চিন্তা কোরো না। টেনশন করো না। তোমাকে একটা গ্রুপে জয়েন করিয়ে দেই, তুমি এখানে সময় দাও, সব কিছু শিখতে পারবে, এবং বুঝতে পারবে, এবং আবার ঘুরে দাঁড়াতে পারবে, আমার সেই বন্ধুটার কথাতে আমি এই নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে জয়েন হই। এই গ্রুপের প্রত্যেকটা ভাইবোন এতটা আন্তরিক এতটা ভালোবাসাময়ি, এই গ্রুপে জয়েন না হলে আমি বুঝতেই পারতাম না পৃথিবীতে এখনো এত ভাল মানুষ গুলো আছে, আলহামদুলিল্লাহ। এই গ্রুপে জয়েন হওয়ার পর থেকেই আমার মাথায় ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা আবার নতুন করে নড়াচড়া দিয়ে উঠলো,।
,
💚💚 সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যখন অনেক ডিপ্রেশনে ছিলাম, তখন একটা কাকা মাধ্যমে একটা বুটিকস কোম্পানির সাধারণ ম্যানেজার হিসেবে জয়েন করলাম, পাশাপাশি কিছু টিউশনি আর লেখালেখি করতাম সেই চাকরীটার পাশাপাশি আমি নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মে সময় দেয়া শুরু করলাম, এবং অনেক কিছু শিখলাম জানলাম বুঝলাম অনেকের সাথে ভাল সম্পর্ক হলো, অনেকের ভালোবাসা পেলাম। নিজের বলার মত গল্প প্ল্যাটফর্ম থেকে শিখতে পেলাম, চাকরির পাশাপাশি কিছু একটা করা,।
,
✌️ চাকরীটার পাশাপাশি কিছু টিউশনির পাশাপাশি লেখালেখিতে তো চলতেই আছে, এই সব কিছুর পাশাপাশি নিজের মাথা থেকে, এই নিজের বলার মত গল্প প্ল্যাটফর্ম শিক্ষা থেকে, চিন্তা করলাম কিছু টাকা নিয়ে আমি যেখানে চাকরি করি তার আশে পাশে কিছু দোকানে নিজেই ড্রেস এনে দিব, মাল এনে দিব, কিছু দোকানের মালিকের সাথে কথা হল। সবাই আমার কথামতো রাজি হলো, শুরু হল আমার নতুন এক পথ চলা, মাশাল্লাহ চাকরির পাশাপাশি এই নিজের ছোট্ট করে বিজনেসটা ও এগোতে লাগলো আলহামদুলিল্লাহ,।
,
😥 যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা এবং আমার বিজনেস টা আস্তে আস্তে এগোতে লাগলো ঠিক সেই সময় আবার মহামারী শুরু হল, সবকিছু বন্ধ হয়ে গেল সবকিছু কেমন জানি থমকে গেল,।। বন্ধ হয়ে গেল আমার এগিয়ে যাওয়ার পথ, অনেকগুলো টাকা আটকে গেল অনেক দোকানের মালিকের কাছে। এখন সেই এগিয়ে যাওয়া টা আমার থমকে আছে। জানিনা কবে আল্লাই মহামারী থেকে আমাদেরকে মুক্তি করবেন? আমার মত এরকম হাজার হাজার এগিয়ে যাওয়ার স্বপ্ন গুলো এই মহামারীর জন্য আটকে আছে।
,
💚✌️, কিন্তু না আমি আটকে থাকবো না, আমি তো এই নিজের বলার মত গল্প প্লাটফর্মে আটকে থাকা শিখিনি,। এই নিজের বলার মত গল্প প্ল্যাটফর্ম অনলাইন বিজনেস আমি আবার শুরু করব, অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে আমার বুটিকের পণ্যগুলো অনলাইনে হাজির করবো। এবং অনলাইনে বিক্রি করার চেষ্টা চালিয়ে যাব।। ইনশাআল্লাহ।
,
✌️🙌, তাই সবার কাছে দোয়া চাই এবং সবাইকে আমার পাশে চাই,,।
💚এ প্ল্যাটফর্মের প্রতিটা সদস্যের প্রতি আমার বিনীত অনুরোধ সবাই মনোযোগ দিয়ে প্ল্যাটফর্মের সময় দিবেন, এবং এ প্লাটফর্ম থেকে অনেক কিছু শিখার আছে, শিখতে পারবেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগে আল্লাহ, পরে এ প্লাটফর্ম এর সাথে থাকলে একদিন সফল হবেন। আমি সেই আশায় সেই প্রত্যাশায় আজকের মত শেষ করছি,।। 💚
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৩
Date:- ২৯/০৭/২০২১
Md. Nirob Hossain
ব্যাচঃ 11
রেজিষ্ট্রেশনঃ 20519
জেলাঃ মুন্সিগঞ্জ
বর্তমানঃ ঢাকা
কমিউনিটি ভলান্টিয়ারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
মেম্বারঃ নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম।
একজন লেখক।