আমরা"দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ"করতে পারব।
🌿বিসমিল্লাহির রাহমানির রাহিম🌿
🌹আমার জীবনের গল্প🌹
"আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ"
🌲 সর্বপ্রথম শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই সেই মহান রবের প্রতি যিনি এই পরিস্থিতে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ।🌹
🙏ধন্যবাদ জানাই সবার প্রিয় মেন্ট,প্রিয় শিক্ষক,তরুন তরুনীর আইডল 💞ইকবাল বাহার জাহিদ স্যার💞 কে যিনি আমাদের জন্য এই বিশাল প্লাটফর্ম তৈরী করেছেন।দোয়া করি আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করেন🤲🤲
💞দোয়া ও ভালোবাসা আমার সহ যোদ্ধা দের প্রতি। অনেক অনেক ধন্যবাদ এই গ্রুপের প্রিয় আপু ভাইয়ারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।💞🙏
✍️আসলে জীবনের গল্প লিখা মানে জীবন কে নতুন করে পড়ে নেওয়া।ফেলে আসা দিন গুল আবার স্মরণ করা।নিজের জীবন কে নিজেই উপভোগ করা।কিছু খারাপ স্মৃতি কিছু ভালো স্মৃতি। সব মিলিয়ে অন্য রকম অনুভূতি। যা আজ আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়লাম।জীবনের গল্প কখনও লিখে শেষ করা যায় না।সংক্ষিপ্ত ভাবে লিখলাম।
🌱প্রতিটি মানুষের জীবনে এক একটা গল্প লুকিয়ে আছে।কিছু গল্প প্রকাশ করা যায়।কিছু গল্প না বলায় থেকে যায়।আর সেই না বলা গল্প বলার জন্য আমাদের প্রিয় স্যার আমাদের জন্য এই প্লাটফর্ম তৈরী করেছেন।যেখানে আমরা খুব সহজে সব বাস্তব গল্প বলতে পারি।
🌷আমার পরিচয়🌷
আমি মো: নুরুল ইসলাম মিরাজ।একজন ছাত্র +উদ্যোক্তা।বাবা মা এর ৪র্থ তম সন্তান। ৩ ভাই ২ বোন।১৯৯৭ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ছোট্ট একটা গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করি।আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ ভাই বোন বাবা মা নিয়ে অনেক সুখে ছিলাম🎌
💦⚽আমার ছেলে বেলা⚽💦
ছেলে বেলার সময় টা ছিল মধুর। হাজারো স্মৃতি লুকিয়ে আছে ছেলে বেলায়।গ্রামে বড় হওয়াতে অনেক আনন্দ করার সুযোগ পেয়েছি।পুরা গ্রাম ঘুরে বেড়াতাম পড়া লেখায় একদম ম মনযোগ ছিল না।নিজেদের অনেক নারিকেল সুপারি বাগান ছিল।তাই সকাল হলেই বাগানে গিয়ে সুপারি খুঁজতাম ওগুলা বাজারে নিজে বিক্রি করে টাকা জমা করতাম।সেই টাকা দিয়ে আঁচার, চকলেট আইসক্রিম কিনে খেতাম।
ছোট বেলায় ফুটবল ⚽আর ক্রিকেট 🏏খেলতে খুব ভালো লাগতো।শুধু মনে হতো পৃথিবীতে যদি পড়া লেখা না থাকতো😆সারা দিন এদিক ওদিক ছুটাছিটি করতাম।এই ভাবে পার করি ছেলে বেলা।👇
✍👨🏫আমার শিক্ষা জীবন 👨🏫
শিক্ষা জীবন টা সবার জন্য গুরুত্বপূর্ণ একটা সময়।যদি ভালো ভাবে কাজে লাগাতে পারি তাহলেই আমরা সফলতার দিকে আগাতে পারব।
প্রাইমারি লেভেল টা তো দুষ্টামি করতে করতে পার করি।রামগঞ্জ হাই স্কুলে ভর্তি হই।নতুন ভাবে জীবন শুরু।আগে তো কম পড়ে পার পেতাম হাই স্কুলে এসে সে সুযোগ নেই।কারন অনেক ভালো ভালো স্টুডেন্টস ছিলো।ছিলো অনেক প্রতিযোগিতা। এর পর নিজের মধ্যে পড়া লেখার প্রতি আগ্রহ কাজ করতে লাগল।শুরু করলাম ভালো ভাবে পড়াশোনা। ✍️
২০১৩ সালে রামগঞ্জ থেকে এসএসসি পাস করি।উচ্চমাধ্যমিক পড়ার জন্য ভর্তি হলাম ঢাকা কমার্স কলেজে।আবারও জীবনে নতুনত্ব আসলো। ঢাকায় যাওয়া। পরিবার কে ছেড়ে থাকা।নতুন বন্ধুদের সাথে নিজেকে খাপ খাওয়ানো। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি।আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম।কারন আমরা মানুষ চাইলে সব সম্ভব।ক্যারিয়ার এর কথা চিন্তা করে আমাকে সব পারতে হবে।আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অনেক বন্ধু হলো।
ঢাকায় ব্যাচেলর জীবন টা খুব কষ্টের ছিল।একা একা রান্না, জামা কাপড় ধোঁয়া, ইত্যাদি অনেক কাজ করতে হতো।পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য টিউশন করাতে হতো।বাড়ি থেকে বেশি টাকা দিতে পারতো না কারন আব্বুর ব্যবসায় অনেক লস হইছে।তাই আর চাইতামও না।যা দিতো তা দিয়ে টেনে টুনে চলতাম।এই ভাবে ২০১৫ সালে ঢাকা কমার্স কলেজ থেকে পাস করলাম।
২০১৫ সালে এইচএসসি পাস করে সবার মত আমিও ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক জনের আশায় বসে থাকতে থাকতে কোচিং এ ভর্তির সময় শেষ হয়ে গেলো। আমি হতাশ হয়ে গেলাম।এর পর IELTS করি প্রথম বার চান্স না পেলেও ২য় বার পেয়েছি কিন্তু ভাগ্যের কাছে হেরে গেলাম। টাকার জন্য আর ভালো কোনো দেশে গিয়ে পড়ার স্বপ্নটা পূরণ হলো না।
তার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্সে ভর্তি হলাম। এখন অনার্স ফাইনাল ইয়ারে আছি।
স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া থেকে অফার লেটার আসছে কিন্তু স্পঞ্জারের জন্য যাওয়ার সুযোগ হয় নাই😪😪
✍️😭আমার কষ্টের জীবন 😭
👉২০১১ সালে যখন বাবার ব্যবসায় লস হয় তখন থেকে নেমে আসে আমাদের পরিবারের দুঃখের ছায়া।কষ্টের জীবন শুরু।ভাই বোন রা সবাই বড় হয়ে গেছি। পরিবারের খরচ আমাদের পড়াশোনার খরচ।সব মিলিয়ে বাবা খুব হিমশিম খাচ্ছিল। অনেক হতাশায় ভুগছিল বাবার প্রতিটি দিন।অতিরিক্ত টেনশনে উনি স্ট্রোক করেন।😭
বাবার অসুস্থতার পর সব চাপ বড় ভাই এর উপর পড়ে।২০১৫ সালে উচ্চমাধ্যমিক এর পর যখন ভার্সিটিতে ভর্তি হতে পারিনি তখন IELTS করে প্রথম বার চান্স না পেয়ে আবার করি এবং ৬ পাই। ২-৩ মাস পর অস্ট্রেলিয়া থেকে আমার অফার লেটার আসে। সব কাগজ পত্র ঠিক করে আমি যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু যাওয়ার জন্য যে টাকা লাগবে তা আমার ছিল কাছে ছিল না।অনেক আত্মীয় সজন বলেছে হেল্প করবে কিন্তু কাগজ আসার পর সবাই মুখ ফিরিয়ে নিল।😪কত জনের ধারে ধারে হাঁটছি হিসাব নাই।সবাই কিন্তু আশা দিছিলো টাকা দিবে।
যখন বুজলাম আর যেতে পারব না তখন ভাবছি পড়া লেখাও ছেড়ে দিব।কিন্তু মা বাবা ভাই বোনের কথায় আবার পড়াশোনা শুরু করলাম ভর্তি হলাম শহীদ সোহরাওয়ার্দী কলেজে👨✈️প্রতি রাতে কত কান্না করতাম 😪দেখার মত কেউ ছিল না।শেয়ার করার মতও কেউরে পাই নাই।আমি যেখানে থাকতাম ওখানে একটা ব্রিজ ছিল প্রতি রাতে ওখানে গিয়ে বসে বসে কান্না করতাম😭বাবা মা কেও কিছু বলতে পারতাম না।তখন থেকে বুজলাম নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে নিজের পকেটে টাকার উপর নির্ভর করে এগিয়ে যেতে হবে।
একটা কথা আছে, আমার পকেটে টাকা নাই তো কারো পকেটেই নাই🌷
🌹আমার ঘুরে দাঁড়ানোর গল্প🌹👇
পারিবারিক নানান সমস্যার মধ্য দিয়ে এইচএসসি পাস করলাম।এর মধ্যে বড় ভাই দীর্ঘ ৯ বছর এক দোকানে চাকরি করে।পরে একটা ছোট দোকান দেই।
মাত্র ৬৪০০০৳ দিয়ে বিজনেস শুরু করি।ভাই অল্প অল্প করে সেল করত।এর মধ্যে আমি গিয়ে দোকানে ভাইর সাথে বসতাম। কিন্তু তখন খুব কম সেল হতো।আমরা হতাশ না হয়ে লেগে থাকলাম।আর আমি কিছু আইডিয়া কাজে লাগালাম।অল্প লাভে সেল করতাম।আর রিফিট কাস্টামার খুঁজে বের করতাম।আস্তে আস্তে সেলও বাড়লো কাস্টমারও বাড়ল। আলহামদুলিল্লাহ।
✌️আমি আর আমার বড় ভাই মিলে বিজনেস শুরু করলাম।আর এখন ৮-৯ জন লোক কাজ করছে।আমাদের এখন টোটাল দোকান ৪টা ২টা গোডাউন।
" চাকরি করব না চাকরি দিব"
স্যার এর এই স্লোগান টি ফলো করলাম।দিন রাত পরিশ্রম করে আজ এই অবস্থায় আসতে পেরেছি।আলহামদুলিল্লাহ আরও সামনে যেতে চাই।অনেক গুলো প্লেন আছে সেগুলো বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ
⛹️♂️🚴♂️আজ আমাদের প্রতি মাসে সেল ৫০-৬০ লাখ টাকা । আবার পরিবারে সুখ ফিরিয়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। 🥰
আমাদের দোকানের নাম Best jeans
আমার পেইজঃ https://www.facebook.com/BestJeans101/
সবাই ভালোবেসে পাশে থাকবেন🥰😍
♥️"নিজের বলার মত একটা গল্প "আসার গল্প♥️
🌿আমি আমার এক কাছের বন্ধুর মাধ্যমে এই ফাউন্ডেশনে আসলাম।ও আমাকে ১২ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করে দিয়েছে।তখন থেকে আমি গ্রুপে নিয়মিত আমাদের প্রিয় মেন্টর♥️ইকবাল বাহার জাহিদ স্যার ♥️এর সেশন গুলা পড়ি। স্যার এর UTV লাইভ ভিডিও গুলা দেখি এবং নিজের মধ্যে অনুধাবন করি।এই গ্রুপে এক সাথে আমাদের অনেক কিছু শিখানো হয় যা অন্য কোনো গ্রুপে আমি পাইনি।গ্রুপ থেকে যা শিখেছিঃ
এই গ্রুপে এসে আমাদের সবার প্রিয় ইকবাল বাহার স্যার এর শিক্ষায় আমি এখন স্বপ্ন দেখতে শিখে গেছি।যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেই না।একজন সফল উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করে।স্যার এর সেশন গুলো পড়ে অনেক অনুপ্রেরণা পাচ্ছি যা আমি কোনো গ্রুপে পাই নাই।আমি নিজেকে অনেক ধন্য মনে করি কারন আমি স্যার এর এক জন আজীবন ছাত্রী।
🌿🌷এই গ্রুপ থেকে আমি কি শিখছি🌷🌿
আমরা"দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ"করতে পারব।
প্রতি দিন আমি এই গ্রুপ থেকে স্যার শিক্ষা নিচ্ছি।
🌱আমি স্বপ্ন দেখতে শিখে গেছি।
🌱আমি ভালো মানুষ এর চর্চা করতে শিখেছি।
🌱আমি প্রতি দিন সেশন চর্চায় থেকে কথা বলার জড়তা কাটাতে শিখে গেছি।
🌱আমি মানুষের সাথে মিশতে শিখেছি।
🌱কীভাবে একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়।
🌱কীভাবে অন্যের বিশ্বাস অর্জন করা যায়।
এসব কিছু আমি আমার প্রিয় স্যার থেকে শিখেছি এবং প্রতি দিন শিখছি।
❤️আমি ফাউন্ডেশন থেকে প্রতি দিন সেশন পড়তাম। অনেক কিছু শিখতাম এবং নিজের বিজনেসে এপ্লাই করতাম।আমাদের ট্রেড লাইসেন্স ও টিন ছিল না।সেটাও করে নিলাম।
🌷এই গ্রুপ থেকে আমি কি পেলম🌷
১|কি ভাবে একজন ভালো মানুষ হওয়া যায় তা প্রতিনিয়ত শিখছি?
২|কিভাবে নিজের পরিচয় তৈরি করতে হয়।
৩|যে কোন সমস্যার সম্মুখীন হলে তা থেকে কিভাবে সমাধান বের করতে হয়।
৪|নিজেকে একজন সৎ ও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।
৫|কিভাবে সব সময় পজিটিব চিন্তা করা।
আলহামদুলিল্লাহ এই গ্রুপ থেকে কি পেলাম তা আমি লিখে শেষ করতে পারব না।এই গ্রুপে আমি অনেক ভাই বোন পেয়েছি।Cm hasan, Priya islam,Jahangir alom,abdul khalek,Ahmed Juel,Fowzia koli,,তাহামিনা আলম আর অনেক ভাই বোনের অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছি।যাদের থেকে আমি শিখেছি কি ভাবে অন্যকে সাহায্য করতে হয় এবং পাশে থাকতে হয়।আমাদের গ্রুপের প্রতিটা ভাই বোন অনেক আন্তরিক 🥰🥰সবার জন্য অনেক দোয়া রইল যারা আমার জীবনের গল্প বলতে সাহস দিয়েছেন।🙏🤲
👉অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার গল্পটি পড়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য🙏🥰আশা করি গঠন মূলক কমেন্ট করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।আল্লাহ হাফেজ🥰🙏
নিজের বলার মত গল্প ফাউন্ডেশন এর একজন গর্বিত সদস্য।
https://www.facebook.com/BestJeans101/
স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৫
Date:- ১/০৮/২০২১
নামঃ নুরুল ইসলাম
ব্যাচ নংঃ ১২
রেজিস্ট্রেশান নংঃ ৪৪৫৭৫
জেলাঃ লক্ষীপুর
উপজেলাঃ রামগঞ্জ
বর্তমান অবস্থানঃ ঢাকা
মোবাইলঃ ০১৬২০৮৬০৭৪২
রক্তের গ্রুপ (o+)
পেশা:ছাত্র+উদ্যোক্তা
#Head_Office :
#Best Jeans
Call to order..
MD Nurul Islam Maraz
CEO
Address : Shop no 1665,1st floor, Bongobazar Shopping Complex, Fulbaria, Dhaka-1000.
WhatsApp,Imo,Viber:01620860742
Email:bestjeans14@gmail.com