একজন ম্যাজিক ম্যান _হঠাৎ করে কেউ শক্ত হতে পারে না, মানুষ শক্ত হয় আঘাতে
বাবা হারানোর গল্প প্রিয় বাই বোন আপনাদের প্রতি। অনুরোধ করবো দয়া করে একটু গল্পটা ,,পড়ে দেখবেন
_____বিসমিল্লাহির রাহমানুর রাহিম ______
________আসসালামু আলাইকুম_________
_____ওয়া রহমাতুল্লাহিওয়া বারাকাতুহু____
____শুরুতেই মহান আল্লাহ তাআলার নিকট সীমাহীন শুকরিয়া আদায় করছি কারণ মহান করুণাময় আজও আমাদেরকে তার এই-সুন্দর ধরণীর বুকে সুস্থ রেখে তার সমস্ত নেয়ামত ভোগ করার সুযোগ দিয়ে রেখেছেন শুকরিয়া আদায় করি তার দরবারে আলহামদুলিল্লাহ ____
____গভীর শ্রদ্ধার সাথে ভক্তিপূর্ণ সালাম ভালোবাসা প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি প্রাণ প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি,যার বদৌলতে পেয়েছে আমরা নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ___
ইকবাল বাহার জাহিদ-স্যার_________
একজন ম্যাজিক ম্যান _হঠাৎ করে কেউ শক্ত হতে পারে না, মানুষ শক্ত হয় আঘাতে... খুব বেশি আঘাত পেলে মানুষ চুপ হয়ে শক্ত হয়ে যায়... কথায় আছে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর যে কোনো কিছুই ভেঙে গেলে হয়তো নতুন একটা কিনে আনা যায়, কিংবা জোড়া লাগিয়েও চালানো যায়... কিন্তু মন ভেঙে গেলে সেটা নতুন কিনে আনাও যায় না আবার জোড়া লাগিয়ে চলাও যায় না... সারাজীবন ভাঙা মন নিয়েই চালিয়ে যেতে হয় !!
.
প্রাণ প্রিয় শিক্ষক__________
আপনি আমাদের মনের অনুভূতি কে জাগিয়ে তুলেছেন,,প্রাণপ্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার।আপনি বলেছেন.... আমাদের বাবা মাকে প্রতিদিন সালাম দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়, স্যার. লজ্জা শরম ভুলে গিয়ে বাবা মাকে ভালবাসি বলতে... আমাদের প্লাটফর্মে অনেক ভাই-বোন আছে যাদের মা আছে বাবা নেই,,বাবা আছে মা নেই,, আজকের সেশন তাদের চোখেরপাতায় লোনা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে প্রাণ প্রিয় স্যার আপনাকে কি করে বুঝাই,,আমার তো বাবা নেই কাকে জড়িয়ে ধরে বলব ভালোবাসি তোমাকে বাবা,,বাবা বেঁচে থাকলে প্রতিদিনই ফোন দিয়ে সালাম দিয়ে কথা বলিতাম,, ভালো-মন্দ জানিতাম,,কল কেটে দেওয়ার আগে,, আব্বুকে অনেকবারই বলিতাম তুমি ভালো থেকো বাবা,,তোমায় খুব ভালোবাসি,,তুমি আমাদেরকে ছেড়ে যেও না,,তুমি না থাকলে হয়তো আমাদের পরিচয় থাকবে না,,তোমাকে যে আমি খুব ভালোবাসি বাবা,, আমি শুধু এইটুকুই বলবো যাঁরা মা বাবাকে অবহেলা করে তাদের মতো হতভাগা,, দুর্ভাগা এ পৃথিবীতে আর কেহই নাই।
অনেকে বলে বাবা,,দিবস।
সত্যি কথা বলতে আমি দিবস,, বলে কিছুই মানি না। শুধু একটা জিনিস বাবি ও,মানি বাবা-মায়ের জন্য কোন দিবস হয় না বাবা-মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যা হারিয়ে গেলে কখনো ফিরে পাওয়া যায় না,, তাই প্রিয় স্যারের কথা অনুযায়ী এবং নিজের বিবেক খাটিয়ে বাবা-মায়ের সেবা করুন সুস্থ থাকুন।
,বাবা'- শব্দ টির মধ্যেই যেন এক অদ্ভূত মায়া♥️♥️।... বাবা হলেন সেই ব্যাক্তি হাজারও চিন্তা মাথায় রেখেও একমুখ হাসি আমাদের উপহার দেন প্রতিনিয়ত♥️।।। আজ এই দিনটি আমার কাছে তেমন কোন special দিন নয়, কারণ তুমি আমার কাছে অসাধারণ, তাই শুধু মাত্র আজকের দিনের জন্য তুমি special নও, প্রতিদিন ,প্রতি ঘন্টা , প্রতি মিনিট, প্রতি সেকেন্ড , প্রতি মুহুর্ত তুমি আমার কাছে special, i Love You baba
__🌿🌿🌲🌲🌲☘☘____
পৃথিবীর,সবচেয়ে,দামি শব্দ বাবা।________
পৃথিবীতে সেরা শব্দ ,বাবা,, বাবার সাথে কখনো কারো তুলনা হয়না,এ পৃথিবীতে একজন ব্যক্তি আছে নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যায় কিছুই নেয় না সেই ব্যক্তিটি হল বাবা,,পাহাড় সমান ব্যাথা বুকের মধ্যে চাপা দিয়ে হাসিমুখে বাবা,,আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি আমাকে দিন রাত পরিছম করে খাওয়াইছে অনেক সময় অনেক অন্যয়।
করলে ও সজ্ঞকরে নিয়েছেন।
___🌿🌿🌲
বাবার তুলনায় বাবা_____
পৃথিবীতে আলোর পথ দেখান
আমার বাবা, বাবার রীন কিভাব শোধ করবো আমি। আমার গায়ের চামড়া দিয়ে বাবার পায়ের জুতা তৈরি করে দিলে ও তার এই রীন এক বিন্দু পরিমানও শোধ হবে না।
বাবাকে_হারানোর ব্যথা_যন্ত্রণা ______
বাবাকে খুব বেশি দিন কাছে পাইনি আমি। যখন বাবা মানেটাই বুঝতাম না তখন বাবা ছিলো।আর এখন যখন বাবাকে বুঝতে চেষ্টা করছিলাম ঠিক তখনই বাবা আমাকে ছেড়ে চলে যায়,দূর থেকে অনেক দূরে,অজানা পৃথিবীতে,কখনও বাবাকে বাবা,,বলে ডেকে নিজের তৃপ্তি মিটাতে পারিনি। বাবা আমি তোমার কতো আদরের ছেলে ছিলাম,কেউ কখনো আমাকে কষ্ট দিলে তোমার চোখের কোনায় পানি জমে থাকতো,কেউ আমাকে রাগালে তুমি তখন তাকে কতো বকা যকা করতে।আর এখন সবার আচারনে কতো কষ্টই পাই এখন কেউ আর আমাকে জিজ্ঞাসা করে না,,আমি কেমন আছি, আমি ভালো নেই বাবা। কিন্তু আমার যে বাবাকে এই সময়টাতে খুবই দরকার ছিল তোমার গামছার ছায়াটা আমার মাথার উপর খুবই দরকার ছিলো। হাজারো কোটি বার চেষ্টা করেও বাবা তোমাকে আমি আর কোনদিন বাবা,, বলে জড়িয়ে ধরতে পারবোনা।__
খুব বেশি মনে পরে বাবা তোমাকে _______
বাবা তোমাকে আজ খুব বেশি মনে পরে। বাবা যখন তোমাকে অনেক বেশী দরকার তখনই তুমি আর নেই। কেনো চলে গেলে বাবা?? যানো বাবা আমি আজ বড্ড একা। নিজেকে অনেক অসহায় মনে হয়। আচ্ছা আল্লাহ কেনো এমন করে নিয়ে যায়?? বাবা ছাড়া যে সন্তান অনেক অসহায়। তাতো আমার মতো বাবা হারা তারাই বুঝবে। কতো দিন তোমায় ডাকিনা। যানো বাবা অনেক ইচ্ছে করে সবার মতো করে আমিও বাবা বলে ডাকি । কতটা বছর বাবা,, বলে ডাকিনা তোমায়। যানো বাবা, তুমি চলে যাবার সাথে সাথে কতো কিছু ত্যাগ করেছি ।
মনের গহীনে লুকানো ব্যথাগুলো _______
আচ্ছা বাবা বড়ো হলে কি মায়ের আদর পেতে ইচ্ছে করে না??করে তো কিন্তু সেটা কেউ বুঝেই না। আমি যখন তোমার জন্য কাঁদি তখন সবাই বলে কেনো কাঁদছ তোমার বাবা নেই বলে তো জীবন থেমে যায়নি। যাদের দুনিয়ায় বাবা মা কেউ নেই তারা কি বড়ো হয় না। তাদের কি ইচ্ছে পূরণ হয় না। কিন্তু সবাই তো যানে না শুধু ইচ্ছে পূরণ করার জন্য ই বাবার প্রয়োজন থাকে তা কিন্তু না।যানো বাবা যখন স্কুলে সবার সামনে স্যার জিজ্ঞেস করতো তোমার বাবা নেই, তখন মনে হতো আকাশটা যেনো আমার মাথায় এসে পরলো। যানো বাবা তখন সবাই কেমন যেনো করুন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো । তখন আমি না নিচের দিকে তাকিয়ে থাকতাম, আর ভাবতাম আল্লাহ কেনো আমার বাবাকে নিয়ে গেলে??আর স্যার বা কেনো সবার সামনে এমন প্রশ্ন করলেন?? চোখের এককোণে এমনিতেই পানি চলে আসতো। তারপর যখন গাঁড় ফিরিয়ে এদিক ওদিক তাকাতাম তখন দেখতাম সবাই যেনো আমাকেই দেখছে। তখন মনে মনে বলতাম মা। বাবা থাকলে শুধু ইচ্ছে পূরণই হয় না।দেয় সমাজে মাথা উঁচু করে বাঁচতে আত্ম পরিচয়ের অক্সিজেন। বাবা ছাড়া পৃথিবীতে কোন সন্তানের সত্যিকারে মন গঠন করতে পারে না,,কোথাও যেন বিশাল আকারের একটি অভাব থেকে যায়_
এতিমদের আমাদের সমাজের অবস্থান _____
যানোতো বাবা আমি না কারো সাথে আপন মনে পরিচিত হতে যাই না। ভয় করে পরিচিত হতে। কারন সবাই প্রশ্ন করে তোমার পরিবারে কে কে আছে?? এই একটা প্রশ্ন আমার জীবনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার যে গুরুত্বপূর্ণ সদস্য টাই নেই। মনে হয় বাবা নেই মানে আমি অনেক অসহায়। বাবা নেই বল্লে। মনে হয় সবার কাছে ছোট হয়ে গেলাম, কোনো কাজে গেলে আমি সামনে হাঁটি না পিছু হাঁটি মনে হয় আমার বাবা নেই তাহলে ওই কাজটা করার অধিকার ও আমার নেই।এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে বাবার। মত বাঁচতে হবে আমার বাবা সবসময় নীতিবান ছিলেন তিনি সবসময় সত্যের পক্ষে নেয়ের পক্ষে লড়ছেন এতে যাই হোক হোক না কেন বাবা সব সময় সত্য বলতে ভালোবাসতেন তাই আমাদের বুকে সে সত্য কথাগুলো ধারণ করেছেন বাবা সবসময় বলতেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না তারও এক ধরনের অন্যায় করছেন বাবা বলতেন কিছু সময় আছে কিছু কিছু কথা জবাব না দেওয়ার জন্য জমিয়ে রাখার জন্য সময় আসবে তখন জবাব দেওয়া,, যাবে তবে সত্যের পথে লড়াই অনেকটাই কষ্টকর হবে তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না সিংহের মত সারাটা জীবন না বেচে থেকে বাঘের মত একদিন বেঁচে থাকো কোথায় আছে বর্তমান সমাজে মানুষকে কুকুরের বাচ্চা বললে রেগে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় কি অদ্ভুত একবার ভেবে দেখো দুটোই পশুর বাচ্চা তাই সব সময় সত্যের পথে থেকো এত কিছু কিছু সময় মনে আনন্দ আসবে। বাবার ভূমিকা অনেক বেশি বাবা বিহীন একজন সন্তানের জীবন যে কতোটা যন্ত্রণার হয় । তা হয়তো যাদের বাবা বেঁচে আছে তারা কখনোই বুঝতে পারবে না। প্রতিটি মুহূর্তে মনে হয় সত্যি আমি বড়ই একা। একটু ভালোবাসা দেওয়ার, সান্ত্বনা দিয়ে সামনে চলার প্রেরণা জোগানোর মানুষটি আজ বেঁচে নেই বাবা ছাড়া বাঁচতে পারব এ কখনো ও কল্পনাও করিনি। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। কেটে যাচ্ছে একেকটি মাস, বছর।দেখতে দেখতে তিন বছর চলে গেল,আমরা পুরাই সময় বাবা ডাকটি ভুলে যাচ্ছি _বাবার অনেক স্মৃতি, অনেক কথা,যা ভুলতে পারিনা, ভোলা যায় না। বাবা বিহীন প্রত্যেক দিন একেকটি ঝামেলা, একেকটি একাকিত্ব। ছায়াহীন পথ,আর লক্ষ্যহীন সকল যুক্তি। বাবা কে খুব মিস করছি। বাবার জন্য অনেক কষ্ট হয়। বাবা না থাকাটা যতটুকু কষ্টের, তার থেকেও বেশি ঝামেলার।বাবা , তুমি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলে। তুমি বেঁচে থাকতে তোমার গুরুত্ব আমারা বুঝিনি।আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার অনুপস্থিত। তোমার চলে যাওয়া আমাদের জীবনে বিশেষ করে আমার জীবনে অপূরণীয় ক্ষতি।____
যখন বাবার ভালোবাসা খুবই প্রয়োজন ______
বাবা, হয়তো জানো ,আজকাল আমি ভীষন হিংসুটে হয়ে গেছি। অন্যদের বাবা কে দেখলে হিংসা লাগে আমার। ভীষণ বাবা বলে ডাকতে ইচ্ছে করে আমার। দুই হাতে মুখ গুঁজে নয়, চিৎকার দিয়ে বাবা,বাবা বলে ডাকতে ইচ্ছে করে। আমার সামনে যখন কোন বন্ধুকে তার বাবার গল্প করতে শুনি তখন বুকের এককোণে কেমন যেনো ব্যথা অনুভব হয়। ব্যাথা কেমন সেটা বুঝতে চাই কিন্তু পারি না। পরিবারের সবার বড় হওয়ার কারণে কখনো কেউ আমার গায়ে একটা টোকা ও দিতে পারতো না। বাবা ক্ষেপে গিয়ে বকা দিতেন তাদের।আর আজ এতোগুলো বছর বাবা বিহীন কেটে গেলো। কিন্তু আমার যে এসময়টাতে বাবকে খুব প্রয়োজন ছিল_আমার আর এই যান্ত্রিক জীবন ভালো লাগে না। তোমার ছায়ায় যতটা দিন ছিলাম ভালোই তো ছিলাম। ছোট্ট পুঁচকে একটি ছায়ার মতো জীবনটা এগোচ্ছিল।তাহলে আজ কেন আমার জীবন এতো এলোমেলো? কেনো পাইনি একটি গুছানো জীবন,অগোছালো জীবনে পারি দিলাম। আজকাল বড্ড ক্লান্ত হয়ে গেছি বাবা। জানি না জীবনের খাতায় আর কিছু হারাবার আছে কিনা। তবে তোমাকে হারাবার পরে মনে হয়েছিল দুনিয়াটা বড়ই নিষ্ঠুর একটা জায়গা। আমি আর লিখতে পারছিনা বাবা বুক ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করে।তুমি যেখানেই থাকো ভালো থেকো বাবা,সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেনো বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।___রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সগীরা।
বাবা মানে মাথার ওপর বটগাছ।
বাবা মানে বটগাছের ছায়া।
বাবা মানে শীতের খাতা।
বাবা মানে বৃষ্টিভেজা ছাতা।
যার বাবা আছে পৃথিবীতে তারা হয়তো শব্দের অর্থ গুলো বুঝবে না যাদের বাবা পৃথিবীতে নেই ওপারে চলে গেছে তারাই বুঝে বাবা হারানোর বেদনা আই মিস ইউ বাবা আমি তোমাকে অনেক অনেক ভালবাসি বাবা।
___🌿🌿🌲🌲🌲☘☘__
এবার তুলে ধরবো জনম দুঃখী মায়ের কথা।
যখন মায়ের গর্ভে আসি প্রথম চার ও পাঁচ মাস আস্তে আস্তে বড় হতে থাকি। তখন মা কোন খাবার খেতে পারত না। রাত দিন সব সময় কষ্ট পেত। যতো টুকু খেতে পারেন তাও বুমি করে বাহির করে দিত। অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনদিন উহ শব্দটি করেনি আমাদের সামনে পরের চার মাস যখন বড় হতে থাকি তখন মায়ের পেটে আস্তে আস্তে লড়াচড়া করতে থাকি। কোনে কোনে সময় মায়ের পেটে লাথি মারার কারনে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়তো। ব্যাথা সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে এপিঠ-ওপিঠ করতো।
দশ মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়।তখন শুরু হয় মায়ের অনেক কষ্ট ও ব্যাথা একটা মানুষের নির্ধারিত আছে। কতটুকু ব্যাথা সহ্য করতে পারবে??_____
তাই আপনাদের কাছে আকুল মিনতি,, বাবা ও মা কাউকে কষ্ট দিবেন না
___🌿🌿🌲🌲🌲☘☘__
মাঝে মাঝে ভাবতাম কি ভাবে উদ্যোক্তা হওয়া যায়।
হঠাৎ,,ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া অনলাইনে থাকতে-থাকতে হঠাৎ আমার সামনে চলে আসলো আলাদিনের আশ্চর্য প্রদীপ যার নাম নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন সেখানে রয়েছে আমাদের প্রিয় স্যার, ইকবাল বাহার জাহিদ স্যার,ঐখান থেকে প্রাথমিক কিছু জানতে পারলাম। তারপর প্রতিনিয়ত প্রিয় স্যারের সেশন গুলো পড়তে শুরু করি এক তম দিন থেকে শুরু করে টানা ৯০ দিন আমি পিয় স্যারের সেশন গুলো পড়ি। তারপর আমি ফলো করতে শুরু করি এই প্লাটফর্মে কিভাবে যোগ দেওয়া যায় হঠাৎ দেখতে পেলাম আমার এক বন্ধু এই প্লাটফর্মে কাজ করে তারপর তার সাথে কথা বলে পরামর্শ করে এই প্লাটফর্মে যুক্ত হয়ে গেলাম এই প্লাটফর্ম থেকে অনেক কিছু আমি পেয়েছি পেয়েছি বিজনেস করার আইডিয়া পেয়েছে উদ্যোক্তা হতে তবে
এটা সত্যি এই প্লাটফর্মে।
না আসলে আমি এতো কিছু অর্জন করতে পারতাম না।
উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন,, তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমার দ্বারা। ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাইবো কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে—এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান। আসলে উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই,, তবে মনকে সে ভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৫
Date:- ১/০৮/২০২১
___নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশান।
____🌿🌿🌲🌲🌲☘☘__
___নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশান
___আমি মোঃ কোরবান
___কমিউনিটি ভলান্টিয়ার।
___টপ টেন ক্লাব মেম্বার।
___ব্যাচ নং ১৩
___রেজিঃনং ৫৬৭০২
___উপজেলা কেরানীগঞ্জ
___জেলা - ঢাকা
___বিভাগঃ ঢাকা
___ব্লাড গ্রুপ বি --+
___বর্তমানে আমি কেরানীগঞ্জ
উপজেলা আছি
উদ্যেক্তা হব ভাবছি।