সফলতার গল্পে নিজের গল্পে নিজের সেল পোস্ট
"""''''' আসসালামু আলাইকুম ""'''''
🍇সফলতার গল্পে নিজের গল্পে নিজের
সেল পোস্ট 🍇 আজ হাটবার( ৫২) তমো হাট
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✅জন্ম আমার হরিপুরে গড়াই নদীর ওপাড়ে।
✳️দাদার বাড়ি পদ্মা নদীর ওপারে।
✴️শশুর বাড়ি চোড়াই কোলের আলাউদ্দিন নগরে।
⚛️জীবনের ২০ বৎসর কেটেছে নানা শশুর বাড়ি খোকশা সোমশ পুরে।
একজন উদ্দ্যোক্তার স্বপ্নের কথা। লেখার সুজোগ আলহামদুলিল্লাহ।
➖➖➖➖➖➖➖➖➖
🇧🇩 কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি, ৫০ বৎসর পরেও কি আমরা স্বাধীনতা টাকে
খুঁজছি???
🍇আমি সাবিনা সারমিন।
নিজের নামে নিজের পরিচয় এটায় আমার স্বপ্ন।
তাই নিজের নামে গড়েছি, একটি প্রতিষ্ঠান।
নাম --সাবিনা বুটিক হাউজ,
সাবিনা ফুড কর্নার।
সাবিনা লুঙ্গি তোয়ালে এর এখন আমি (স্বাত্তাধিকারী)
বাবা-- মরহুম মোঃ রুস্তম আলী।
মা-- মোছাঃ -- মরহুমা হাজী কহিনুর বেগম।
১১ ভাই বোন দের মধ্যে আমি ৬ নাম্বার সন্তান আমি।
ব্যবস্হা পরিবারের মেয়ে কিছু করবো, সব সময় ইচ্ছে ছিল কিন্তু কি করবো সব সময় মনের মধ্যে উঁকি ঝুঁকি মারতো,
🍇একজন উদ্দ্যোক্তা উদ্যোগ নিয়ে যদি স্বপ্ন দেখে কখনো ছোট করে দেখে না বিশাল পৃথিবীতে বিশালতা অর্জনের দিকেই ধাবিত হয় তাঁর প্রতিটি পদক্ষেপ প্রত্যেক উদ্দ্যোক্তা চায় তার পণ্য অথবা সেবা যেনো একটি ব্রান্ড হিসাবে প্রতিষ্টিতো হয়।
তাই আমার প্রতিষ্ঠান এর কাজ এতো দিন আমি নিজের হাতে করেছি,
১/ দর্জির কাজ।
২/ হাতের কাজের training
যেমন ব্লক, বাটিক, মোম বাটিক, চুন্দ্রি, পুষিয়ান,।
যুগ উপযুগি, চুমকি পুথির, কাজ,
৩/ নোঁকশি কাঁথা সুই সুতার কাজ।
মানুষের কাছে কাজ শিখতে কালনা গিরি করেছি।
বিভিন্ন আইটেমের ট্রেনিং নিয়ে কাজ শিখে, তাঁর পর।
৫০০০ হাজার টাকা লেন নিয়ে উদ্দ্যোগ নিয়ে, উদ্দ্যোক্তা জীবনের যুদ্ধ শুরু করে ছিলাম আর এই।
আমি আজকের এই সাবিনা বুটিক হাউজের (স্বত্বাধিকারী)
🍇বাবার সাথে যখন কাজ করতাম তখন খুব ছোট
যুদ্ধের পরের কথা । , আমার বড় বড় বোন দের বিয়ে হয়ে যায়, আমি আর আমার ছোট ভাই হেল্প করতাম, বাবাকে।
🌿মেয়েরা লেখা পড়া করে চাকরি করবে ব্যবস্হা করবে এটা আমার বাবার পছন্দ ছিলো না তবে যখন বাড়ি থাকতো না তাঁর ব্যবস্হার টাকা পয়সা গুনে রাখতাম খুব খুশি হতো❗
🍇, বিয়ের পরে স্বামি সন্তান সংসার এটাই মুখ্য
কাজ মেয়েদের, বলে মনে করতেন আগের যুগের বাবা মারা তবে সাবোলম্বি হওয়াটা আমার মা খুব জরুরী বলে মনে করতেন
🤔 মনে মনে ভাবতাম
আর মন কে, সান্তনা দিতাম, হয়তো বিয়ের পর, লেখা পড়ার পাশাপাশি একটি গল্প তৈরি করবো।
এটা করতে পারবো, কিন্তু না সেটা ও হলো না, গ্রামে
শশুর বাড়ি তে ঘর গৃহস্তলির কাজ প্রধান, ডুবে গেলাম সংসারে, এমন কনো কাজ নাই, যেটা না বলতাম, না পারলে শিখে নিয়েছি,।
👉আর ইচ্ছে শক্তি টা চাপা দিয়ে রেখে, একদিন শাশুড়ির কাছে বলেই ফেললাম আমি কিছু করতে চাই।
স্বামি শাশুড়ির অনুমতি নিয়ে কিছু হাঁস কিনলাম।
এবং অনেক খুশি মনে শুরু করলাম, কৃষি কাজের উপর
ছাগল, গরু, হাঁস, আর মুরগির ফার্ম, তখন ৩/৪ টাকা হালি ডিম।
🍇 আসলে যারা উদ্দ্যোক্তা হতে চায় তাদের ঘুম হয় না,
রাতে ঘুম ভেঙে যায়, হাত ঘামে, এটা সবার হয় কিনা
আমি জানিনা তবে আমার হতো, এখনো হয় জেগে বসে প্লান করি সকাল থেকে, কোনটা শুরু করবো।
👉এখন আমি পরিচয় দিতে পারি আমি একজন
Entrepreneurs. আমার বাবা মা তাদের সন্তান হিসাবে পরিচয় দিতে পারি বা সেই সৌভাগ্য অর্জন করেছি এটা আমার পরম পাওয়া।
🕋শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
✅ মা বাবা বলতেন একজন সৎ, আদর্শ পর উপকারি, দ্বায়িত্ববান সন্পন্ন সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকতে পারাটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
🍇আমার জীবনের সবচেয়ে বড় গাইড লাইন আমার।
পরিবার।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
💞একটা নারীর জীবনে ও অনেক অনেক গাইড লাগে।
বিয়ের আগে অবশ্যই, বাবা মা। """""""""""""""""""
👉কিন্তু সংসার জীবনে আমার গাইড লাইন।
👉তিন জন,
১/ আমার স্বামি - মোঃ নূরুল ইসলাম( দুলাল)
বীর মুক্তিযোদ্ধা সোমশ পুর খোকশা।
অবসর সোনালী ব্যাংক কর্মকর্তা কুষ্টিয়া,
👉 যার অনুপ্রেরণাই আমি আজ সফল উদ্দ্যোক্তা,
সফল মানুষ।
আমার আসা, ইচ্ছে চাওয়া পাওয়া সন্মান, সব কিছুর দাবি দার, তিনি, একটি মেয়ে, পরি পূর্ণ ভাবে সফল হতে
চাইলে তার পাসের মানুষের সাহায্য, সহোযোগিতা একান্ত কাম্য।
💛 আর আছে আমার দুই সন্তান।
যাদের কথা না বললে ভুল হবে।
মোছাঃ- নুরজাহান। সম্নান জনক হিসাবে বাঁচতে তাকে আমি তৈরি করেছি উদ্দ্যোক্তা তাঁর পেজের নাম,
#আনকোরা অনলাইন সেলার।
আমার জীবনে তাঁর অবদান অপরিশিম।
মোছাঃ- জান্নাতুল মাওয়া ছোট মেয়ে, আমার প্রতিষ্ঠান এর আর এক অনুপ্রেরণা।
🤔আর একজন এর কথা বলবো আন্য একদিন অন্য এক,গল্পে, আমার শিক্ষা উন্নয়ন মূলক কাজের শিক্ষক।
মরহুম মোঃ - আততাফ উদ্দিন আহমেদ, দুলাভায়ের কথা ➖➖তার বাড়ি ভেরামারা। সাত বাড়িয়া।
🌿🌿তাই আমি বলবো নারী নয় মানুষ হিসাবে বাঁচতে।
পড়া লেখার পাশাপাশি, কিছু করাটা যেমন জরুরী তেমন, আপন জন প্রিয় জন সবার, সহযোগিতা ও
প্রয়োজন।
তারপর ও আমাদের কবিগুরু রবীন্দনাথ ঠাকুরের গানে
গানে, সেই কথা বিরাজ ও মান।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
💦💦কনে উদ্দ্যোগ নিতে অনেক বার হেরে যেতে পারেন। নিজের সমস্ত শক্তি, শ্রম, ও মেধা দিয়ে লেগে
থাকবেন। আপনার কাজ কে অনেকেই অভিনন্দন জানিয়ে যাবে না সমালোচনা করবে কটু কথা শুনাবে
রেগে যাবেন না, আপনার শক্তি শালি জবাবটা জমিয়ে
রাখুন ভবিষ্যৎতের জন্য। মোক্ষম জবাব সে পাবে।
আপনার বিনয় আর কাজের যোগ্যতার মাঝে।
🌹🌹তাই বলবো পরিবোনা বলে কিছু নাই শুধু মনের
মধ্যে সৎ সাহস , আত্নবিশ্বাশ, ও কোমল মন থাকলে
প্রতিদিনই আমরা একটা করে ভালো কাজ করতেই পারি।
❇️❇️ যেমন রক্ত দান, পঙ্গু দের পাসে দারানো,
বৃদ্ধ মানুষের পাসে থাকা, এমন অনেক মনবতার কাজের মধ্যে দিয়ে জীবন যাপন করা।
অনেক অনেক আনান্দের ও পরোকালের।
🇧🇩আমি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের
কুষ্টিয়া খোকশা উপজেলা এম্বাসেডর
রেজিষ্ট্রেশন টিম মেম্বার।
৬৪ জেলার রক্তের ফেরিওয়ালা
সিডি এল টাস্ট ও নারী ফোরমের আজীবন সদস্য।
আর অনেক পাবলিক গ্রুপের আয়োজনের কাজ
করছি।
নিজের ধর্ম ও ঘর সংশার, সামাজিক ও মনবিক কাজ
আমার ছোট বেলার কবিতার মতো প্রিয়।
পাশাপাশি, আমার প্রতিষ্ঠান সাবিনা বুটিক হাউজের পক্ষ থেকে ব্লক বাটিকের নকশা ও বিভিন্ন আইটেমের ট্রেনিং দিয়ে থাকি।
প্রিয় স্যার কে ধন্যবাদ জানায় আমাকে এই সুজোগ করে দেওয়ার জন্য। অনেক শুভকামনা।
একটা ধারনা আমি দেবো সেটা হলো আজকের এই
৫০ বৎসর এর স্বাধীনতা এমনি এমনি আসেনি।
শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের।
আর অনেক মা বোন দের ইজ্জত ও ভাই দের আত্ব ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ।
তাদের জানায় হাজার সালাম।
যারা বেঁচে আছেন ভালো আছেন, পিছে ফিরে আর
তাকাতে হবে না শুধু ইচ্ছে শক্তি নিয়ে সততার সাথে
এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।
🏆বাংলাদেশের এই পেখ্ষা পটে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করা তবে উদ্দ্যোগ নিতে হবে
উদ্দ্যোক্তা তৈরি করতে হবে, নতুন নতুন সৃষ্টি করতে হবে
চাকরির বাজার মন্দা, আমাদের দেশে গার্মেন্টস রপ্তানিতে যেমন ভূমিকা রেখেছেন। তেমন, আমাদের দেশ অনেক বড় প্লাটফর্ম, অন্য দেশ গুলে দখল করছে।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে
কাজে বড় হবে।
🏛️নোকিয়া ফোন বাংলাদেশের সকল মানুষের হাতে হাতে, কিন্ত, লন্ডন আজ আমাদের দেশ ইনকামের জন্য
বড় প্লাটফর্ম হিসাবে, ব্যবহার করছে।
🍎 পরিশেষে বলি, উদ্দ্যোক্তা হতে ভালো ভালো উদ্দ্যোক্তাদের গল্প শুনুন আর পছন্দসই উদ্দ্যোক্তা বেঁছে নিন অনুসরন করুন তাদের জীবনের গল্পে 🌹
🤔🤔🤔🤔🤔🤔
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৭
Date:- ০৩/০৮/২০২১
ধন্যবাদন্তে ---
সাবিনা সারমিন
অষ্টম --ব্যাচ
রেজিষ্ট্রেশন নাম্বার --৬০২১
৬৪ জেলার রক্তের ফেরিওয়ালা।
কুষ্টিয়া খোকসা উপজেলা এম্বাসেডর।
রেজিষ্ট্রেশন টিম মেম্বার।
কুষ্টিয়া --- সদর
ফোন নাম্বার --০১৭১৮১৫৬৩৬০
আমার প্রতিষ্ঠান এর আজকের আয়োজনে
সাবিনা ফুড কর্নারোর পণ্য সামগ্রী।
খুচরা মূল্য -- ১২ থেকে ১০০০ পযন্ত।
আমার লিংকে ঘুরে আসবেন অবশ্যই --
https://www.facebook.com/SabinaBoutiqueHouse/
কোট পাড়া কুষ্টিয়া।
ফোন নাম্বার --০১৭১৮১৫৬৩৬০