তোমার বা আমাদের কারো রক্তের প্রোয়োজনে হলে আমি ১৫/২০ মিনিটি এর মধ্য ব্লাড ম্যানেজ করে দিতে পারবো।ইনশাআল্লাহ।
🌺বিসমিল্লাহির রাহমানির রাহিম🌺
🌿 🌸 Good Noon. Have a Nice day 🙂
🌸আসসালামু আলাইকুম,, 🌸
ছোট একটি গল্প বা মনের ভাব প্রকাশের মাঝে,,🥰🥰
🙎♀️আজ ৫৮ তম হাটবারে নিয়ে আসসলাম আপনাদের জন্য 🙂🙂👇👇
💐💐 গল্পে গল্পে সেইল পোস্ট💐💐
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,
🙎♀️আশা করি প্রিয় ভাই ও আপুরা আমার গল্প টি 🥰🥰মনোযোগ ও ধৈর্য সহকারে পড়বেন।
🙎♀️নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। যুগ - জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।!
😥সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে। নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে।।🙂
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশার পূর্ণ হবে তাহার কৃপা ভরে।।🙂🙂
🌸মনের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা, সুখ দুখ ও কষ্টগুলো প্রকাশ করার একমাত্র একটি মাধ্যম হলো,,,।🥰🥰
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশেন!!😍😍😍
🥰💁♀️যেখানে মনের কথা প্রকাশ করলে,,সাহস পাওয়া যায়, সম্মান পাওয়া যায়,, ভালবাসা পাওয়া যায়।
আরো পাওয়া যায় আন্তরিকতা ও সহযোগীতা। 😍
তাই আজ আমি আপনাদের মাঝে আমার সাথে ঘটে যাওয়া মনের মাঝে লুকিয়ে থাকা কষ্ট ও অভিজ্ঞতা শেয়ার করবো।🥰
🥰
নিজের বলার মতোএকটি গল্প ফাউন্ডেশেনের 🥰
গল্পের প্রধান চরিত্রে ঃ আমার প্রতিবেশির চাচাত বোন
ও আমার আজকের হাটবারে কাস্টমার।
আজ সকালে আমাদের বাড়িতে প্রতি বেশি আমার চাচাত বোন আমার বড় আপু সিমা আপু আসে। আপু নিজের বাড়িতে বেড়াতে আসে।
👱♀️আপু ঃ আমাদের বাড়িতে প্রবেশ করেই মা কে বলছে কাকিমা ও কাকিমা মোমিতা কোথায়,,??🥰🥰
👱♀️মা বলছেন ঃ মৌমিতা কোথায় আর থাকবে সে তো ঘরেই আছে। 🙂
👱♀️সিমা আপু ঃ কাকিমা একটা কথা বলি, কিছু মনে করোনা। মৌমিতা নাকি সারাদিন ফোন নিয়ে বসে থাকে। ঘর থেকে বেশি বেড় হয় না। মাঝে মাঝে সদরে যায়। জামাপা কাপড় , বই ও নান কিছু বিক্রি করে। এতটুকু লেখা পড়ে করে চাকরি বাকরি না করে মেয়েটা এসবো করেছে।😄😄😄
👱♀️মাঃ সিমা তুমি যাও গিয়ে মৌমিতে কে এসোব বলো , আমি জানিনা মা, তোমার যা বলার ও কে জিজ্ঞেস করো।
🙎♀️ সে কি আবোলতাবোল বলে,, চাকরি করবো না চাকরি দিবো। জানো না সিমা তুমি, ঈদের আগের দিন মৌমিতা কুরিয়ার গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলো।
দিন রাত ফোনে থাকে ঘুমায় না ঠিক মতো, খাওয়া দাওয়া করে না। অসুস্থ্য হয়ে পড়েছে, এখনো শরীর ঠিক নেই। কিসের নাকি টপ টেন করে। 🙄🙄🙄
👱♀️সিমা আপু ঃ হে কাকিমা আম্মু ও এই কথা বলছে মৌমিতা নাকি সারাদিন ফোন সাথে রাখে, কি বেচা কেনা করে ছেলেরা মেয়েরা মিলে মিটিং করে।
🙄মেয়েটার মাথা পুরাই গেছে করোনা ও লকডাউনে পড়ে। আমি যে আসছি একদিন ও আমাদের বাড়িতে যেতে বা বাহিরে যেতে দেখিনা। আম্মু বলে মৌমিতা নাকি করোনার জন্য সবাই কে বাহিরে যেতে ও কারো সাথে মেলা মেশা করতে নিষেধ করে।🙂🙂🙂
🙎♀️আমি শুনছিলাম পাশের রোম থেকে তাদের কথা
একটা সময় সিমা আপু আমার রুমে আসে,,,🥰
👱♀️সিমা আপু ঃ কিরে মৌমিতা আমি যে আসছি এত কথা বলছি তুমিতো ঘর থেকে বেড় হওনা । আমার কথা তুমি শুননি? আমাকে তুমি জিজ্ঞেস করোনি কেমন আছি।🙂
🙎♀️আমি ঃ আপু সরি ভুল বুঝনা আমায়। তুমি আম্মুর সাথে কথা বলছো আর আমি একটু ব্যাস্ত তাই। আমি কাজ টি শেষ করে তোমার কাছে যেতাম।🙂
👱♀️সিমা আপু ঃ আচ্ছা মৌমিতা তুমি ফোনে নাকি ব্যাবসা করো। কি করো, কেমনে করো, কি কি তুমি বিক্রি করো। আমাকে দেখাও আমি দেখবো। 🙂
🙎♀️আমি ঃ ধন্যবাদ আপু,, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমি সব কিছু বলছি আর সব দেখাবো।🙂
🙎♀️আমি ঃ তখন ইকবাল বাহার স্যারের সুস্থ্যতার সময়ের ছবি আর ভালো সময়ের ছবি দেওখাই আর স্যারের বিষয় সব গুণের বিষয় গুলো আপুকে বলি। 🙂
আমারদের সকলের প্রিয় মুখ, প্রিয় শিক্ষক। ইকাবাল বাহার জাহিদ স্যার সারা বাংলাদেশে ৬৪ জেলার বেকার তরুণ তরুণীদের জন্য একটি ব্যাবসায়িক প্লাটফর্ম তৈরি করেছেন। 🙂
⚛️এই প্লাটফর্মে বিদেশে যারা থাকেন তারা ও আছেন। বিদেশিরা বিদেশ থেকে বাংলাদেশের সাথে বিজনেস করছে।
⚛️আর শুধু বিজনেস না আপু এখানে ভালো মানুষি চর্চা করা হয়।
⚛️যেমন, ধরো এখানে আমরা সবাই পজেটিভ থাকি মানুবিক কাজ করি। এই প্লাটফর্ম এ আমরা অনেক অনেক ভালো পরিবারের উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা আছি।।
⚛️সবাই এক সাথে মিলেমিশে আছি , থাকছি , একে অপরকে সহযোগীতায় করি।
এবং যারা ছেলেরা আছে আমাদের ফাউন্ডেশন এর সাথে আছেন। তারা, আমাদের মেয়েদের সাথে কোনো খারাপ আচরণ বা ব্যাবহার করতে পারবেনা।
আমাদের এই প্লাটফর্ম রেজিটেশন করে সবাই কে
বিজনেজ প্রশিক্ষণ নিতে হয়। বর্তমানে ১৫ তম ব্যাচ চলে।
আমি সেই ১২ তম ব্যাচ থেকে ফাউন্ডেশনের সাথে জড়িত আছি।
🥰আমাদের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নাম 🥰
🥰নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন 💓
এখানে রেজিটেশন করতে হয়,,রেজিটেশন এর ৯০ দিন ক্লাস করতে হয়। 🥰
আর ৯০ দিনের প্রতিটি ব্যাচে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।🥰
যা শেখানো হয়,,,,, 🥰🥰🥰🥰👇👇👇
🌻১। উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা
🌻২। স্বপ্ন দেখানো এবং স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি ধাপে তা শিখানো হয়
🌻৩। কিভাবে বিজনেস শুরু করবেন? কি কি স্কিলস লাগবে?
🌻৪। কোম্পানি ফরমেশান কিভাবে করবেন? কি কি লিগ্যাল ডকুমেন্ট লাগবে?
🌻৫। বিজনেস আইডিয়া কিভাবে নিবেন?
🌻৬। খুব অল্প পুঁজিতে কি বিজনেস শুরু করা যায়?
🌻৭। আপনার মুল্ধন কিভাবে এবং কোথা থেকে জোগাড় করবেন?
🌻৮। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... কিভাবে লেগে থাকতে হয় কোন কাজে?
🌻৯। কিনবেন/উৎপাদন কিভাবে করবেন, বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় করবেন কোথায়? কাস্টমার কারা?
🌻১০। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং
🌻১১। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও কেয়ারিং
🌻১২। জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
🌻১৩। সবার আগে একজন ভালোমানুষ হওয়া
🌻১৪। ৯০ দিন ধরে বিজনেস শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, এবং ভালোমানুষি চর্চা
🌻১৫। বাংলাদেশে প্রথমবারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট”
🌻১৬। সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং
💁♀️এছাড়াও অনলাইনে যে ১২টি স্কিলস শেখানো হবে বিনামূল্যে ঃ🥰🥰🥰
🌻১। বিজনেস চালানোর দক্ষতা
🌻২। মার্কেটিং এবং নেটওয়ার্কিং – সেলস স্কিলস
🌻৩। লিডারশীপ স্কিলস
🌻৪। কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস
🌻৫। কমিউনিকেশান স্কিলস
🌻৬। ইমোশানাল ইন্টিলিজেন্স স্কিলস
🌻৭। বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং – আইসিটি দক্ষতা
🌻৮। ইংরেজিতে কথা বলা, বোঝা ও লিখার দক্ষতা
🌻৯। উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস
🌻১০। মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ
🌻১১। কৃষি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ
🌻১২। শুদ্ধ কোরআন শিক্ষার আসর
নিজের বলার মতো একটা গল্প থাকা দরকার! 🥰🥰🥰
👩🦰আমিঃ সিমা আপু কে আমাদের ফাউন্ডেশন শপথ নামা টি দেখায় আর সেই সাথে ছোট বেলার গল্পটি বলি
🙎♀️সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি।🌹
❇️🌹আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে।
🔅আমাদের ফাউন্ডেশন এর শপথনামা ,,,
🙎♀️🌻কখনো অসৎ কাজ বা ব্যবসার সাথে জড়িত হবো না।
🙎♀️🌻কাউকে কখনো খারাপ পণ্য বা সেবা দেবো না।
🙎♀️🌻দেশীয় পণ্য কে বিশ্ব দরবারে তুলে ধরবো।
🙎♀️🌻 কথা দিয়ে যেকোনো মূল্যে কথা রাখবো।
🙎♀️🌻 জীবনের যেকোনো অবস্থাতে পজিটিভ থাকবো।
🙎♀️🌻 একজন ভালো মানুষ হিসেবে আজীবন বুক ফুলিয়ে বাঁচবো।
🙎♀️🌻পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করবো।
🙎♀️🌻জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করবো এবং মা-বাবার যত্ন ও সেবা করবো।
🙎♀️🌻একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকবো এবং নিজের বলার মত একটা গল্প তৈরী করবো।
,❇️🙎♀️আপু কে আমি তখন বলি যে এই ফাউন্ডেশন এসে আমি সবাই কে সেবা দিতে পারছি,,।
যেমন,,,
❇️তোমার বা আমাদের কারো রক্তের প্রোয়োজনে হলে আমি ১৫/২০ মিনিটি এর মধ্য ব্লাড ম্যানেজ করে দিতে পারবো।ইনশাআল্লাহ।
🙎♀️সিমা আপু ঃ ওরে মৌমিতা রে তাহলে তো তুমি খুব ই ভালো কাজ করছো,। গত তিন মাস আগে আমার দেবরের বউ এর সিজারের সময় A B নেগেটিভ রক্ত না পেয়ে বাচ্চা রেখে দেবর এর বউ মারা গেছেন।😭😭
🙎♀️আপু ঃ মৌমিতা তোমার ফোন নাম্বার দাও। এখন থেকে কারো ব্লাড দরকার হলে তোমাকে ফোন করবো।
🙎♀️আমি ঃ অবশ্যই আপু। কারো ব্লাড এর দরকার হলে আমাকে বিস্তারিত লিখে পাঠাইবা।
আমি ঃ আচ্ছা আপু যখন কারো এমন বিপদ হবে আমাকে ফোন করবা।🙂ব্লাড লাগবে আমাকে বিস্তারিত জানিয়ে ফোন করবা।
আমি ঃ এবার আমি আপু কে বলি,, যে এই করোনা কোভিট এ মার্কেটে গিয়ে কেনা কাটা ও বিজনেজ করা, অসুবিধে। তাই আমারা এখানে সবাই মিলে ক্রয় বিক্রয় করি।🥰
আমরা ই ক্রেতা আমরাই বিক্রতা।🥰
এই বলে আপু কে আমার পন্য গুলো দেখাই,
আর আজ হাটবারে সকল ভাই ও আপুদের সেল পোস্ট পন্য দেখাই।🙂
আমি, আপু কে বলি আজ আমাদের ৫৮ তম হাটবার 🥰🥰
আজ আমরা সবাই এক সাথে নিজেদের পন্য নিয়ে হাটে পোস্ট করি আর কিনতে চাইলে ও পোস্ট করি।🙂
সিমা আপু ঃ আপু আমার কথা শুনে এবার হাসে আর বলে এই জন্যই বুঝি তুমি এভাবে ফোন নিয়ে
বসে থাকো। আসলেই তো অনেক ভাল আর মজার বিষয়। 😀😀
👱♀️আপু ঃ আমার পন্যগুলো দেখে আর ওখান থেকে,
দাম জিজ্ঞেস করে আর অডার কানফর্ম করে।🙂
👱♀️আপু,, ঃ আজ কের হাটবার থেকে, নিন্মের পন্যগুলো ক্রয় করে।🙂🙂
⚛️১। দুটি আমের চারা।রেড পালমার ও কাটিমার থাই বারো মাসি।
⚛️২! ম্যাসেজ বই
⚛️৩! ২ টি পোলো টি-শার্ট।
⚛️৪! ১ পিস খিমার সেট।
আলহামদুলিল্লাহ আজ হাট বারে নিজের চাচাত বোন আমার কাস্টোমার। 🙂🙂
,👱♀️ সিমা আপু এবার অভাক 🤔
👱♀️আপু ঃ আচ্ছা মৌমিতা, তুমি তো বই, টি-শার্ট, খিমার দিতে পারবা, কিন্ত আম গাছ কোথায় থেকে দিবা?? 🙂 আম গাছ কি তোমাদের বাড়িতে আছে??
🙎♀️আমি ঃ তখন আপু কে বলেছি তুমি কখন বাড়ি যাইবা বলো তুমি যখন বাড়ি যাইবা তখন আমাকে ফোন করবা ২/৩ দিনের মধ্য পেয়ে যাইবা।
শুধু তোমার ফোন নাম্বার কুরিয়ার ঠিকানা দিবা।
আর এখন ১৫০ টাকা কুরিয়ার খরচ দিয়ে যাও।😁🥰🥰
👱♀️আপু ঃ আচ্ছা,, ঠিক আছে। মৌমিতা। আর আপু তখন বলে,, জানিস মৌমিতা, আমাকে ক্ষমা করে দিস আমি আরো কত ভুলে বুঝেছি তোমাকে।🙂🙂
👱♀️আজ বাড়ি গিয়ে মা বাবা কে তোমার সব বিষয় বলবো। যে তুমি কত ভালো কাজের সাথে জড়িত আছো। 🙂🙂
👱♀️আমার মা বাবা বরাবর ই এমন, তোকে না বুঝে,, না জেনে কত কথাই না বলে,,মেয়েটা ফোন যে কিসের মিটিং করে ছেলেদের সাথে।😀😀
🙎♀️ আমিঃ আসলে প্রিয় ভাই ও আপুরা আপনাদের একটি কথা বলি,, আমার চাচা একদিন এসে দেখে আমি ফোনে মিটিং করছিলাম।সেশন চর্চা মিটাপ ছিলো। সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট এ।😀😀
আমার এ বিষয় টি আমার চাচা ভালো চোখে ও মনে নিতে পারেনি। পজেটিভ চিন্তা নেই।😥😥
🙎♀️আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে,। অকারণে বা ছোট ছোট বিষয়ে সমালোচনা করে, এটি তাদের একটি রোগ।।😥😥
🙎♀️এই শ্রেণীর লোক নিজেরা কিছু করেনা, করতে চাইনা, রাস্তার মোড়ে, বাজারে, চায়ের স্টলে বসে অন্যের সমালোচনায় মেতে উঠে, অন্যের গীবত করতে পছন্দ করে বেশি।!😥😥
💁♀️ অন্যের সুখ তাদের সহ্য হয় না। কোন কারণে সে নিজে খুশি বা সুখী না, তাই আর কাউকে খুশি বা সুখী দেখতে তার ভালো লাগে না। ইসপিস করে কখন খোঁচাটা মারবে!!😥
💁♀️অন্যের সুখ ও ভালো দেখলে তারা জ্বলে উঠে, নিজেকে বদলাতে নয়, নিজের সময় নষ্ট করে, অন্যের সমালোচনা ও গীবত করে নিজের ক্ষতি করে।
এটা তারা বুজতে পারে না, বুঝতে চাইও না।।😶
💁♀️সমাজে এ শ্রেণীর লোকের জন্য, কোন কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্তয় ভোগে। মনের দৃঢ ইচ্ছা পূরণ করায় বাঁধা তৈরি করে।।🥰
🙎♀️আজকের নিজ কর্ম করতে সমাজের কিছু লোকের সমালোচনায় , মনে পড়ে যায় কবির কবিতা ,, 🥰
👩🦰করিতে পারিনা কাজ, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।
🤔কে, কি মনে করবে, কে, কি সমালোচনা করবে। এই ভেবে আমরা বসে থাকি এর ফলে কাজ আর হয় না।
আজ আমি, নতুন পুরাতন প্রিয় সকল ভাই ও আপুদের উদ্দেশ্য বলবো🥰
,যারা নিজে ভালো ও সুখে থাকতে চান। পরিবারে ও সমাজে অবধান রাখতে চান, তাদের দ্বিধা করলে চলবে না। 🙂
দৃঢ মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনা উপেক্ষা করতে হবে। 🙂
নিজের ও মানুষের কল্যাণে মহৎকর্ম করতে হলে ভয় - ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।🙂
কোরান ও হাদিসে বলা হয়ে,অন্যের সমালোচনা ও গীবত করা মৃত ভায়ের গোস্ত খাওয়া। 😥
সুতরাং, আমারা অন্যের সমালোচনা ও গীবত না করে।
নিজের ভালো কাজ করবো, সমাজের উপকার করবো।।🙂🙂
😍 আমি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশেনের থেকে জীবন পথে পরিচালিত হওয়ার জন্য অনুপ্রেরণা লাভ করলাম। কে, কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবনতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, করবো।। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। 😍😍
সময় নিন, সময় দিন,
সময় বদলাবে,
সময়ই সব ঠিক করে দিবে......
__________________বানীতে-ইকবাল বাহার জাহিদ!!
স্যারের বানীর সাথে মিল রেখে কিছু বলতে চাই, তা হলো আমাদের দৈনন্দিন জিবনে চলার পথে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তা সমাধানের জন্য অবশ্যই সময় দেওয়া দরকার। সমস্যাটা হটাৎ চলে আসতে পারে,কিন্তু সমাধান হটাৎ সম্ভব না। তার জন্য প্রয়োজন সময়ের। 🙂🙂
স্যারের বাণীটা আমি মনে-প্রানে বিস্বাস করি।
সময় নিচ্ছি, সময় দিচ্ছি এবং আরো সময় দিবো, ইনশাআল্লাহ সময় আমাকে সব ঠিক করে দিবে। সেই দিনটির অপেক্ষায় আছি।।🙂সবাই আমার জন্য দোয়া করবেন।
🌹🌹ধন্যবাদ, কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালবাসা অবিরাম প্রিয়তম স্যারের প্রতি। জনাব ইকবাল বাহার স্যার। 🌹🌹
প্রিয় স্যারের সুস্থ্যতা ও নেক হায়াত কামনা করে ও সকল ভাই বোন এর সু স্বাস্থ্য কামনা করে আজ কের মতো আমার লিখা শেষ করলাম।🙂
COVID-19 এ স্বাস্থ্যবিধি মেনে চলুন,, নিরাপদে , থাকুন। 🙂🙂
আমি কাজ করছি অর্গানিক পণ্য, ইসলামিক বই ও, ছেলে ও মেয়েদের পোশাক আইটেম নিয়ে।🙂
আমার ব্যবসায়িক পেইজঃ👇 ভালবাসে সবাই পাশে থাকবেন। 💐💐
https://www.facebook.com/Mowmita400k/
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৭
Date:- ০৩/০৮/২০২১
💐🌸💐🌸💐ধন্যবাদান্তে 💐🌸💐🌸💐
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশেনের সদস্য
🌹❇️🌿কামরুন্নাহার খান মৌমিতা
🌹❇️❇️🌿কমিউনিটি ভলান্টিয়ার
🌹❇️❇️❇️🌿রেজিস্টেশন টিম মেম্বার
🌹❇️❇️❇️❇️🌿টপ টুয়েন্টি ক্লাব টিম মেম্বার।
🌹❇️❇️❇️❇️❇️🌿ব্লাডডোনার টিম মেম্বার &
🌹❇️❇️❇️❇️❇️❇️🌿 ১২তম ব্যাচ
🌹❇️❇️❇️❇️❇️❇️❇️🌿রেজিস্ট্রেশন ৫০৫০৯।
🌹❇️❇️❇️❇️❇️❇️❇️❇️🌿জেলা নরসিংদ।