গল্পে_গল্পে_সেল_পোস্ট
গল্পে_গল্পে_সেল_পোস্ট
গত ৪/৫ দিন আগের কথা
আমার সাথে একই দোকানে কর্মরত ছিলেন সোহেল।
বর্তমানে সে বাংলাদেশে আছে। প্রায় সব সময় সোহেলের সাথে আমার অনলাইন বিজনেস এর বিষয়ক কথা বার্তা বলতাম। সহেল প্রায় সময় বলতো দেশে গেলেই শার্ট, টি শার্ট, ভাবির জন্য থ্রি পিছ, ইত্যাদি লাগবে।
গত দুই দিন আগে দেশ থেকে সহেলের কল.......
অনেকক্ষন পর্যন্ত নানান কথাবার্তা বললাম।একপর্যায়ে সহেল বলল তাকে কিছু শার্ট, টি শার্ট ও পাঞ্জাবি দেখাতে।
আমি : হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি একটু দেখে নিবে, কোন গুলো তোমার পছন্দ হয়।
সহেল : কিছুক্ষণ পর সহেল এর ম্যাসেজ। ম্যাসেজে লিখা ছিলো তার নাকি সবগুলোই পছন্দ। তারপরও সে সেখান থেকে ১ টা শার্ট, ২ টা টি শার্ট ও ১ টা পাঞ্জাবি অর্ডার করে। এবং জানতে চেয়েছে কত টাকা আসছে।
আমি : একটু ধমকের সুরে 🙄 তোমার প্রোডাক্ট গুলো কোথায় নিয়ে যেতে হবে তাই বলুন। (যেহেতু দাগনভূইয়ারই ছেলে)
সহেল : টাকার কথা না বললে এখন শার্ট গুলো লাগবে না।
আমি : আহারে তুমি আগে শার্ট গুলো নিয়ে নাও টাকাটা না হয় পরে দিবে। তুমি ভালো করেই জানো অনলাইনে বিজনেস করলেও পরিচিত কারো থেকে অগ্রিম পেমেন্ট নিই নাই।
যাক সবশেষে সহেলের হাতে ১ টা শার্ট ২ টা টি শার্ট ও ১ টা পাঞ্জাবি পৌছে দিলাম।
হাতে পেয়ে সহেল নক দিয়ে বলল কত টাকা আসছে তাকে বলার জন্য ধরতে গেলেই কোন লোভ ছাড়াই তাকে প্রাইজ বলি।
সে বিশ্বাস করতে পারতেছেনা এই প্রাইজে এতো গুলো পন্য।
সে ডেলিভারি ম্যানকে অনেক জোরাজোরি করেও পন্যের টাকাটা দিতে পারেনি। ডেলিভারি ম্যান ছিলো আমার এক খালাতো ভাই☺️তাকে আগে থেকে না করে দিয়েছি টাকা না নিতে।
টাকা না নেওয়ার কারণ ছিলো আগে শার্ট গুলো গায়ে দিবে তার রিভিউ পাওয়ার পর টাকা নেবো।
Top Choice BD পন্য নয় বিক্রি করে বিশ্বাস।
গতকাল সহেল তার এক ছোট ভাই রাহাদ এর বাড়ীতে গেলো আমন্ত্রণে সেও ওমান প্রবাসী রাহাদও বর্তমানে দেশে আছে।
একপর্যায়ে সহেল নাকি তাকে আমার পন্যের বিষয় ও টাকা না নেওয়ার কথাও বলে। এবং ফাহাদ টি শার্ট নেয়ার জন্য গত কাল রাত ৯ টার সময় ইমুতে কল দিয়ে বলে সাইফুল ভাই আমার জন্য ১ টা টি শার্ট ও ১টা শার্ট পাঠিয়ে দিয়েন। যেগুলো সহেল ভাইকে দিয়েছেন, সহেল ভাইয়ের গুলো আমার পছন্দ হয়েছে। সেম ডিজাইন সেম কালার দিবেন।
আমি ঃ তোমার দেশের নাম্বার দাও,টি শার্ট নিয়েন বাড়ি থেকে বাহির হওয়ার পূর্বে তোমাকে কল দিয়ে আসবে।আর হ্যা টাকা টাকা করোনাতো। টাকা পরে দিতে পারবে। আগে জামা গুলো গায়ে দিয়ে দেখবে কেমন।
ফাহাদ : আজ সকাল বিডি টাইম ৯ টার দিকে কল দিয়ে আমার ঘুম ভাঙ্গিয়ে দেয়।
চোখ ঘুম নিয়ে হ্যালো, হুম, ওপাশ থেকে শুনতে পাই রাহাদ বলতেছে, সাইফুল ভাই এতে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন।( যেন ওয়ার্ল্ড হোম ডেলিভারি) টাকা দিয়েন দিচ্ছি কত দেবো?
আমি : আরে না না এখন টাকা পয়সা দেবে না খবর আছে কিন্তু।
সে কোন কথাই শুনল না টাকাটা দিয়েই দেবো
তাকেও কোন প্রকার লাভ ছাড়াই পন্য দিয়ে দিয়েছি।
_________ _________ ___________
লাভ ছাড়া কেন পন্য বিক্রি করি এক নজরে পড়ে নিন👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
------------------------------------------------------------
এখন আপনারা অনেকেই বলবেন যে পন্য বিক্রি করেন লাভের জন্য, যদি লাভই না করে তাহলে পন্য বিক্রি করার কি দরকার?
হ্যাঁ তাদেরকে আমি বলবো, পন্য বিক্রি করে কতটা টাকা লাভ হয়েছে বা হচ্ছে তা না দেখে আমার কতজন রিপিট কাস্টমার বাড়লো তা দেখতেছি।
আমার বিজনেসের প্রথম উদ্দেশ্য রিপিট কাষ্টমার বৃদ্ধি করা।
আজ না হয় লাভ করলাম না অন্য সময় তো অবস্যই করবো।
হ্যাঁ তবে ২০০ টাকার পন্য ৪০০ টাকা বিক্রি করা আমার উদ্দেশ্য নয়। কম লাভে বেশী পন্য বিক্রি করাই আমার মূল উদ্দেশ্য।
আর এই পথে হাঁটতে শিখিয়েছে আমাদের প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক , মাঝ পথের খেলোয়াড়, লাখো তরুন তরুনীর আইকন লিডার অফ ইয়ুথ জনাব Iqbal Bahar Zahid sir। অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল স্যারের প্রতি।স্যারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল
আজকের হাটবারে সবাইকে স্বাগতম।
সবাইকে আমার স্টলে আমন্ত্রণ রইল
স্টল নং ১৬০৬৯
মূল্য দেখে ক্রয় করুন
মূল্য প্রতিটি পন্যের গায়েন দেওয়া আছে
#আমরাই_ক্রেতা_আমরাই_বিক্রেতা।
আজকে হাটবারে সকলের আমন্ত্রণে
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৭
Date:- ০৩/০৮/২০২১
আমি
সাইফুল ইসলাম
কমিউনিটি ভলান্টিয়ার
রেজিষ্ট্রেশন টিম মেম্বার
টপ টুয়েন্টি ক্লাব
হাট মনিটরিং টিম
ব্যাচ ১০
রেজি নং ১৬০৬৯
জেলা ফেনী
ওমান প্রবাসী