যারা নতুন সদস্য তাদেরকে বলবো, জি আপনি ঠিক জায়গায়ই এসেছেন, এবার শুধু লেগে থাকুন
🌹 আসসালামু আলাইকুম 🌹
প্রিয় গ্রুপবাসী সবাই কেমন আছেন? 🤗
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ থাকাটা ও কিন্তু মহান আল্লাহতায়ালার অনেক বড় নিয়ামত। তাই আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা এখন ও সুস্থ আছি আর যারা অসুস্থ তাদের দ্রুত রোগমুক্তি কামনা করছি।
ধন্যবাদ ইকবাল বাহার জাহিদ স্যারকে 💐💐এত সুন্দর একটা প্ল্যাটফরম আমাদের উপহার দেবার জন্য। ভালোমানুষির চর্চা থেকে শুরু করে নানান বিষয়ে শিক্ষা লাভ করে নিজেকে সাবলম্বী করে তোলার এমন মাধ্যম সত্যিই বিরল!
যারা নতুন সদস্য তাদেরকে বলবো, জি আপনি ঠিক জায়গায়ই এসেছেন, এবার শুধু লেগে থাকুন ✌️✌️
আমাদের জীবনটা খুব ছোট। আর এই একজীবনেই থাকে হাজারটা গল্প। আজ আমি আমার জীবনের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আমার এ গল্প থেকে আপনারা ও কিছু শিখতে পারবেন।
️ প্রাইমারিতে পড়ার সময় থেকেই আমি ছিলাম ভীষণ রকমের পড়ুয়া। যা পেতাম তাই পড়তাম এমনকি কাগজের ঠোঙাতে কোন লেখা দেখলে সেটাও পড়া শুরু করে দিতাম। শুধু যে পড়তাম তা নয়। সে সময় কল্পনাশক্তি ছিল প্রখর তাই খুব ভালো লিখতে ও পারতাম। লেখা লেখিটা একসময় শখে পরিণত হলো। দেখা যেত সকালে পড়তে বসার সময় আগে দুই লাইন কবিতা লিখে তারপর পড়তে বসতাম। না হয় মনে শান্তি পেতাম না।
️ একদিন হঠাৎ আমাদের পেপারওয়ালা আংকেল ছোটদের একটা পএিকা দেখিয়ে জানতে চাইলো নিতে চাই কিনা। সেটা ছিল সে সময় বাচচাদের একটি জনপ্রিয় পএিকা "কিশোর তারকালোক"। কাভার পেইজটি খুব সুন্দর ছিল সহজেই নজর কেড়ে নেয় এমন। ব্যস আর সাত পাঁচ না ভেবে নিজের জমানো টাকা দিয়ে কিনে ফেললাম এবং সেদিনই পুরো পএিকাটা পড়ে শেষ করে ফেললাম। আমার মা খেয়াল করলো ব্যাপারটা এবং কথা দিল প্রতি মাসে উনি আমাকে কিনে দিবে। আমার মা - বাবা আবার যথেষ্ট সাপোর্টিভ ছিল, সব ব্যাপারে আমাদের খুব সাপোর্ট করতো। তো যা বলছিলাম, এভাবেই নানা ধরনের গল্পের বইপড়ার পাশাপাশি শুরু হলো আমার পএিকা পড়া। কিশোর তারকালোক, কিশোরকনঠ, ছোটদের কাগজ, টইটম্বুর সহ নানা ধরনের ছোটদের পএিকা পড়তাম। পড়ার সাথে সাথে লেখালেখিটা ও বেড়ে গেল দিগুণ। ক্লাসেও লেখিকা হিসেবে মোটামুটি পরিচিতি পেয়ে গেলাম। আমার লেখার জন্য আমাকে সবাই চিনতো কারণ আমার গল্পের খাতাটা পুরো সকুল ঘুরতো।
একটা সময় মনে হলো আমার লেখা সবাই পড়বে। তখন পএিকা গুলোতে নানা ধরনের প্রতিযোগিতা হতো। তখন কিশোর তারকালোকে একটা প্রতিযোগিতা হতো জীবনে প্রথম সেখানে আমি লেখা পাঠালাম এবং প্রতিযোগিতায় প্রথম হলাম। সেকি আনন্দ আমার! তবে আমার চাইতে ও বেশি খুশি হয়েছিল আমার মা।
একটা মজার ব্যাপার হচ্ছে আমার লেখা ছাপা হবার দুইদিন পরে থেকে বাসায় আমার নামে অনেক চিঠি আসা শুরু হলো। হ্যাঁ, ঠিক ধরেছেন। চিঠিগুলো আমার ভক্তদের আর চিঠিগুলো ছিল দুই ধরনের। কেউ কেউ লিখতো আমার লেখা খুব ভালো লেগেছে, তাই আমাকে অনেক শুভকামনা জানাতো। আবার কিছু চিঠি ছিল নীল খামে নীল কাগজে লেখা, সুগন্ধিযুকত। মানে পারফিউম মারা হতো আরকি! চিঠির লেখাগুলো ছিল এরকম - আমার লেখা পড়ে আমার প্রেমে পড়ে গিয়েছে তাই আমার সাথে friendship করতে চায়। একজনের লেখাটা ছিল এমন - "In your eyes, I see my paradise". বাসার সবাই হাসাহাসি করতো আমাকে নিয়ে আর আমি খুব লজ্জা পেতাম, কারণ আমি তখন অনেক পিচ্চি একটা মেয়ে।
আমাকে আমার পরিবারের সবাই প্রচুর উৎসাহ দিত লেখালেখির জন্য । আর আমার পুরষ্কারের ঝুলিটা ও ধীরে ধীরে বড় হতে লাগলো।
তারপর একদিন পড়াশোনার চাপে লেখালেখিটা একদমই ছেড়ে দিলাম। এরপর থেকে করলে মনে শান্তি লাগে এমন কোন শখ নেই। মনে হলো শখ জিনিসটা জীবন থেকে হারিয়ে গেছে। এভাবেই অনেকগুলো বছর কেটে গেল 😔
হঠাৎ কিছুদিন আগে এক লেখালেখির গ্রুপে সবার লেখা দেখে আমার ও খুব লিখতে ইচ্ছে হলো। হঠাৎ মাথায় একটা টপিক এলো এবং সেটা নিয়েই লিখে ফেললাম। আমার এই লেখাটি ও সবাই খুব পছন্দ করলো।
হঠাৎ এত বছর পরে লেখাটা লিখতে যেয়ে ভেতরে কেমন যেন একধরনের ভালো লাগা ও অদ্ভুত এক অনুভূতি কাজ করলো। বুঝতে পারলাম লেখালেখির প্রতি আমার টান এখন ও আছে, শেষ হয়ে যাইনি। যা চর্চার মাধ্যমে আরো শাণিত করা যেত কিন্তু আমি করিনি। শুধু মনে পড়ে সবার কথা , "লেগে থাকলে অনেক ভালো করতে"।
আপনাদের বলছি, যে কাজে আপনার আগ্রহ আছে, মেধা ও প্রতিভা আছে, সেটা নিয়ে আরো চর্চা করুন, ধীরে ধীরে সেই কাজে আরো দক্ষতা অর্জন করতে পারবেন।
যে যাই বলুক বা পরিস্থিতি যেটাই হোক, আপনি সেই কাজটি ই করুন যেটি করতে আপনার ভালো লাগে। ভালোলাগার কাজ নিয়ে সামনে এগোলে খুব সহজেই সফল হওয়া সম্ভব।
পরিশেষে ইকবাল বাহার জাহিদ স্যারের বিখ্যাত একটি বাণী মনে করিয়ে দিতে চাই,
❤️স্বপ্ন দেখুন, লেগে থাকুন, সফলতা আসবেই ❤️
যাবার আগে নিজের পরিচয়টা দিয়ে যাই 🍀
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৭
Date:- ০৩/০৮/২০২১
🦋 নাম-তাসমিন আখতার তান্নি
🦋রেজিস্ট্রেশন নং- ৬৬৪০০
🦋 ব্যাচ নং-১৪ তম
🦋 ব্লাড গ্রুপ-O পজেটিভ
🦋জেলা- নবাবগঞ্জ, ঢাকা
🦋 বর্তমান অবস্থান -মিরপুর১০
🦋থানা - কাফরুল
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য 🍂🍂