তাহলেতো অনেক ভালো কিছু করা যাবে এখান থেকে।এই প্ল্যাটফর্মের ব্যাপারে আমাকে আরও আগে কেন বললানা।
____________বিসমিল্লাহির রাহমানুর রাহিম______________
আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য।যে দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছে।
তার দরবারে শুকরিয়া আদায় করছি।
শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর উপরে(সাঃ)
বিনম্র শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক,লক্ষ তরুণ-তরুণীদের আইডল,নক্ষত্র উদ্জ্বল তারা,প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কে।চিরঋণী আমরা স্যার আমাদের জন্য তৈরী করে দিয়েছেন নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম।
আমার প্রিয় বন্ধু ইউনুছ হঠাৎ করে আমার বাসায়,বিগত ৪বছর ধরে তার সাথে আমার একটু মনোমালিন্য চলছিল।সেজন্যই কথাবার্তা হয়নি।দুজনেরই মনের কোনে জমে ছিল অনেক কালো মেঘ,সে অনেক চেষ্টা করছে, আমার সাথে কথা বলার জন্য।কিন্তু আমি বলিনি,সে আমার সাথে অনেক অন্যায় করেছে।হয়তো বা সে করেনি কিন্তু অন্যরা করে তার উপরে দোষ চাপিয়ে দিয়েছে।যে যাকে ভালবাসে তার কাছ থেকে আঘাত পেলে কষ্ট বেশি লাগে,তাকে আমি খুব ভালবাসতাম,বিশ্বাস করতাম,তাই তার দেওয়া কষ্টটা আমার কাছে খুব বড় মনে হতো।
আমাদের নিজের বলার মত গল্প প্লাটফর্মে যুক্ত হওয়ার পর।মন-মানসিকতা অনেক চেঞ্জ হতে শুরু করল,মান অভিমান রাগ অনুরাগ ধীরে ধীরে কমতে লাগলো,আমার হৃদয় টা দিনে দিনে উদার হয়ে উঠলো,যেই অন্যায় করুক না কেন আমার মন চায় তাকে ক্ষমা করে দিতে।স্যারের দেওয়া সেশনগুলো আমি মনোযোগ সহকারে ফলো করি।
_____________আমার প্রিয় স্যার,বলেছেন_______________
,আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে কে কার চেয়ে বেশি বিনয়ী হতে পারি, বিনয়ীতা মানুষের শ্রেষ্ঠ সম্পদ।
স্যারের প্রবাদটি আমি মনেপ্রাণে ধারণ করি,মনে মনে ভাবছিলাম ইউনুছ যদি আবার কোন দিনই আমার কাছে আসে আমি ক্ষমা করে দেব,মনের ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।
গত ৭ দিন আগে সে আমাকে ফোন দিয়ে অনেক কাকুতি মিনতি করল,আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল,আমার মনটা নরম হয়ে গেল,বললাম আসো আমার রুমে এল।ভালো-মন্দ জিজ্ঞেস করলাম।
এক সময় সে বলে উঠলো মালদ্বীপ এর অবস্থা মোটেও ভালো না,আজ ১৪ মাস যাবত, অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ,কি করবো ভেবে পাচ্ছিনা দেশে চলে যাব না এখানে থাকবো।হাতে টাকা পয়সা তেমন কিছুই নেই।কতদিন বাবা-মাকে টাকা পয়সা দিতে পারি না।আমি একমাত্র উপার্জনকারী সংসারে।আমার বাবা-মা কি খায় কি করে আমি কিছুই জানিনা।
আমি চুপচাপ শুনছিলাম তার কথাগুলো।অনেকক্ষণ পরে,আমি বলে উঠলাম,তুমি কি জানো?নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন নামে একটা প্লাটফর্ম রয়েছে।
সেই প্ল্যাটফর্মের উপ-পরিচালক উপদেষ্টা ইকবাল বাহার জাহিদ স্যার।
সে বাংলাদেশের বেকার ছেলে মেয়েদেরকে, স্বাবলম্বী করার জন্য ৯০ দিনের কর্মশালা,শিক্ষা প্রদান করেন।তুমি চাইলে আমাদের প্লাটফর্রটি ভিজিট করে দেখতে পারো।
ইউনুস বলে উঠলো ভাবছিলাম দেশে চলে যাব কিন্তু টেনশনে আছি দেশে গিয়ে কি করবো। ভাল কোনো কিছুর আইডিয়াও নাই,ভেবেছিলাম যদি দেশে চলে যাই। মিনি গার্মেন্টস নিয়ে কাজ শুরু করব,কিন্তু সেই কাজের জন্য নেটওয়ার্কিংয়ের দরকার।ভালো নেটওয়ার্কিং না থাকলে।আমি আমার প্রোডাক্ট কোথায় সেল করব।এটাও তো একটা ভাবার বিষয় তাই না।
তুমিতো জান মোতালেব আমাদের পরিবারের খবর আমাদের পরিবারে আমিই একাই ইনকাম করি যে টাকা পায় সেটা বেশির ভাগ সংসার এর কাজে ব্যায় হয়ে যায় তাই এই সব চিন্তা করতে করতে রাতে ঘুম হয় না
আমি বললাম এত ভেবোনা তুমি যদি চাও আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। আমার আইডি এটা যদি শোনো অনেক নেটওয়ার্কিং তুমি তৈরী করতে পারবেন নিমিষেই।
ইউনুছ কি রকম আইডিয়া,আচ্ছা মোতালেব তোমার আইডিয়া শোনার আগে আমাকে বল তুমি হঠাৎ করে এমন পরিবর্তন হলে কেমনে।
আগে তুমি কত গরম মেজাজি ছিলে।এখন এত বিনয়ী কিভাবে হলে?এত মাধুর্য ভাষায় কথা বলছো আমার সাথে নাই।তাহলে কি আমার ওপর তোমার কোনো রাগ নেই।ছবির গান
আমি বললাম এই রকম পরিবর্তন হয়েছি তার একটা কারন আছেরে, সেটা হলো ভালো হওয়ার সমস্ত কলাকৌশল শিখতে পারছি নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম থেকে।
ইউনুছ সেটা আবার কি আমাকে একটু খুলে বলতে পারবে।তোমার মুখ থেকে শুনতে চাই।ভিজিট করার আগে।তুমি আমাকে একটু বুঝিয়ে বল সেই গ্রুপ সম্বন্ধে।
তখন আমি বললাম,অবশ্যই আমি আমাদের নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম এর বিস্তারিত তোমার কাছে তুলে ধরতেছি দেখো স্যার আমাদের জন্য বিনামূল্যে কি কি করতেছেন।
৯০দিন শিক্ষন সহ ১০ টি স্কিলস শেখানোর অনলাইন প্রশিক্ষণ কর্মশালার টানা ৯০ দিনের প্রতিটি ব্যাচে মোট ৩৫৮ টি কন্টেন্ট নিয়ে ক্লাস/সেশান দিয়ে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া ট্রেনিং করানো হয়ঃ
প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০ টি সেশান হয়
প্রতি ৯০ দিনে ৯০ টি ভিডিও সেশান হয়
প্রতি ৯০ দিনে ৯০ টি প্রতিদিন “নিজের সাথে কথা বলা” ও অন্যান্য বিষয়ে সেশান করানো হয়।
প্রতি ব্যাচে ২৫ টি লাইভ শো (জীবনের গল্প/বিষয় ভিত্তিক) ২৫ জন নতুন নতুন গুণী ও অভিজ্ঞ মানুষকে Utv Live এ এনে সেশানের মতো করে করা হয়।
প্রতি ব্যাচে ১২ টি বেসিক আইসিটি ক্লাস
প্রতি ব্যাচে ১২ টি ইংরেজি শেখা ক্লাস
প্রতি ব্যাচে ৮ টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস (for non Accountants)
প্রতি ব্যাচে টানা ৩০ দিনের প্রেজেন্টেশান ও কমিউনিকেশান স্কিলস (for Idea pitching, Sales, Interview, Leadership, Business Meeting etc.)
প্রতি ব্যাচে দেশ ব্যাপী ৬৪ জেলায় অন্ততঃ ১টি করে সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং কাজ করা হয়। টানা ১৪ টি ব্যাচ শেষ, চলছে ১৫ম ব্যাচ সারা দেশের ৫লাক এর অধিক তরুণদের প্রশিক্ষণ প্রদান ৬৪ জেলায় ও ৫৩ টি দেশে মিট আপ আয়োজন টানা অনলাইন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করার ইতিহাস উদ্যোক্তা তৈরি হয়েছে ।
এবং এছাড়াও আমাদের প্রিয় প্লাটফর্মে অনলাইন হাটের ব্যবস্থা রয়েছে।প্রতি মঙ্গলবার সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা অনলাইন হাট চলে।আমাদের হাটে দৈনন্দিন জীবনের সব প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।আরেকটি মজার বিষয় হলো।প্রত্যেকটা জিনিস ১০০% খাঁটি নিশ্চয়তা দেওয়া হয়।কোন পণ্যের যদি কেউ ভেজাল বলতে পারে কিংবা অপছন্দের কিছু হয় সেটা আবার ফেরত নেওয়া হয়।
আচ্ছা তুমি বলতো পৃথিবীতে কোথাও এমন অনলাইন হাট আছে কি?
তাছাড়া আর আমাদের এই গ্রুপে কারো কারো বিক্রয়ের ২০%থেকে ৯০% পর্যন্ত সেল আমাদের এই গ্রুপ থেকেই হয়। আমাদের অনলাইন হাটে আমাদের অনলাইন হাটে আমরাই ক্রেতা ও বিক্রেতা।আমরা নিজেরা প্রোডাক্ট সেল করি বিশ্বাস ক্রয় করি।
প্রিয় বন্ধু ইউনুছ, এত কিছু একটা গ্রুপে? এটা তো অসম্ভব
আমি বললাম হ্যাঁ সম্ভব। আর ও আছে,শোন বলছি।
প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০টি সেশান হয়, যেটা পৃথিবীর রেকর্ড তম কর্মশালা।
প্রতি ৯০ দিনে ৯০ টি প্রতিদিন নিজের সাথে কথা বলা ও অন্যান্য বিষয়ে সেশন করানো হয়।
ইউনুছ, খুব সুন্দর আইডিয়াতো।
আমি :- আরও আছে।
প্রতি ব্যাচে ২৪ টি লাইভ শো জীবনের গল্প বিষয় ভিত্তিক/ ২৪ জন নতুন নতুন গুণী ও অভিজ্ঞ মানুষকে utv live এনে সেশানের মতো করে করা হয়।
প্রতি ব্যাচে ৮টি বেসিক আইসিটি ক্লাস
প্রতি ব্যাচে ৮টি ইংরেজি শেখার ক্লাস
আর আমাদের প্রবাসীদের জন্য প্রিয় স্যার দক্ষ
ইংলিশ ক্লাস চালু করেছে।যাতে আমরা ইংলিশ শিখে নিজেদেরকে পরিপূর্ণ ট্যালেন্ট হিসেবে গড়তে পারি।
বন্ধু ইউনুছ, সবই বুঝলাম কিন্তু এইগুলা পাওয়া যায় কিভাবে।ক্লাসগুলো আমি কিভাবে করব।আমি তো এত সময় দিতে পারবো না।আমিতো কাজ করি কিভাবে ক্লাস করব।
আমি বললাম - স্যার আমাদের জন্য যে গ্রুপ চালু করেছেন সেখানে প্রতিদিন এর সেশান প্রতিদিন নিজের বলার মত একটা গল্প গ্রুপে দিয়ে দেন। সেখান থেকে শিখা যায় খুব সহজেই। শুধু এই গুলি নয় আরও যা প্রশিক্ষণ দেওয়া হয় যেমন শেখানো হয় ৯০ দিনে কর্মশালায়।
সবার আগে একজন ভালো মানুষ হওয়া।
উদ্যোক্তা হবার মানসিকতা প্রস্তুতি ও অনুপ্রেরণা।
কীভাবে শুরু করবো? কি কি লাগবে?
বিজনেসের আইডিয়া কীভাবে নিব?
আমাদের মূলধন কীভাবে যোগাড় করব।
খুব অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করা যায়?
উৎপাদন কীভাবে করব বিক্রয় করব। কোথায়,কাস্টমার পাব,কিভাবে কাস্টমার পাবো।
অফিস চালানো দক্ষতা।
মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং।
লিডারশীপ দক্ষতা।
মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারি ও সামাজিক দায়বদ্ধতা।
জীবনের সফলতার ৪ শত সুশিক্ষা, সুস্বাস্থ্যের, সুখও সম্পদ।
বাংলাদেশের এই প্রথমবারের মতো সপ্তাহিক অনলাইন হাট।
মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ। এবং তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবা সেটাও এখানে বিনামূল্যে শিখানো হয়।
ইউনুছ, তাহলেতো অনেক ভালো কিছু করা যাবে এখান থেকে।এই প্ল্যাটফর্মের ব্যাপারে আমাকে আরও আগে কেন বললানা।
আমি তোমার সাথে আগে থেকেই কথা বলি নাই সে জন্যই বলা হয়নি,এখন তুমি এসেছো আমার কাছে আইডিয়া চেয়েছো তাই বললাম।
আমি বললাম শুধু তাই নয় স্যার আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমাদেরকে কিভাবে ভালো মানুষ তৈরি করা যায়।
আমি আশাবাদী তুমি রেজিষ্ট্রেশন করে এই নিজের বলার মত গল্প প্লাটফর্ম এ ৯০ দিনের সেসন গুলো ঠিকমত পড়, তাহলে ৯০ দিন পরে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবা আর তোমাকে দেশে গিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না।আর এখান থেকে আজকে লাখ লাখ তরুন ভাই বোনেরা নিজেদের পায়ে দাড়িয়েছে তুমিও পারবে ইনশাল্লাহ।
ইউনুছ, তুমি এই নিজের বলার মত গল্প প্লাটফর্ম এর খুঁজ কিভাবে পেলে।
আমার ফেইসবুক আইডিতে ফ্রেন্ড লিষ্টে ছিলো লিবিয়া প্রবাসি আতিক ভাইয়ের সাথে কথা হয়েছিল,তার কাছ থেকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ব্যাপারে জানি।
এর পর সেই ভাই আমাকে রেজিস্টারি করে দেন।
এন আর বি মালদ্বীপ টিমের কান্ট্রি আম্বসেডর ইকরাম ভাই এর মাধ্যমে প্রতিদিন এর সেশান গুলো আমাদের কে গুগোল মিটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। প্রতিদিন রাত ৯থেকে ১০পর্যন্ত স্যারের সেশনগুলো ক্লাসের মাধ্যমে পুঙ্খানু পুঙ্খনু ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন।কার কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে,বারবার রিপিট করে তাকে বুঝিয়ে দিচ্ছেন।
ইউনুছ, সত্যিই আজকে বুঝতে পারলাম স্যার এর মত এমন সাদা মনের মানুষ এখনো দুনিয়াতে আছেন যিনি বিনামূল্যে আমাদের মত মানুষের জন্য এত কিছু করতেছেন অনেক দোয়া রইলো স্যারের জন্য। আমাদের দেশে কত বিত্তশালীরা আছে।কত উচ্চশিক্ষিত নামিদামি লোকেরা আছে।বিত্তবান রাজনীতিবিদেরা আছে।তারা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত।ব্যস্তময় সময়ের মাঝে।এমন একজন ভালো মানুষ এখনো আছে।এটা জেনে আমার খুব আনন্দ লাগল।তাকে দেখার থেকে শেখার আগ্রহ আমার অনেক গুন বেড়ে গেল।
আমি বললাম এখন তুমি ইচ্ছে করলেই আমাদের নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম জয়েন্ট হতে পারো এবং নিজেকে তৈরি করে নিতে পারো তুমি চাইলে আমি এখনি রেজিষ্ট্রেশন লিংক দিতে পারি।
ইউনুছ, সেটা কি আবার বলা লাগে। আমি এখনি রেজিষ্ট্রেশন করবো। তুমি লিংক দাও , না হয় আমাকে তুমি রেজিষ্ট্রেশন করিয়ে দাও।
তোমার কথা শুনেই স্যারএর প্রতি ভালবাসা বেরে গেছে হাজার গুন।
আমি,যাক শুনে ভালো লাগলো যে তুমি সহজেই বুঝতে পারছো আমি আগে ফেইসবুক এ আজে বাজে সময় কাটাতাম।হিন্দি সিরিয়ালের ডুবে থাকতাম, এখন আর সেটা করিনা, কারন আমি শিখতেছি প্রিয় স্যারের শেসন গুলো থেকে
সময় অনেক দামি।সময়কে কাজে লাগাতে হবে।
সময় থাকতে সময়কে যদি কাজে না লাগাই সময় একদিন আমার সঙ্গ ছেড়ে দিবে।শরীরের শক্তি থাকতে,সময়কে কাজে লাগাতে হবে।সময়ের সাথে,নিজের বিবেক বুদ্ধি মেধাকে কাজে লাগাতে হবে।নিজেকে তৈরি করতে হবে এমন ভাবে।যাতে পৃথিবীর সামনে,মাথা উঁচু করে নিজের পরিচয় দেওয়া যায়। আমিও চাই তুমি স্যারের সেশান গুলো পড়ে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারো। ইউনুছ ভালো থেকো আবার কালকে কথা হবে, আমার রুমে এসো।
ইউনুছ, হ্যা তুমি ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও আর যদি পারো স্যারকে আমার সালাম দিও।
প্রানপ্রিয় বন্ধু,সাথে আমাদের নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এর বিষয়ে আলোচনা করে খুব ভালো লাগতেছে।
এত সময় ধরে আমার এই লেখাগুলো পড়ার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ। যতদিন বেচে আছি ততদিন এই নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এর সাথে নিজেকে জড়িয়ে রাখবো ইনশাল্লাহ।
__________________________________________________
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮৮
Date:- ০৪/০৮/২০২১
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর
আমি মোঃ মোতালেব, কমিনিউটি ভলেন্টিয়ার
দশমঃ-ব্যাচ রেজিঃ ১৫৩৪৯জিলাঃ মৌলভীবাজার
উপজিলাঃ কমলগঞ্জ, বর্তমানে আছি মালদ্বীপ একজনঃ রেমিটেন্স যোদ্ধা।
_____________প্রতিষ্ঠতাঃ ফ্যামিলি ষ্টোর।