তারপর যখন আমার বয়স বারোতে পা দিলো তখন শুরু হলো আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধো।💫
🧡বিসমিল্লাহির রাহমানির রাহিম🧡
🌹আসসালামু আলাইকুম🌹
⭐#আমার_উদ্যোক্তা_হবার_গল্প⭐
✨সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি।
আমার উদ্যোক্তা হবার গল্প। আমি কিভাবে উদ্যোক্তা হোলাম আজ সেই গল্পটা বলবো ।✨
🌸🌸শুরুতে জানাই আমার জীবনের গল্প আমার জীবনটা কি ভাবে কেটেছে। আমার যখন তিন মাস বয়স তখন আমার বাবা মারা যায়। তার এক মাস পরে আমার একটা ভাই ছিলো সেও মারা যায়।তারপর আমার আম্মা একটা চাকরী নেয় আমাদেরকে ভালো ভাবে মানুষ করবে বলে। আমরা চার বোন আমাদের আম্মাকে নিয়ে খুবই ভালো ছিলাম। একদিন হঠাৎ কোথা থেকে একটা ঝড় এলো আর সব কিছু উলোট পালোট করে দিলো। আমার আম্মা আমাদেরকে ছেড়ে চলে গেলো না ফেরার দেশে😔। তখন আমার বয়স মাত্র আট বছর ।আর তখন থেকে শুরু হলো আমার জীবন যুদ্ধো অনেক কষ্টে এক একটা দিন পার হচ্ছিলো।🌸🌸
💫তারপর যখন আমার বয়স বারোতে পা দিলো তখন শুরু হলো আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধো।💫
🌻🌻আমার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো।আমার এক দুলাভাই তখন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলো মা বাবা না থাকলে যা হয় । ওই বয়সে শ্বশুর বাড়ির সবার মন জোগানো খুব কষ্টের ছিলো। তারপরও অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই কারন আমার তো মা বাবা নাই কিছু বলার মতো কেউ নাই তাই। শ্বশুরবাড়ির লোকেদের কথার শেষ ছিলো না । ছোট্ট বড় যে যার মতো করে কথা শুনাতো আর হাসবেন্ডের তো কথাই নেই । কি আর করবো সব সহ্য করতে হতো কিছু করার ছিলোনা ।কারন আমি সেই ছোট্ট বয়সেই মা হয়ে গেছি তাই সন্তানের জন্য সব মেনে নিছিলাম।🌻🌻
🌟🌟এক সময় মনে হলো আমি তো নিজের একটা পরিচয় বানাতে পারি যে পরিচয় সবাই আমাকে চিনবে।তখন শুরু হলো আমার উদ্যোক্তা হওয়ার প্রোচেষ্টা আমি প্রথমে সেলাই কাজ শুরু করি নিজেই নতুন নতুন ডিজাইন বের করে ড্রেস তৈরি করি কিছুদিন ভালোই চলছিল হঠাৎ কি যে হলো তেমন ভালো যাচ্ছিলো না তাই মনটা খুব খারাপ হয়ে গেল কি করব ভেবে পাচ্ছিলাম না।😔একদিন আমার এক বোন আমাকে বললো একটা গ্রুপ আছে গ্রুপটা দেখতে পারিস কেমন ।তখন আমি ফেসবুকে ঢুকে গ্রুপটাকে খুজে বের করি সেটি হলো #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন ।আমি তখন গ্রুপে ঢুকে স্যারের কয়েকটা সেশন পড়ি আর আমার খুব ভালো লাগে তখন আমি এই গ্রুপে জয়েন করি আর স্যারের সব সেশন পড়ি ইউটিউব ভিডিও গুলো দেখে অনেক কিছু জানতে পারলাম ।
🌷🌷বিজনিসে সফলতার জন্য লেগে থাকতে হবে,কাজকে ভালোবাসতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, নেটওয়ার্কিং করা ,নতুন আইডিয়া বের করা এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় ।যার কারনে আজ আমি আবার নতুন করে স্বপ্ন দেখছি।🌷🌷
🌼🌼 কারন আমি হতাশ হয়ে পড়েছিলাম স্যারের সেশন গুলো দেখে অনেক প্রেরোনা,সাহস, শক্তি ও উৎসাহ পেলাম । তাই আবার বিজনিস শুরু করি সেলাই কাজের পাশাপাশি মেয়েদের থ্রি-পিস,হোম মেইড খাবার,হোম মেইড কেক এই সকল কিছু বিজনিসে এ্যাড করেছি এখন আল্লাহর রহমতে ভালো চলছে এ সব কিছু হয়েছে আমাদের প্রিয় মেন্টর
💙#জনাব_ইকবাল_বাহার_জাহিদ💙 স্যারের জন্য । আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।😇 আমাদের মতো অসহায় মানুষের জন্য এতো সুন্দর একটা প্লাটফর্ম দেওয়ার জন্য মহান এই মানুষটার প্রতি শ্রদ্ধা,সম্মান ও প্রাণ ঢালা ভালোবাসা রইলো। আল্লাহ যেন এই ভালো মানুষটাকে সুস্থ ও ভালো রাখেন এবং দীর্ঘায়ু দান করুন এই দোয়া করি ।
🌺🌺সবাই আমার জন্য দোয়া করবেন।আর আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনা করছি।🌺🌺
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৯১
Date:- ০৮/০৮/২০২১
🏵️🏵️ধন্যবাদ সবাইকে🏵️🏵️
✴️ সাবিনা ইয়াসমিন
✴️✴️ব্যাচ নং:১৩।
✴️✴️✴️ রেজিঃ নং:৫৭১১৮।
✴️✴️✴️✴️ জেলা: খুলনা।
💟পেইজ:- Glowing pearls 💟
#নিজের_বলার_মত_একটা_গল্প