দোকান নেওয়ার সাহস করলাম স্যারের আরেকটা উক্তি """ ছোট ছোট সম্পর্ক একদিন কিসে পরিনত হবে কল্পনার বাইরে"" এটার জন্য।।
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাখোকোটি শুকরিয়া আদায় করতেছি মহান সৃষ্টিকর্তার নিকট যিনি আমাদেরকে এখনো এই মহামারীতেও সুস্থ রেখেছেন। সবাই নিরাপদে থাকুন মাস্ক পরুন।
💢💢সফলতা পেতে হলে
লেগে থাকার কোন বিকল্প নেই 💢💢
❤️❤️❤️ইকবাল বাহার জাহিদ স্যার❤️❤️❤️
আমার সফলতা উদ্যেক্তা হওয়ার গল্প আশা করি সবাই ধৈর্য সহকারে পড়বেন।
💢💢২০০৮ সালে কাতার নামক প্রবাস জীবনে আসি।মেজ খালুর দোকানে।বিদেশে আসার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের কথা এবং খালুর রিকোয়েস্টে রাজি হয়। তবে একটু কনফিউশানে ছিলাম নিজের আপন ছোট মামা সহ সিনিয়র ৭/৮ জন আত্মীয়ের মাঝে নিজের অবস্থান তৈরি করা নিয়ে।
💢💢যা হোক চলে যখন এসেছি ঠিক করলাম কঠোর পরিশ্রম আর যোগ্যতা দিয়ে কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ ৬মাসের মধ্যে ৪/৫টা ভাষা শিখে পেললাম আর ১বছরের মধ্যে কাস্টমার আর পাটি ডিলিং আয়ত্ত করলাম তার সাথে দোকানের দায়িত্বও।
💢💢পাইকারী পাটিদের সাথে খুবই সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি করলাম। সাহস করে তাদের থেকে অল্প অল্প আইটেম নিয়ে মার্কেটে দেওয়া শুরু করলাম।
আলহামদুলিল্লাহ চাকরির পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম হতে লাগল।(তার মাঝেও মায়ের কোলে ফিরে যেতে মন চাইত তারপরও সব ভুলে লেগে থাকলাম)
💢💢 মার্কেটে যখন পরিচিতি হলাম তখন বাহিরের দেশ থেকে (বাংলাদেশ,ইন্ডিয়া,ডুবাই)অল্প অল্প আইটেম ইনপুট করে পাইকারী সেল করা শুরু করলাম। ভালোই চলতেছিল তার মাঝে বাংলাদেশ থেকে একটা টিশার্টের চালান নিয়ে এসে বড় ধরনের লস দিই।তার মাঝে আবার আমার খালু দোকান ভাড়া দিয়ে দেই। যারা ভাড়া নেই তাদের সাথে চাকরি করার জন্য মাঝখানে পাইকারী ব্যবসাটা বন্ধ করে দিতে হয়।
💢💢কয়েক মাস যাওয়ার পর মালিককে বলে বুঝিয়ে অল্প অল্প করে শুরু করলাম। কিন্তু চাকরি আর ইনভেস্টমেন্টের জন্য বড় কিছু শুরু করতে সাহস পাচ্ছিলাম না। তারপরও লেগে থাকলাম ছোট ছোট পাইকারি আইটেম সেল করার মাধ্যমে।
💢💢আমি একজন ব্যবসায়ী পরিবারের ছেলে। আগে থেকেই স্বপ্ন ছিল "" চাকরি করবনা চাকরি দিব""। মনের ভিতর নিজের একটা দোকান দিব এই স্বপ্ন নিয়ে চাকরি করতে লাগলাম।
💢💢 দেশ থেকে ছুটিতে এসে পড়ে গেলাম করোনার লকডাউনে। ৩/৪ মাস দোকান বন্ধ বেতন নাই ইনকামের সব কিছু বন্ধ😥😥। সে সময় একটু করে চিন্তায় পড়লাম।
সে সময় দোকানে চাকরি করতেছি তবে মালিক হাফ বেতন করে দিল।
🌺🌺কথায় আছে """ রাখে আল্লাহ মারে কে"" দোকান খোলার পর পর মার্কেটের সহপাঠী Shajed Al Maruf সন্ধান দিল প্রানের গ্রুপ "" নিজের বলার মত গল্প ফাউন্ডেশন "" এবং প্রানপ্রিয় "" ইকবাল বাহার জাহিদ ""স্যারের। জুলাই ২০২০ এ ১১তম ব্যাচে রেজিষ্ট্রেশন করে স্যারের সব শেসন অনুসরণ করতে শুরু করলাম।
আলহামদুলিল্লাহ নিজের ভিতর একটা পরিবর্তন আসল স্যারের কিছু পয়েন্ট নোট করলাম ঃ-
🌺🌺স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন
🌺🌺ছোট ছোট সম্পর্ক একদিন কিসে পরিনত হবে কল্পনার বাইরে
🌺🌺 ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য এমন ভাবে প্রপোজাল তৈরি করুন যেন সাথে সাথেই রাজি হয়ে যাই।
🌺🌺 যে কোন কিছু শুরু করার প্রথম ধাপ পরিবার হোক
❤️❤️এখন বলি এগুলো কিভাবে নিজের জীবনে কাজে লাগালামঃ-
🌺প্রথম শক্তিশালী উক্তি""স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন --স্বপ্নও দেখতাম শুরুও করতাম লেগেও থাকতাম কিন্তু বড় কোন প্রকল্প হাতে নেওয়ার সাহসটা পেলাম স্যারের এই উক্তিতে।করোনার পর দোকান খোলার পর প্রায় সবাই দোকান ছেড়ে দিচ্ছিল কম ভাড়ায় ভাড়া দিয়ে দিচ্ছিল তখন স্যারের এই উক্তিতে সাহস করলাম দোকান একটা নিব নিজে করব প্রায় ১২ বছর অন্যের চাকরি করলাম আর নই।
🌺দোকান নেওয়ার সাহস করলাম স্যারের আরেকটা উক্তি """ ছোট ছোট সম্পর্ক একদিন কিসে পরিনত হবে কল্পনার বাইরে"" এটার জন্য।। কারন তখন আমি এনআরবি কাতার মেসেঞ্জার গ্রুপে যুক্ত ছিলাম চিন্তা করলাম আমারত একটা পরিবার আছে প্রায় ১০০০+। তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করলে নিজের ব্যান্ডিং করলেত ব্যবসায়ে আলহামদুলিল্লাহ কখনো লোকসান খাবনা।
🌺ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য এমন ভাবে প্রপোজাল তৈরি করুন যেন সাথে সাথেই রাজি হয়ে যাই।
যে কোন কিছু শুরু করার প্রথম ধাপ পরিবার হোক"""
এ দুটো এপ্লাই করলাম।
🌺🌺বড় ভাইয়াকে কল করে সুন্দর করে প্রপোজাল দিলাম।"""ব্যবসায়ে সুযোগ বার বার আসে না আর যখন আসে তা লুপে নিতে হয়""এখন অনেকে ইনভেস্ট করতে পারতেছেনা দোকানে বাকি বেশি থাকায় পাইকাররা মাল দিচ্ছেনা। তাই কম ভাড়ায় দোকান ভাড়া দিচ্ছে। আমার যখন আলহামদুলিল্লাহ ১২বছরের অভিজ্ঞতা আছে সবার সাথে ভাল পরিচিতি আছে আমি ইনশাআল্লাহ দোকান নি একটা আপনি কিছু টাকা ইনভেস্ট করেন ইনশাআল্লাহ ব্যবসা রানিং করে ১বছরের মধ্যে পরিশোধ করে দিব।
🥰🥰 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়া রাজি হল টাকা দিতে এবং আমি দোকান নিলাম জানুয়ারি ১তারিখ ২০২১ এ দোকান ওপেন করলাম।
🙋♂️🙋♂️ আলহামদুলিল্লাহ ১২বছর লেগে থাকার পর নিজের কিছু শুরু করে সফলতা হিসেবে ৮মাস পর দোহা কাতারে আমার ২টা দোকান ৪জন সহযোগী আছে।
আমার অনলাইন পেইজ আছে যেটাতে আমি ফ্রী হোম ডেলিভারি দেই।
আলহামদুলিল্লাহ আমার পাইকারী ব্যবসাটাও আছে।
Bangladesh trading centre
Tata new store
Al atihya market
Doha Qatar
পেইজঃhttps://www.facebook.com/AR-collection-Mart-108522028150527/
""" ওইযে স্যার বলল সম্পর্কের কথা আলহামদুলিল্লাহ আমার এনআরবি কাতার পরিবার আমাকে অনেক সহযোগিতা করে।""
❤️❤️❤️ অন্তরের অন্তস্তল থেকে প্রানপ্রিয় প্রিয় মেনটর "" ইকবাল বাহার জাহিদ "স্যারের জন্য অনেক অনেক দোয়া কৃতজ্ঞতা আমাদেরকে এত বিশাল একটা পরিবার গঠন করে দিয়ে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের স্যারকে তাড়াতাড়ি সম্পূর্ণ সেফা দান করুন।
কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে আমার লিখাটা পড়ার জন্য সবার প্রতি শুকরিয়া।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৯১
Date:- ০৮/০৮/২০২১
শুকরিয়াত্বে
আনিছুল আযম
ব্যাচ-১১
রেজিষ্ট্রেশন নং-২১০২১
চান্দগাঁও চট্টগ্রাম
এন আরবি কাতার