আজ বড় ইচ্ছে হচ্চে লিখতে, তোমাদের মাঝে ডুবে থাকতে।
আসসালামু আলাইকুম
❤জীবনের প্রতি ভাজে কত কিছু ঘটে থাকে কিছু বা আবার ক্ষণে ক্ষণে মনে পড়ে। আমি তো বেশ আছি আজকাল ভীষন ভালো আছি তোমাদের কাছে পেয়ে।
🌼একটা সময় গিটার হাতে ভীষণ সময় কাটতো ইন্টার কমপ্লিট করার পর কয়েকটি বছর। মনের ভাষায় ডাইরির লিখায় কত সুর বুনেছি মনে মনে। কত কবিতা লিখেছি আনমনে। কই প্রতিদান তো কিছুই তো পাইনি সমসাময়িক গিটার এর সুর পচন্দ করার সুন্দরী বান্দবী ছাড়া।
😭জীবনে বড় হতে হবে এই চিন্তা কখনোই মাথায় ঘুর পাক খায়নি গত ৩ বছরের আগ পর্যন্ত।
নিলিপ্ত সূর্য দেখার আশায় কতদূর ছুটে চলে ছিলাম পাহাড়ের গা বেয়ে ঘামা ঘামা শরিলে। কিংবা ভোরের শীতল বাতাসে নদীর জলে পা ভিজিয়ে। কই কিছুই তো পাইনি।
আজ কাল ও সূর্য দেখি ভোরের সূর্য। কিন্তু আগের মত সেই মিস্টি রঙ আর নেই নেই সেই আবেগ নেই ভালোবাসা।
শুধু ছুটে চালার অংগীকার। আমি যে একজন উদ্দোক্তা। আমি যে জীবন সংগ্রামের লক্ষ্যে জয়করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আঁটিসাঁটি বেধে নেমেছি। 💪💪💪
🥰🥰আমি যে এক জীবন্ত কিংবদন্তি স্পর্শ পেয়েছি।
শুনেচি তার মুখে কাজকে ভালোবাসলে নাকি কাউকে স্যালুট করতে হয় না।
তাই তো আজ কাল সেই সুন্দরীরমনী কিংবা গোধূলির আলো আমার মন ভোলাতে পারেনা। আমার কোন সময় নেই ওসব নিয়ে ভাবার শুধু কাজ কাজ আর কাজ। দিন শেষে সময় ও কাটে ভালো মানুষের সাথে তার ও সুযোগ করে দিয়েছে সে শ্রদ্ধা ভাজন মানুষটি ।
🥰❤️🥀😍🌺💮🌸
কি না পেয়েছি আমি।
শাসন করার মত,
অনুপ্রেরণা দেয়ার মত,
ভূল গুলো শুধরিয়ে দেয়ার মত,
মন খারাপে সান্ত্বনা দেয়ার মত
মনের কথা প্রকাশ করার মত বিশ্বস্ত
লাখো লাখো ভাইয়া, আপু। যা আমার এ ছোট্ট জীবনে কোথাও পাইনি।
✍️পেয়েচি নিজের পরিচয় নিজে তৈরি করার মত একটা প্লাটফর্ম। পেয়েচি #কৃষাণের_হাসি_এগ্রো নামে মাত্র ৩৭ হাজার টাকা দিয়ে যে প্রতিষ্ঠান এর শুচনা হয়েছিল কিছু দিন পূর্বে আজ তার মূলধন ৩০ গুনের ছেয়ে বেশি আর দিন দিন বৃদ্ধি পাচ্চে ।
হলপ করে বলতে পারি এ পরিবারের বেশির ভাগ মানুষই এই নামটা জানে। আর সব কিছুই সম্ভব হয়েছে প্রিয় মেন্টর এর জন্য।
😲😲শুধু কি তাই,
কারো সামনে কথা বলতে গেলে তো অন্য মানুষের বুক কাপে আমার তো হাটু কাঁপুনি ও শুরু হয়ে যেতো আজ কাল আমি প্রেজেন্টেশন করার অফার পাই।
যে কোন সমস্যার সুন্দর সমাধান দিতে পারি। যে কোন পরিস্থিতিতে মানিয়ে নিতে তেমন একটা সমস্যা হয় না। কারন আমি শিখেছি এ ফাউন্ডেশন থেকে কিভাবে ভলেন্টিয়ারিং করতে হয়। সমস্যা দেখে দৌড়ে পালানোর শিক্ষা আমরা এখান থেকে পায়নি। মাথা ঠান্ডা করে সমাধান দেয়া শিখেচি।
🌸💮🌺 শুধু এই একটা জিনিস ই পাইনি এ পরিবার থেকে।
কি পেয়েছি এর কথা লিখে শেষ করার মত শব্দ চয়ন গুলো।
তবে সহস্রাব্দের মাজে কয়েকটি কথা না হলে নাই হয়
আমি পেয়েছি জীবন গড়ার স্কিল,
ভালো মানুষী চর্চা
একজন ভালো স্যালসম্যান হওয়ার কৌশল
মার্কেটিং কিভাবে করতে হবে তার কৌশল
ইংরেজিতে কথা বলার শিক্ষা
বিনে খরচে পন্য বিক্রির অনলাইন হাট
ই-কমার্স সম্পর্কে আইডিয়া,
সারা বাংলাদেশ তথা ৬৪ জেলায় সহ কারে বিশ্বের ৫৩ টা দেশে একটা নেটওয়ার্ক যা কখনোই ভাংতি হবে না। আর সকল প্রাপ্তিই পাওয়া সম্ভব হয়েছে সেই মহা মানব এর জন্য।
❤️শুধু মাত্র কৃতজ্ঞতা স্বীকার এ কথাটি বলে আজ কাল আর মন ভরে না ইচ্ছে করে জড়িয়ে ধরে বলি খুব ভালোবাসি আপনাকে খুব ভালোবাসি।
যার একটি মাত্র স্বপ্নে লাখো লাখো মানুষের ভাগ্য বদলেযায়। যার একটি মাত্র চিন্তায় পুরো বাংলাদেশ তথা বিশ্বের ৫৩টা দেশের প্রবাসী ভাই বোন দের একত্রে পাওয়া থেকে শুরু করে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যায়।
বর্তমান যুবদের আইডল,জীবন্ত কিংবদন্তি, ভালো মানুষ গড়ার একজন দক্ষ কারিগরি উদ্দোক্তাদের স্বপ্ন দ্রস্ট্রা পথ প্রদশক প্রিয় মেন্টর #জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যার এর শতায়ু ও সুস্থতা কামনা করি।
জিনি নিজে লাখো মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করে আমাদের ও পরামর্শ দিয়েছেন নিজের ভাগ্য নিজে তৈরি করে,জীবনে অন্তত ১জন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করতে।
আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি স্যার এর দেয়া এই কথা রাখতে পেরেচি। 💪💪
আমার ভীষণ কস্ট হয় 😭😭পিচনের কথা গুলো মনে হলে আমি যদি আমার ছাত্র জীবন থেকে এই প্লাটফর্ম পেতাম হয় তো আজ আমি আরো অনেক দূর এগিয়ে💪💪 যেতে পারতাম।
আপসুস হয় সেই বেখালি দিন গুলোর কথা মনে হলে। কত সুন্দর সময় গুলো এলোমেলো ভাবে পার করেচি। তবে যা নস্ট হয়েছে এনাফ আর না আর কোন বৃথায় সময় পার করার মত সময় নেই আমাদের। অনেক কাজ করতে হবে।
পরিশেষে
লিখনির এ প্রান্তে ইতি রেখা টানতে ইচ্ছে হচ্ছে না
কিন্তু
প্রকৃতির চিরন্তর নিয়ম ইচ্ছের বিরুদ্ধে হলেও শেষ করতে হয়।
আজ বড় ইচ্ছে হচ্চে লিখতে,
তোমাদের মাঝে ডুবে থাকতে।
ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক আমাদের পরিবার।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৯২
Date:- ০৯/০৮/২০২১
মেজবাহ আহমেদ
জেলা প্রতিনিধি চাঁদপুর ০৫/৯৪১৪