স্যারের দেওয়া শিক্ষা ও শক্তি নিয়ে আমরা বীরদর্পে এগিয়ে চলেছি।
“অফা গ্রুপ বা উইন ফর অল” ফাইনাল পার্ট :
স্বপ্ন দেখেছি, সাহস করেছি এবং শুরু করেছি, এখন লেগে থাকার পালা।
প্রথমে আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যারের প্রতি সালাম জানিয়ে শুরু করছি। স্যারের দেওয়া শিক্ষা ও সাহস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি নিজের বলার মত একটি গল্প তৈরী করার।
আমরা নরসিংদী জেলার বিভিন্ন থানার কয়েকজন মিলে অবশেষে চুক্তিতে আবদ্ধ হলাম।
এবং জয়েন্ট স্টক কোম্পানী থেকে নিজেদের পার্টনারশীপ ফার্ম নিবন্ধন করে নিলাম। স্যারের নির্দেশনা মোতাবেক পার্টনারশীপ ডিড নিবন্ধন করতে হবে। কিছু কনজিউমারস এবং ফুড প্রোডাক্টস নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। চলছে লাইসেন্স সংগ্রহের কাজ।
যেহেতু আমরা ভালো মানুষ তাই কখনোই কোন প্রকার লাইসেন্স ছাড়া ফটকা ব্যবসায়ী হতে চাইনা। ভালো কিছু পণ্য নিয়ে সবার সামনে আসছি আমরা। আমাদের স্বপ্ন অনেক বড়, ইচ্ছে আছে যেসকল জিনিস মানুষ প্রতিদিন ব্যবহার করছে তার সার্ভিস গুলো দেওয়া, যেন মানুষ ভালো কিছু ব্যবহার ও ভোগ করার সুযোগ পায়।
প্রথমে আমরা চা বোর্ড থেকে লাইসেন্স নিয়েছি, সম্পূর্ণ ক্যামিকেল মুক্ত চা সরবরাহ করবো আমরা । শুধু তাই নয়, মানুষকে লাইভের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি পণ্যের গুনাগুন ও ভালো জিনিস চিনার উপায় এবং ব্যবহার বিধি জানাবো, যেন মানুষ প্রতারিত না হয়।
আমরা চা, চিনি, লবন ও ভোজ্য তৈল ও মশলা নিয়ে কাজ করবো ভাবছি।
ধাপে ধাপে সবকিছু চলে আসবে।
স্যারের দেওয়া শিক্ষা ও শক্তি নিয়ে আমরা বীরদর্পে এগিয়ে চলেছি।
যেকোন ব্যবসা করার জন্য সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জানতে হবে, বুঝতে হবে।
আমরা চাইলে অনেক আগেই চা পাতার ব্যবসা শুরু করে দিতে পারতাম। কিন্তু আমরা চেয়েছি, ভালো করে জেনে বুঝে শুরু করার জন্য। আমরা যদি প্রতারিত হই তাহলে জনগণও প্রতারিত হবে, এটাই স্বাভাবিক।
তাই আমরা চেষ্টা করেছি কিছু তথ্য সংগ্রহ করার জন্য। যা আমাদেরকে প্রতারণা থেকে বাচাঁতে পারবে। জনগণকেও আমরা ঠকবাজদের হতে সাবধান করে দিতে পারবো।
অফা গ্রুপে ও পেজে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ্, আমরা চেষ্টা করবো বিভিন্ন পণ্য সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার জন্য।
আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের স্বপ্ন পূরণ হয় এবং স্যারের দেওয়া নাম "WIN FOR ALL" দেশ ও দেশের বাহিরে প্রতিষ্ঠিত করতে পারি।
সবাই ভালো ও সুস্থ্য থাকুন ।
SOD no: 153
Date: 03.03.2020
মো: সাইফুল ইসলাম মাহাবুব
কমিউনিটি ভলান্টিয়ার
৩য় ব্যাচ
রেজি নং: ৩০০
জেলা : নরসিংদী