যতদিন নিজের ব্যর্থতার জন্য আমরা অন্যকে দায়ি করবো ততদিন ভুল পথে সাফল্য খুঁজে নতুন আর একটা ব্যর্থতার জন্ম দিবো
বিষয় :👉দোষ,সমাধান ও সাফল্য
✍যতদিন নিজের ব্যর্থতার জন্য আমরা অন্যকে দায়ি করবো ততদিন ভুল পথে সাফল্য খুঁজে নতুন আর একটা ব্যর্থতার জন্ম দিবো।
অন্যকে দায়ী না করে যদী একবার নিজের ভুলগুলো খুজে বের করতে পারতাম তাহলে আজ আমি আপনিও হয়তো নিঃসন্দেহে সফলতার তালিকায় নাম লেখাতে পারতাম।
আমাদের অনেকেরই নিজেদের দোষটা চোখে পরে না।
এইযে আমরা আজ প্রবাসে আছি এটা কার দোষ? আমরা নিজেরা কোন উদ্যোগ নিতে পারছি না এটা কার দোষ ভাই?
সব সময় ভাবি আমার জীবনেও যদী একটা সুযোগ আসতো, তাহলে আমি কিছু একটা করে দেখাতে পারতাম।
গুরু থামেন! কে আপনাকে সুযোগ দিবে? আমাদেরকে সুযোগ বা সাহায্য করার জন্য এমন চুক্তিতে কেউ স্বাক্ষর করে জন্মায়নি।
একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা করি কম ভাবি বেশি।
যেমন আমার কি হবে,আমাকে দিয়ে কিছু হবে না, আমি সবার চেয়ে পিছিয়ে,আমারতো ফ্যামিলিগত সমস্যা, হাতে টাকা নাই,যদী কিছু করতে গিয়ে না পারি ইত্যাদী ভেবে মূল কাজটাই শুরু করা হয় না।
নিজের জীবনটাকে নিজেই অযোগ্য ভেবে কাটিয়ে দেই জীবনের আধা সময়।
সাকসেস হওয়ার জন্য শুধু একজন ব্যাক্তিকে দরকার,তাকে সন্মান করুন।
সেই একজন ব্যাক্তি আমি আপনি আমরা নিজে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। সব বিশ্বাস হারিয়ে গেলে যাক;তবে আত্মবিশ্বাস যেন না হারায়।
কারন এই আত্মবিশ্বাসটুকুই নিজের জন্য শ্রেষ্ঠ সম্পদ।
🤔মনে আছে কি! সবাই যখন বলেছিল এত সুন্দর চাকরি ছেরে ব্যাবসা করবা, হাগলে দ্যোচ্চেনি তুয়ারে?
আবার যখন শুরু করার পরে শুরুতে লচ হচ্ছিলো তখন সব পার্টনার হাল ছেরে দিয়ে ছিল, শুধু তাই নয় সবাই বলেছিল ছেলেটাকে বের করে দিয়ে ব্যাবসাটা বিক্রি করে দেই।
তখন বরং সবাইকেই বের করে দিয়ে নিজেই নিজের ব্যাবসার হাল ধরেছিলেন।
কারন আত্মবিশ্বাস ছিল দৃঢ়,আমি পারবো, আমাকে পারতেই হবে, লেগে ছিলেন অবিরাম এবং সফল হয়েছেন 🌅
দেখিয়ে দিয়েছেন তাদের যাহারা বলেছিল ছেলেটাকে বের করে দিয়ে ব্যাবসাটা বিক্রি করে দেই।
🤔আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কার কথা বলছি।
হা আমি আমার প্রিয় স্যার আমাদের ফাউনডার জনাব
👍ইকবাল বাহার জাহিদ স্যারের কথা বলছি।
হাল ছারবেন না, লেগে থাকার বিকল্প নাই, এটা স্যারের কথা।
বসে না থেকে আজই শুরু করতে হবে আমাদের। নিজের আইডেন্টিটি এমন ভাবে তৈরি করতে হবে যেন, যে দুঃসম্পর্কের আত্মীয়টি একদিন দূরে থাকতো,সেও যেন আজ সু-সম্পর্ক করার জন্য পেছনে পেছনে দৌঁড়ায়।
👉যেমনটা ইকবাল বাহার জাহিদ স্যার সফল হওয়ার পরে অনেকেই ফিরে এসেছিলেন।
মনে রাখবেন জীবনে ততটুকুর জন্যই পুরুস্কৃত হওয়া যাবে যতটুকুর জন্য নিজেকে যোগ্য করে তুলা হবে।যোগ্যতার বাইরে কিছু আশা করাটাই অযোগ্যতা।
তবে হ্যা,যখন ডিটারমাইন্ড হয়ে চ্যালেঞ্জ নিয়ে কিছু করতে নামবেন, তখন একদল লোক এসে আপনাকে হতাশ করে দিবে।
আমাদের প্রিয় ম্যানটরের বেলায়ও এমনটা হয়েছিল।
অনেকেই বলেছিল তুমি পারবা না 👎
আপনার স্বপ্নের কথা শুনে তাহারা হাসবে আর বিজ্ঞ পন্ডিতের মতো বলবে "পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
বিশ্বাস করেন এই ভাবেই আমাদেরকে থামিয়ে দেওয়া হয়। আমাদের শেখানো হয় ঐটা তুমার জন্য না।
কিন্তু কেউ বলেনা ঐটা তুমারি জন্য অপেক্ষমান, যাও শুরু করো দেখবে একদিন সফল হবেই হবে। পিপীলিকার পাখা শুধু মরিবার তরেই গজায় না, উরিবার জন্যও গজায়।
তার নগদ প্রমান আমাদের ইকবাল বাহার জাহিদ স্যার।👌
গতকাল পর্যন্ত যে কাজটা পারবো না বলে মনে হয়েছিল, সে কাজটা যদী আজ শুরু করি তবে আগামীকাল কাজটি আমিও পেরেও যেতে পারি।
আমরা অনেক কিছুই করতে পারিনা আমাদের অযোগ্যতার জন্য নয়;শুধু কাজটা আমার দ্বারা সম্ভব হবেনা 'এইটা ভেবে শুরুই করা হয়না।😱
জন্মের পর তো আমরা হাটতে পারতাম না ;অথচ আজ আমরা দৌঁড়াচ্ছি।
এক সময় একা বাজারে যেতেও ভয় পেতাম ; অথচ আজ জীবিকার জন্য একাকী প্রবাসে।
অসাধ্য সেটাই, যেটাকে নিজে ভাবনায় অসাধ্য করে রেখেছি আমরা,এবং পারবোনা ভেবে শুরুই করিনি।
আরে ভাই! শুরু করে যদী সফল নাও হওয়া যায় তাতে কি? শেখা হয়ে যাবে অনেক কিছু পরবর্তী ধাপের জন্য।
তাছারা ব্যর্থতার জন্য কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়না।
তবে চেষ্টা না করার কারনে একটা সুযোগ মিস হয়ে যেতে পারে।
বড় কিছু করতে হলে বড় শ্রম দিতে হয়। পুকুর পাড়ে আরাম করে বসে বড়শি দিয়ে হয়ত সর্বোচ্চ পুটি মাছ ধরা যায়,কিন্তু রুই কাতলা নয়।রুই কাতল ধরতে হলে বড় জাল নিয়ে পানিতে নামতে হবে মশাই।
পানিতে নামতে ভয় পাবার কারন নাই যদী সাতার নাও জানেন ,কারন এখন আমাদের উদ্ধার করার মতো আছে অনেক সাতারু সারা বাংলাদেশ তথা বিশ্বের ৫০ টি দেশে।
বুঝলেন না? বলছি আমাদের প্রিয়
👉নিজের বলার মতো একটা গল্প গুরুপের কথা।
এখন আর ভয় নেই,তাই চাকুরি করবো না, চাকুরি দিবো এই স্লোগানকে সামনে রেখে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে আমি আমাকে গড়ে তুলব এবং সফলতা ছিনিয়ে আনবোই ইনশাআল্লাহ্ এই আত্মবিশ্বাস ধারন করেছি নিজের মনের মধ্যে।
আপনার চিন্তা ভাবনা কি? কমান্ড বক্সে জানাবেন আশা করি।
সবাই ভাল থাকবেন, সবাইকে ভাল রাখবেন,কারন আমরা সবাই ভাল মানুষের হওয়ার প্রতিজ্ঞা করেছি।
SOD no: 154
Date: 04.03.2020
আব্দুস শাকুর ৭ম ব্যাচ
রেজিস্ট্রেশন ৮৫৩
পাবনা,
সৌদী রিয়াদ