মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার প্রতি নামাযে চাওয়া ছিল একজন কন্যা
***আমার গল্প ***
আমার জন্ম রক্ষনশীল, ধর্মভিরু, সম্ভ্রান্ত পরীবারে ৷ছেলেবেলাটা কেঁটেছে বাবা, চাচাদের অতি আদরে এবং তাদের রুচিশীল রুটিনের মধ্যে ৷আমার ফ্যামিলিতে বাবা, চাচারা মেয়েদের এতো বেশি আদর এবং প্রায়োরিটি দিয়েছেন যা আমাদের গ্রামে দৃষ্টান্ত হয়ে,আছে ৷আমরা তিন বোন, এক ভাই, আমিই সবার বড় ৷মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার প্রতি নামাযে চাওয়া ছিল একজন কন্যা ৷আল্লাহ তার চাওয়া ক্ববুল করেছেন আমায় দিয়ে ৷স্বাভাবিকভাবেই বাবার রাজকন্যা আমি, বাবা আমায় একেক সময় একেক নামে ডাকতেন, দিলকি টুকরা, আখোকা রোশনি, মা, স্বর্বজায়া এই নাম গুলো আমার মনে আছে ৷ছেলে বেলাটা গ্রামে কাঁটলেও গ্রামিন পরিবেশ বা গোরামি গুলো কখনোই আমাদের ছুঁতে পারেনি ৷খেলার সাথি বা বন্ধু নির্বাচনেও বাবার নজর ছিল ৷তাই আমার বন্ধু, আমার শিক্ষক, আমার সকল খেলার সাথি আমার বাবা ৷যখন বড় হতে শুরু করলাম তখন বইয়ের সাথে প্রেমটা বাবা করিয়ে দিলেন তবে সে ক্ষেত্রেও বই নির্বাচন এর সিমাবদ্ধতা ছিল, এমন টিভি দেখার ক্ষেত্রেও ৷একটা বই পড়ে তা থেকে কি ভাল লেগেছে তার রিভিউ দিতে হতো ৷বাবাই শিখিয়েছেন মেয়েদের খেলা আর ছেলেদের খেলা বলে পার্থক্য না করতে, আমি রেকেট, ক্রিকেট, দাবা, লুডু, দড়ি লাফ, পুতুল, কাঁনামাছি ভোঁ, ভোঁ সবই খেলেছি বাবার সাথেই ৷এমন কি বাজারে যাওয়া, কুরবানির হাঁটে গরু কিনতে যাওয়া সবই করেছি বাবার হাত ধরেই ৷যা সেই সময়ে একটা অজপাড়া গ্রামে একেবারেই বেমানান৷এমন অনেক স্বৃতি আছে আমার যা লিখে শেষ করা যাবেনা ৷এতো কিছু বলার একটাই উদ্দেশ্য তা হলো আজ আমি গর্ব করে বলতে পারি মেয়েরা যদি চায় সে অনেক অসাধ্য সাধন করতে পারে ৷এখন আমি বউ, মা, বোন, সব ক্ষেত্রেই মানিয়ে চলতে পারি ৷
একসাথে কয়েকটা প্রবলেম মাথায় নিতে পারি ৷তার একটাই কারন এভাবেই গড়ে তুলেছেন আমাকে আমার বাবা ৷পরীবারের শিক্ষাটাই হলো পথ প্রদর্শক ৷
আজ নারী দিবষে আমি আমার সংক্ষেপে তুলে ধরলাম৷সবার ভাল লাগলে পার্ট বাই পার্ট ধারাবাহিক ভাবে কন্যা থেকে বউ, বউ থেকে মা, উদ্যোক্তা হয়ে উঠা, চরাই, উৎরাই পার করার গল্প গুলো করব ৷
(ভালো থাকুক সকল মায়েরা, নারীরা৷এগিয়ে যাক দৃড় পায়ে ৷আমরা নারীরা
দুর্বল নই,চাইলেই পারি হিমালয় জয় করতে)বাবার সাথে বসে ফেসবুক দেখি ছবিটা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ৷
SOD No: 158
Date: 08.03.2020
সুমাইয়া বারী
ব্যাচ: তৃতীয়, রেজি: 3548
ডিস্ট্রিক্ট এম্বাসেডর: মানিকগন্জ
ফাউন্ডার: বারী এন্টার প্রাইজ লি: