শুরু টা ছিল -৫ হাজার টাকা দিয়ে । জীবনের অনেক সময় পার করেছি এই কাজ নিয়ে।
অলস জীবন এখন আমাদের ,ভালো লাগে না। এই সময় তো আমাদের নাওয়া, খাওয়ার ফুসরত থাকার কথা ছিল না । আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছেন!😢 অস্থির লাগছে । সবার সাথে একটু ভালো সময় কাটাতে গ্রুপে আসি তাই।
সবাই নিজেকে নিরাপদ রাখুন ,পাশের মানুষকে ও নিরাপদ রাখুন।
শুরু টা ছিল -৫ হাজার টাকা দিয়ে । জীবনের অনেক সময় পার করেছি এই কাজ নিয়ে।
অনলাইনে শুরুটা ৭ বছর আগে , আমার নিজের নামের id থেকে । ছেলে আমার ক্লাস one পড়ে তখন।(নারায়ণগঞ্জ ) পরিচিত কিছু দূরের বান্ধবীরা তখন নিতো টুক টাক ড্রেস। ছেলেকে স্কুলে ক্লাসে ঢুকিয়ে , হাটতে হাটতে চলে যেতাম s a পরিবহনের অফিসে দূরত্ব( ২০/২৫ টাকা ভাড়া রিকশা) । ২/৩ টা অর্ডার ভাবতাম কতটাকা আর মুনাফা !🤔 রিকশা দিয়ে আসা যাওয়া করলে কি আর থাকবে পকেটে । দরকার নেই রিকশায় উঠার ! হাঁটতে হাঁটতে ই চলে যাই । ২০-২৫ মিনিট হাঁটার পথ । ( আমি খুব দ্রুত হাঁটতে পারি এবং অভ্যস্ত হাটায় ,খারাপ লাগেনা হাঁটতে কখনোই )
এভাবেই শুরুটা অনলাইনে । আস্তে আস্তে টুকটাক অর্ডার শুরু হয়, মন্দ না ( আলহামদুলিল্লাহ) সাথে বাচ্চার স্কুলে ও বেশ ভালো সেল হতে শুরু করে,সব বাটিক থ্রী পীচ ।
ভোরে চলে যেতাম সপ্তাহে ১ দিন ড্রেস কিনতে
,ছেলেকে ঘুমে রেখে ( প্রতিবেশীর কাছে) । আবার ঘুম থেকে উঠার সময় হলে চলে আসতাম। এভাবে বেশ অনেক দিন চলে। আমার সাত রঙ পেজ নিয়ে বেশি চিন্তা করি নি ,কারন বুঝতাম ও না তেমন কিছু । 😚
আস্তে আস্তে কুশন কাভার ,কুরআন কাভার , পার্স ছোট ছোট পণ্য গুলো নিজে নিজে তৈরি করার ভাবনা আসলো । বাসার আসে পাশে লোক খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম ..... ডিজাইন দেখাতাম , অল্প অল্প করে তৈরি করে ,স্কুলে নিয়ে যাই , অর্ডার হয় যা ,তা তৈরি করে দিয়ে চলে বেশ - কয়েক মাস । চাহিদা বাড়তে থাকে.....তখন ভাবলাম পণ্যের costing কমাতে হবে 🤔 দিলাম বাড়িতে(গ্রামে ) দৌড় , বের করলাম কে কে সেলাই কাজ জানে অল্প সল্প হলেও ..... স্যাম্পল দিয়ে দিয়ে বুঝালাম , কেউ পেরেছে ,কেউ পারেনি ।কাপড় কিনতে চলে যেতাম বাবুর হাট । এভাবেই এগিয়ে যাওয়া .......আস্তে আস্তে আজকের এই অবস্থানে....... ( ব্যাবসায়িক জীবন ঢাকা ,সিলেট ও ছিল)
এখন সম্পূর্ণ অনলাইনে ব্যাবসাটিকে ঘুরিয়ে নিয়েছি । এটি আমার ফ্যামিলি বাসা। অফিস দোকান নেই নি বাচ্চাদের সময় দিতে পারবো না এই ভেবে🤔 আমার কথা ,চলছে তো বেশ ভালো 😊! কি দরকার !! মেয়েটা আরেকটু বড় হউক আমার। সময়ই বলবে কি করতে হবে ।
সবাইকে ধন্যবাদ ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৪
২৫-০৩-২০২০
ফারহানা ইয়াসমিন মুক্তা
৮ম ব্যাচ
রেজিস্ট্রেশন -৭৯৫১
জেলা - নারায়ণগঞ্জ ।
অবস্থান- নারায়ণগঞ্জ
পরিচিতি - উদ্যোক্তা ও ব্যবসায়ী।
ব্র্যান্ড- সাত রঙ ( অনলাইন)