এই প্লাটফর্ম টা আপনার আমার আমাদের সকলের
নিজের বলার মত একটা গল্প
--------------------------------
একটু একটু করে আমার এগিয়ে যাওয়া ------
অনলাইনে ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও দেখে আমার এই যাত্রা শুরু
ষষ্ঠ ব্যাচ থেকে লেগে আছি,নিয়মিত স্যারের পেইজে ফলো করতাম
📌আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটি ভিডিও যথেষ্ট ছিলো 22জুন 2019 utv live অতিথি Almasur Rahman স্যারকে নিয়ে Topic এর স্ট্রেইট মেনেজমেন্ট, হতাশা কমানো ও খুশি থাকা -
কিছু কথা আয়ত্ত করতে পেরেছি-
স্বপ্ন দেখো
বিশ্বাস করো
কাজে নেমে যাও
পরিশ্রম করো
ঐ স্বপ্নটা বাস্তব কিভাবে এটা তোমাকে ভাবতে হবে না, এটা আসবে
📌 স্যারের একটি ইচ্ছা সবার ভালো থাকাই তার হ্যাপিনেস, ভালো লাগা তার স্বার্থ
আর আমি সাথে থেকেই লেগে পড়ি
আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এমন মানুষটির জন্য
হাজার বছর বেছে থাকুন আপনি Iqbal Bahar Zahid স্যার
সেই থেকে একটি একটি করে প্রতিটি সেশান গুলো আয়ত্ত করি
😥মধ্যভিত্ত পরিবার থেকে আমার মতো মাকাল ফল কোনো কিছু উদ্যোগ নেওয়া আর তা হোছোট খাওয়া কতটা বেদনার যারা আমার মতো আছেন তারাই বুঝবেন, স্বপ্ন দেখাও পাপ আমাদের জন্য এমন মনে হতো!😥😥
আমার তখন সাময়িক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছিলো না
ব্যবসা বানিজ্য সবমিলিয়ে খুব খারাপ পরিস্থিতি পার করতেছিলাম,কি না কি করবো ভেবে উঠতে পারতাম না।শারিরীক মানষিক ভাবে বেশি বিপর্যস্ত হয়ে গেছিলাম, বিস্তারিত বলতে অনেক সময় এর প্রয়জোন।🙏
🌻আলহামদুলিল্লাহ এই প্রাণের গ্রুপে জয়েন করার পর থেকে আর হতাশা থেকে ঘুরে দাড়াতে পেরেছি এটি আমার প্রথম সাকসেস,
আমাকে প্রথম দিক থেকে তিনজন মানুষ যথেষ্ট সহযোগিতা করেছেন যাদের কথা না বললেই নয় আমার প্রিয় শুভাকাঙ্খী ফেনী জেলার প্রতিনিধিMd Iqbal Hossain ভাই Kuwait থেকে Nurun Nabi Riyaz ভাইএবং খুলনা থেকে Protul Pathak ভাই সবসময়ই আমাকে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে আসছেন।
📌আমি বিশ্বাস করি আমার মতো হাজারো স্বপ্নবাজ তরুণরা এখান থেকে তাদের নতুন পথচলা শুরু করেছেন। যার হাজারো প্রমাণ নিজের বলার মত গল্প।
তাই আমিও হাল ছাড়িনি, লেগে আছি আগের থেকে আরো দ্বিগুণভাবে,এখন অনলাইনে 95%সময় আমার প্রিয় গ্রুপের সাথে কাট।
আপনারা জানেন এই গ্রুপে কিছু নিয়ম নীতিমালা রয়েছে সেগুলো পিন-পোষ্টে দেওয়া আছে।
তারপর প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি আমার শহর থেকে আমার এক বন্ধু কে নিয়ে
ওমান প্রবাসী টীম এর একটা মীটপে অংশগ্রহণ করি,
তারপর একে একে ভালবাসা বেড়ে গেলো
তাই যখন দেশে ছুটিতে যাব একটাই টার্গেট ছিলো সবগুলো প্রোগ্রাম এটেন্ড করবো ইনশাআল্লাহ দেশের যাওয়ার পর আমাদের ফেনী জেলা মীট আপ প্রোগ্রাম, চট্রগ্রাম বিভাগীয় উদ্যাক্তা সম্মেলন, ঢাকা দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন কোন প্রোগ্রাম ই মিস করি নি
অবশেষে ফেনীর প্রথম মীট আপে স্যারের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়ে যায় কিন্তু ভিড় করিনি, চেষ্টা করিনি সেলফি তোলার যদি স্যার কিছু মনে করে অপেক্ষায় ছিলাম,
ইনশাআল্লাহ পরের একটি মীট আপে স্যার আমাকে আশির্বাদ করলেন,এবং নিজে এসে ছবি তোলার কথা বলার সৌভাগ্য হয়েছিল। কি যে আনন্দ লেগেছিল যা বলার ভাষায় প্রকাশ করার মতো নয়, উনার দিকে তাকালেই কেন জানি অন্যরকম শান্তি পায় যেই মানুষ টি শত,হাজার, লক্ষ মানুষকে একি বৃত্তে আগলে রেখেছেন
বিনিময়ে অল্প সময়ে এত কিছু অর্জন করতে পেরেছি সাধারণ সদস্য থেকে কমিউনিটি ভলেন্টিয়ার এবং বর্তমান প্রিয় প্লাটফর্ম এর -ওমান কান্ট্রি এম্বাসেডর হিসেবে দ্বায়িত্ব পালন করছি
আগে মানুষের সাথে কথা বলার অভ্যাস ছিল না, এক ধরনের জড়তা কাজ করতো
আর এখন এক হাজারের কাছাকাছি সদস্য দের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি, প্রতিদিন কোনো না কোনো নতুন সদস্যরা মেসেজ দিচ্ছেন আলাপ আলোচনা করছেন যেন একি পরিবারের সদস্যদের মত
আপনারাই বলুন এমন দৃষ্টান্ত আর কোথায় পেয়েছেন!!
📌 নিঃসন্দেহে আপনি ভালো মানুষি চর্চা এবং ভালো উদ্যোক্তা হওয়ার A to Z কলাকৌশল এর এখান থেকে আয়ত্ত করতে পারবেন শুধু আপনার স্বদিচ্ছা প্রয়োজন
📌কি পেয়েছি
এক কথায় এত গুলো ভালো মানুষকে পেয়েছি যাদের কাছে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারছি দিক নির্দেশনা পাচ্ছি
📌শ্রদ্ধেয় কিছু সিনিয়র বড় ভাই পেয়েছি সবসময় আমাকে বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন
📌ভলেন্টিয়ারিং আমার লাইফে প্রথম অংশ গ্রহণ করা এখান থেকে
📌মানবিক কাজে অংশগ্রহণ করতে হয়
📌সবার সাথে পজেটিভভাবে কথা বলা
📌বিপদে দুঃসময়ে কিভাবে নিজেকে ধৈর্য ধারণ করতে হয়
📌রাগ কিভাবে কন্ট্রোল করতে হয়
📌কিভাবে মা-বাবাকে প্রতিদিন একবার হলেও ভালবাসি বলতে হয়
📌বিজনেস আইডিয়া এবং ফান্ডিং কিভাবে করতে হয়
📌শত বাধা বিপত্তি পেরিয়ে ঘুরে দাড়ানোর কলাকৌশল অর্জন করতে পেরেছি
আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি মহামারী তে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কার্যক্রম স্যার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন
আমি নিজ জেলা ❤ফেনী জেলার সাথে পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পেরেছি সাথে আমাদের ওমান প্রবাসী আরো সদস্যরা অংশ গ্রহণ করেছেন
📌এই অগ্রযাত্রা যদি লক্ষ থেকে কোটি তে পরিণত হয় একবার ভাবুন ত বাংলাদেশ কি পরিবর্তন আসবে আমরা কোথায় পৌছাবো!!
☝আমার একটি চাওয়া আপনাদের কাছে এখন আমরা এক লক্ষ পরিবার
এই প্লাটফর্ম টা আপনার আমার আমাদের সকলের , তাই এটাকে সুন্দর ভাবে পরিচালনার জন্য পজেটিভিটির কোনো বিকল্প নেই
আসুন আমরা হাতে হাত রেখে স্যারের সেই শপথ মেনে চলবো,কোনো অদৃশ্য শত্রু যেন এটাকে গ্রাস করতে না পারে সবাই খেয়াল রাখবেন,
অন্যথায় অনেক ফুল অকালে ঝরে যাবে আমাদের অজান্তে খবর নেওয়ার মতো কেউ থাকবে না😥
📌একটা সময় আসবে, যখন শুধুমাত্র "নিজের বলার মত একটা গল্প" এর সাথে থাকার জন্য সমাজে আপনার একটা আলাদা ইমেজ ও পরিচিতি তৈরি হবে, কারণ সারা বাংলাদেশ জানবে - এরা সবাই ভালোমানুষ।
-প্রিয় স্যারের ভবিষ্যতবানী
প্রিয় স্যার আপনি আমাদের জন্য একজন পথপ্রদর্শক
হাজারো মানুষ আপনার জন্য দোয়া করে।
❤কৃতজ্ঞতা জানাই ওমান প্রবাসী টীমের প্রতিনিধি গন প্রত্যেক সদস্যবৃন্দ যারা আমাকে প্রচুর আন্তরিক সহযোগিতা করেছেন
❤কৃতজ্ঞতা জানাই ফেনী জেলার শ্রদ্ধেয় ভাইদের
আপনাদের হাত ধরে আমার এগিয়ে যাওয়া সুদীর্ঘ পথচলা শুরু
অভিনন্দন এক লক্ষ পরিবারের যুক্ত থাকা সকল প্রিয় শ্রদ্ধেয় মডারেটর, কোর ভলেন্টিয়ার,ডিস্ট্রিক্ট এম্বাসাডর, ক্যাম্পাস এম্বাসাডর, কান্ট্রি এম্বাসেডর, কমিউনিটি ভলেন্টিয়ার এবং শুভাকাঙ্ক্ষী সদস্যবৃন্দ
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৮-০৩-২০২০
🆔Md Jahedul Islam Emon
Country ambassador -NBMG
NRB-OMAN, Dist-feni
Batch-6th,reg-2317
Blood group -AB+
☎+96893153053
📩islamm269@yahoo.com