পৃথিবীর এই ক্লান্তি লগ্নে এই সময় আজ আমি প্রবাসে ভালো নেই,
আচ্ছালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় গ্রুপের প্রিয় ভালোবাসার ভাই ও বোনেরা ?
পৃথিবীর এই মহামারী ক্রান্তিলগ্নে কেউ ভালো নেই আমরা সবাই তা জানি।
এই পরিস্থিতিতে কেমন আছেন কথাটা আসলে কেমন জানি বেমানান লাগে তারপরও আল্লাহতায়ালা সবাইকে ভালো রাখুক,সুস্থ রাখুক।
আল্লাহতায়ালা যে অবস্থায় রাখুক আলহামদুলিল্লাহ।
"কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার প্রিয় জনাব "Iqbal Bahar jahid" স্যারের প্রতি"
"প্রবাসীর কষ্ট "
-------------------
পৃথিবীর এই ক্লান্তি লগ্নে এই সময় আজ আমি প্রবাসে ভালো নেই,
চার দিকে শুধু হতাশা আর হতাশা হাহাকার বন্দী জীবন।এই মহামারি করোনা ভাইরাস এর কারনে
বাসা থেকে বের হতে পারিনা।বাসায় বন্দী হয়ে আছি আজ অনেকদিন তারপরও আমরা প্রবাসীরা নিজেকে নিয়ে ছিন্তা করিনা। হতাশা আর পেরেশানির মধ্যেও সারাক্ষন মাথায় নিজের পরিবার প্রিয় আপনজনদের কথা ভাবি। প্রতিদিন এই মহামারি ভাইরাসে আক্রান্ত ও মৃত মানুষের খবর পাই সোস্যাল মিডিয়া গুলুতে তারপর ও ধৈয্য নিয়ে এখনো বেচে আছি।
এই দীর্ঘ প্রবাস জীবনে তোমাদের কতোই না স্বপ্ন পুরন করলাম।
মা-বাবা, ভাই বোন, স্ত্রী ছেলে মেয়ে সবার জন্য টাকা পয়সা,সোনা দানা,দামি মোবাইল, দামি জামা কাপড়,বাড়ি গাড়ি সবই তো করে দিয়েছি তোমাদেরকে।
আমার সোনালী জীবন যৌবন সমস্ত সুখ ত্যাগ করে
তোমাদের জন্য কাটিয়েছি এই প্রবাসে।
আজ এই দুর সময় নিজেকে বড় অসহায় লাগছে আমার সব থেকেও যেন নেই। আজ যদি এই মহামারি ভাইরাসে আক্রান্ত হয়ে আমার মৃত্যু হয় তোমরা কেউ আমাকে ইচ্ছা থাকলেও ছুঁতে পারবেনা সেটা আমি জানি।
ইতি মধ্যে অনেক প্রবাসীভাই কাছে গিয়ে ঠাই না পেয়ে পেরত এসেছে, এমনকি ঘর তো দুরের কথা বাড়িতে ও ডুকতে পারে নাই শুধুই এই মহামারীতে।
দেশের জন্য এতো ভালোবাসা ত্যাগ প্রবাসে থেকে এতো কিছু করা তার প্রতিদানে কি পেলাম আমরা প্রবাসীরা ?
আমি জানি আমার বেলায় ও তাই হতে পারে, প্রবাসীরা সবার কান্না শুনতে পায়, কিন্তু প্রবাসীদের কান্না কেউ শুনতে পায় না। প্রবাসীর কান্না হল লুকিয়ে লুকিয়ে, কাউকে দেখাতে পারেনা, বলতে পারে না চক্ষু লজ্জার ভয়ে।তার পরেও বলি যদিও মনের অজান্তে কোন আশা স্বপ্ন পুরন বাকি থাকে তাহলে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পুরন করার চেষ্টা করবো আর যদি মরে যাই ক্ষমা করে দিও সবাই।
দেশের দোকান গুলাতে প্রবাসীদের প্রবেশ নিষেধ, আবার কিছু কিছু এমপি, মন্ত্রিরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও প্রবাসীদের নিয়ে কটুক্তি করে হায়রে হতবাগা প্রবাসী।
জানি না প্রবাসীদেরকে দেশের মানুষ কি মনে করে?
কেউ বলে আমরা রেমিট্যান্স যোদ্ধা,
কেউ বলে নবাবজাদা,
কেউ বলে প্রবাসীরা দেশে কিছু করতে না পেরে প্রবাসে যায়,
কেউ বলে প্রবাসীরা হচ্ছে টাকা কামানোর মেশিন,
আবার প্রবাসীদের নিয়ে নাটক, সিনেমা ও হয়।
কেন আমাদের মতো প্রবাসীদের নিয়ে এতো নাটক, সিনেমা এতো কিছু।
এই মহামারি ভাইরাসের কারনে মাত্র কিছুদিন প্রবাসীদের রেমিট্যান্স বন্ধ হওয়াতে দেশের কতোটা ক্ষতি হলো,একবার ছিন্তা করে দেখেন এভাবে যদি আর ২/৩ মাস প্রবাসীদের রেমিট্যান্স বন্ধ থাকে তাহলে ভালো করে বুঝতে পারবেন রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য কতোটা অবদান রাখে।
যারা প্রবাসীদেরকে রাখাপ লাগে তাদের উদ্দেশ্যে বলি প্রবাসীরা নিজে ভালো থাকতে যানে এবং অন্যকে ভালো রাখতে যানে।
দয়া করে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন।আমাদের কষ্ট গুলোকে বুঝতে চেষ্টা করুক।আমরা প্রবাসীরা কখনো নিজের দেশের ক্ষতি চাই না।আমাদের মতো প্রবাসীদের মধ্যে দেশের জন্য, নিজের পরিবারের জন্য, প্রিয় মানুষের জন্য কতোটুকু ভালোবাসা জমা থাকে সেটা একমাত্র আমার মতো একজন প্রবাসীই বুঝতে পারে।
আমরা প্রবাসীরা অনেক সময় একবার রান্না, করে দুইদিন খেয়ে জীবন কাটাই, শুধু কর্মের খাতিরে। শুধু পরিবার-পরিজন ও দেশের খাতিরে। এগুলো মনে পড়লে চোখের কান্না ছাড়া অন্য কিছু আসে না।
আজ এই অবেলায় মনে পড়ে গেল সেই সব হৃদয় স্পন্দিত, বিমর্ষ মুহূর্তগুলো, এগুলো মনে আসলেই নিজের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তারপরও কেন আমরা আজ অসহায়?
তবে যখন এই প্লাটফর্মে ঢুকে আমাদের সবার প্রিয় "জনাব ইকবাল বাহার" স্যারের শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টায় মগ্ন থাকি ততক্ষণ এই মহামারী বন্ধি সময়টা আর মনে থাকে না। খুবই দুঃখ নিয়ে লিখতে বসেছি, চোখের জল টলমল করছিলো। কিন্তু যখন প্রিয় গ্রুপের পোস্টগুলো দেখি আনন্দে মনটা উতলা হয়ে যায়। দোয়া করবেন সকলে সব সময়, যেনো কাছে থাকতে পারি এবং মনটা শান্তিতে রাখতে পারি।
ধন্যবাদ প্রিয় শিক্ষক "জনাব ইকবাল বাহার জাহিদ" স্যার এতো সুন্দর প্ল্যাটফর্ম আমাদের উপহার দেয়ার জন্য যে প্লাটফর্মে অটোমেটিক নিমিষেই মন ঘুরে যায়।
আমার লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
"বুকে কষ্ট মুখে হাসি
আমরা সেই প্রবাসী "