নিজের বলার মতো একটা গল্প " যা আজও এ যুগে এরকম ঘটনা সত্যিসত্যিই বিরল।
শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রানপ্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে
নিজের বলার মতো একটা গল্প " এখন ১ লাখ সদস্যের পরিবারের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা আজ ১ লাখের একটি পরিবার হতে পেরেছি।
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রমে উদ্দোক্তা হওয়ার একটি সম্পূর্ণ বিনামূল্যে অসাধারণ অসামান্য বিশ্বসেরা প্লাটফর্ম তৈরি করেছে যার নাম " নিজের বলার মতো একটা গল্প " যা আজও এ যুগে এরকম ঘটনা সত্যিসত্যিই বিরল। এটা একটি সামাজিক ব্যবসাতে পরিণত হয়েছে। সেই মেন্টর গুরুকে জানাই অবিরাম অফুরন্ত ও হৃদয়ের নিংড়ানো ভালোবাসা এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা।
আজ চারিদিকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সবকিছু রুদ্ধ হয়ে গেছে। কিন্তু থেমে নেই উদ্দোক্তা হওয়ার কর্মশালা।এটা এমন একটি প্লাটফর্ম যে ঘরে বসে লাখো তরুণ তরুণী উদ্দোক্তা হওয়ার স্বপ্ন বুকে ধারন করে স্যারের প্রতিটি সেশন অধ্যায়ন করে যাচ্ছে। যা সত্যি সত্যিই নজিরবীহিন -যেখানে কোভিড-১৯ এর কারণে সবকিছু তথা পুরো বিশ্ব স্থবির হয়ে গিয়েছে সেখানে আমাদের কার্যক্রম বিন্দুমাত্র ব্যাঘাত ঘটেনি বলে আমি মনে করি! আমরা আজ যে সংকট সময় পার করছি এই সময় কে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হওয়ার প্রস্তুত হই।কারণ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কোরআনে ইরশাদ করেছেন যে- সরা ইনশিরা আয়াত- ৫ ও ৬" কস্টের পরে সুখ রয়েছে , অবশ্যই কস্টের পরে সুখ রয়েছে "।
স্যার একটা কথা বলেছিলেন দিন ও সেশন ২৭ এ " যে কোন সমস্যা থেকে আইডিয়া "- কেউ দেখছে সমস্যা আর আপনি খুঁজবেন সেখানে 'সম্ভাবনা '।
তাই আমরা যারা ৯ম ব্যাচের ৯০ দিনের কর্মশালায় আছি - আমরা ঘরে বসে বিজনেস প্ল্যান তৈরি করতে পারি। আমি মনে করি - "সংকটের মাঝে নতুন কিছু সৃস্টি হয়, নতুন কিছু সৃস্টি করা যায় এবং নতুন কিছু সম্ভাবনা দেখা যায় "
পরিশেষে সবার সুস্থতা ও দীর্ঘআয়ু কামনা করে আজ এখানে শেষ করছি।।।।আল্লাহ হাফেজ।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৮-০৩-২০২০
মোঃ আহসান হাবীব
সদস্য
নিজের বলার মত গল্প
ব্যাচ-৯ম
রেজিষ্ট্রেশন নং-১১২২৩
জেলা -বগুড়া
বর্তমান অবস্থানঃ বগুড়া সদর উপজেলা।