দেখতে দেখতে প্রানের গ্রুপের ১ লক্ষ সদস্যের একটি পরিবারে পরিনত হয়েছি আমরা
দেখতে দেখতে প্রানের গ্রুপের ১ লক্ষ সদস্যের একটি পরিবারে পরিনত হয়েছি আমরা, এইতো মনে হচ্ছে সেইদিন গ্রুপে যুক্ত হলাম, কেউ কাউকে তেমন একটা ছিনতাম, গ্রুপের আগাগোড়া বুঝতাম না,২০১৮ সালের জুলাই মাসে এই গ্রুপে যুক্ত হই, যদিও প্রথম দিক থেকে কিছু তেমন একটা বুঝতে পারতাম না, তখন ভাবতাম মনে হয় এটা হয়তো কোন টাইম পাস করার একটা গ্রুপ হবে, নাম যেহেতু নিজের বলার মত একটা গল্প, তাহলে এমনি হওয়া স্বাভাবিক। কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে লাগলাম তখন উপলব্ধি আসলো, না এইতো এক বিশাল একটি প্লাটফর্ম , যেখানে সব সময় ভালোমানুষ হওয়া,মানবিক কাজ করার,উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছেন এই দেশের এক গর্বরত্না মায়ের কৃতি সন্তান নাম তার ইকবাল বাহার জাহিদ স্যার। আমিতো প্রতিনিয়ত অবাক হচ্ছিলাম আজকালের দুনিয়ায় বিনা পয়সায় কেএ বা এতো শ্রম দেয়,ছোট বেলায় শুনছিলাম বিনা স্বার্থে বিনা টাকায় নাকি কেউ বোঝা বহন করতে রাজি না, কিন্তু আমি একজন স্বার্থবাজ মানুষ দেখেছি এইগ্রুপে যার স্বার্থ শুধু একটাই এই দেশের বেকার তরুন তরুনীদের কে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা,ভালো মানুষ হিসাবে গড়ে তোলা। এই দেশেকে বেকার মুক্ত করার যে স্বপ্ন প্রিয় মেন্টর দেখেছিলেন আজ এই গ্রুপের প্রায় ২৫০০ হাজার উদ্যোক্তা তৈরী হওয়ার মাধ্যমে স্যারের যে শ্রম, ঘাম,মেধা,সময় ব্যয় হয়েছে, স্যারের দেখা সেই স্বপ্ন কিছুটা হলেও স্বার্থক হয়েছে বলে মনে করি।এটাকে আমি একটা অনলাইন বিপ্লব মনে করি, আজকে স্যারের সেই বিপ্লবী আহবানে ১০০০০০ লক্ষ শিক্ষার্থীর পাশাপাশি আমরা ভালো মানুষী হওয়ার চর্চা করছি প্রতিনিয়ত। কারণ স্যার আমাদেরকে নৈতিকতা, পরোপকারী, সামাজিক কাজ,ব্যবসায় কিভাবে ভালো করা যায়, উদ্যোক্তা হতে কি কি গুনাবলি লাগে, কিভাবে ফান্ড সংগ্রহ করবো এই সবকিছু প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন কোন রকম বিনা পারিশ্রমিকে যা পৃথিবীতে বিরল।স্যারের প্রতি কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না।প্রতিনিয়ত স্যারের অনুপ্রেরণা বুকে লালন করতেছি, আর স্বপ্ন দেখছি কিছু একটা করে নিজের বলার মত একটা গল্প তৈরী করার।বিশ্বাস করেন এই প্লাটফর্ম এ আসার আগেও কখনো চিন্তায় করতাম না যে আমাকে কিছু একটা করতে হবে,এবং আমাকে দিয়ে যে কিছু একটা হবে তাও বিশ্বাস করতাম না, কিন্তু এই গ্রুপে আসার পর থেকে আমার মনের মধ্যে বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে,আমার বিবেক প্রতিনিয়ত খোঁচা দিচ্ছে সবাই পারলে তুই পারবি না কেন। প্রিয় স্যারের প্রতিটি সেশন থেকে এতোটাই অনুপ্রেরণা পাচ্ছিলাম মনে হচ্ছিলো হুঁচট খাওয়া ভগ্ন হৃদয়টা আবার জাগ্রত হতে শুরু করলো, আশার পানি অন্তরে ফোঁটা ফোঁটা করে জমছে। এখন আমার মধ্যে এতটুকু বিশ্বাস তৈরী হয়েছে অন্তত জীবনে একটা ছোট্ট গল্প হলেও তৈরী করতে পারবো ইনশা-আল্লাহ।যা হবে আমার জীবনে নিজের বলার মত একটা গল্প।অনেককিছু লেখার ছিলো অন্যসময় লিখবো ইনশাআল্লাহ।
অভিনন্দন জানাই ১ লক্ষ ভালো মানুষের পরিবারের আমার প্রানপ্রিয় ভাই এবং বোনদেরকে।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি আমাদের জন্য সুন্দর একটি পরিবার উপহার দিয়েছেন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৮-০৩-২০২০
👱হাবিব উল্যাহ
👨🎓 ৮ম ব্যাচ
🖋️রেজি.নং: ৩৩৮৫
👬কমিউনিটি ভলেন্টিয়ার
🏝শেয়ারহোল্ডার:নুজুম গ্রুপ কাতার . পার্টনার:দ্যা গ্র্যাভিটি টাইম,মিরপুর
🇧🇩 ফেনী জেলা
💉ব্লাড-গ্রুপ B+
🇶🇦 কাতার প্রবাসী
📱+974 33714229
📧 hmmotasimhabib5685@gmail.com