সারা দেশে যখন মাস্ক এর রমরমা ব্যাবসা, সেখানে আমাদেরই ভাইয়া আপুরা যার যার অবস্থান থেকে বিনামূল্য বা স্বল্পমূল্য মাস্ক হ্যান্ড সেনিটাইজার বিতরন করছে।
নিজের বলার মতো গল্পের দুই বছরের প্রথম ব্যাচ থেকে আজকে পর্যন্ত যারা যুক্ত হয়েছেন এবং প্রিয় মেন্টর ইকবাল বাহার স্যার সহ সবাইকে সালাম ও শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম।
পৃথিবী যখন নিস্তব্ধ প্রানঘাতী ভাইরাসের আক্রমনে আমরা কেউই ভালো নেই মানসিক ভাবে। প্রথমেই প্রিয় পরিবারের সকলের সুস্থতা কামনা করছি।
স্যারের ছোট্ট পরিবারের বিশাল প্রাপ্তি এক লাখ সদস্য পূর্ন হলো আজ আলহামদুলিল্লাহ। আর আমি/ আমরা সবাই সেই পরিবারের সদস্য হতে পেরে সত্যি গর্বিত। যে পরিবারে পজিটিভ চিন্তা ধারার কর্মী এবং কাজ আছে এমন একটা পরিবার প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য আবার ও সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কোনো ব্যাবসায় বা উৎপাদনের সাথে জড়িত না তবুও প্রতিনিয়ত দেখছি, শিখছি নিজে কিছু করবো এই চিন্তা মাথায় নিয়ে প্রস্তুতি নিচ্ছি। নিজের বলার মতো গল্প উদ্যোক্তা বিষয়ক একটা অনলাইন প্লাটফর্ম শুধু এইটুকুতে সীমাবদ্ধ না। আমাদের পরিধি বিস্তৃতি অনেক বিশাল যা এই পরিবারের মানুষদের কর্মকাণ্ড দেখলে খুব সহজেই বুঝতে পারি।
সারা দেশে যখন মাস্ক এর রমরমা ব্যাবসা, সেখানে আমাদেরই ভাইয়া আপুরা যার যার অবস্থান থেকে বিনামূল্য বা স্বল্পমূল্য মাস্ক হ্যান্ড সেনিটাইজার বিতরন করছে।
যখনই কারো ব্লাড লাগে সবাই দ্রুত সাড়া দিয়ে এগিয়ে আসে। এই গ্রুপের কার্য বিস্তৃতি বলে আমি শেষ করতে পারবনা শুধু দুইটা পয়েন্ট বললাম। এছাড়াও জরুরী প্রয়োজনে আমরা যেকোনো ধরনের সাহায্যর জন্য সবাই সবাইকে পাশে পাই। একসাথে এতকিছু আর কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নাই। আর এই সবকিছু সম্ভব হয়েছে স্যারের অক্লান্ত পরিশ্রম, শিক্ষাদান, অনুপ্রেরনার জন্য। তবে সত্যি আমি গর্বিত এই পরিবারে, এই গল্পে থাকতে পেরে। স্যারের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এই পরিবারের ছোটো বড় সকল ভাই বোনের সুস্থতা কামনা করছি।
সবাই বাসায় থাকুন
নিরাপদ থাকুন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৮-০৩-২০২০
সাহিদা আক্তার
জেলাঃ লক্ষীপুর
বর্তমান ঠিকানাঃ কল্যানপুর, ঢাকা
ব্যাচঃ সপ্তম
রেজিস্ট্রেশন নম্বরঃ ১৬৪৪