আপনি এখন একবার চিন্তা করুন আপনি এখন একবার চিন্তা করুন আগামী পাঁচ বছরে আমাদের অবস্থান টুকু কোথায় যাবে আমরা কি
নিজের বলার মত একটা গল্প নিজের বলার মত একটা গল্প, ১ লক্ষ পরিবারের সদস্য পূর্ণ হল এই নিয়ে আমার মনোভাব প্রকাশ করার চেষ্টা।
৮১৮ দিনে আমাদের এই এক লক্ষ সদস্য নিয়ে শৃঙ্খলা ভদ্রতা ও নিয়মানুবর্তিতা সহিত একটা পরিবার গঠন করা এতটা সহজ নয়, যতটা সহজে এ প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন ইকবাল বাহার জাহিদ স্যার। বাংলাদেশের সর্ববৃহৎ নলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রামটি আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে করতে সক্ষম হয়েছে কোনরকম বাহিরের মানুষের কাছ থেকে অনুদান ব্যতীত, আমাদের শিক্ষামূলক যে পেইজ আছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ২৫০০০০ এর অধিক, আমাদের শিক্ষাব্যবস্থা বাংলাদেশের ৬৪ জেলায় এবং ৫০ টির অধিক দেশে চালু আছে। যদিও আমরা লিখিতভাবে বা মৌখিকভাবে যদিও আমরা লিখিতভাবে বা মৌখিকভাবে এক লক্ষ মেম্বার কিন্তু আমি বিশ্বাস করি এর বাইরে আমাদের আরো ২০ থেকে ৩০ হাজার মেম্বার আছে।
আমাদের প্ল্যাটফর্ম থেকে ২০২০ সালের মধ্যে ৭০০০ উদ্যোক্তা তৈরি করবে আমাদের প্রিয় শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার এবং এদের মাধ্যমে ১০০০০০ লোকের নিশ্চিত কর্মসংস্থান নিশ্চয়তা দিবেন।
আপনি এখন একবার চিন্তা করুন আপনি এখন একবার চিন্তা করুন আগামী পাঁচ বছরে আমাদের অবস্থান টুকু কোথায় যাবে আমরা কি বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে আমাদের এই পরিবারের অবদান কতটুকু রাখতে সক্ষম হয়েছে সেটা কি বাংলাদেশ সরকার সহকারে সারা বিশ্ব দেখবে না?
তখন আমাদের স্যারের নামটি কি E-Cap ইংরেজি বিজনেস ম্যাগাজিন এর মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সেটা পৌঁছে যাবে ওয়ার্ল্ড গিনেজ বুকে সেটাও সম্ভব কারন আমরা সবাই সৎ সাহসী ও ভালো মানুষ আর আমাদের এই মানুষগুলো তৈরি করার কারিগর হচ্ছে ইকবাল বাহার জাহিদ স্যার স্যারের অবদানই আমরা সবাই আজকে নিজেকে নিজের পরিচয় দিতে গর্ববোধ করি, তাছাড়া তার আগে আপনি যত বড় ব্যবসায়ী থাকুন না কেন যত ভালো পোস্টে কাজ করেন না কেন নিজের পরিচয়টা দিতে একটু হলেও জড়তা ছিলো কিন্তু এখন তা নাই আপনি গর্বের সহিত নিজের পরিচয় দিতে পারেন। এটাই হচ্ছে আমার আপনার সবচাইতে বড় পাওয়া।
আমি সি এম হাসান এই প্রিয় প্ল্যাটফর্মের তৃতীয় ব্যাচের একজন গর্বিত ছাত্র আমি যখন থেকে প্ল্যাটফর্মের যুক্ত ছিলাম তখন থেকে তার মর্ম তা বুঝতে পারেনি। যখন থেকে বুঝতে পেরেছি যখন থেকে বুঝতে পেরেছি তখন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড গ্রুপকে দিচ্ছি তার প্রমাণ স্বরূপ তার প্রমাণ স্বরূপ টানা তিনবার স্যারের দেওয়া ঘোষণায় টপ-২০ এসেছি, এই স্থানে আসাটা এতটা সহজ নয় যারা আসে কেবলমাত্র তারাই বুঝে যারা আসে কেবলমাত্র তারাই বুঝে। অনেক সময় দিতে হয় গ্রুপকে এখন অনেকে প্রশ্ন কি পেয়েছেন তাহলে এত সময় দিয়ে?
তাদের উত্তরে আমি গর্ব করে বলতে পারি
👉আমি নিজেকে ব্র্যান্ডিং করতে পেরেছি,
👉 এখানে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছি,
👉এখানে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে শিখিয়েছে
👉 শিখিয়েছে বিনাশ্রমে শ্রম দিতে,
👉শিখিয়েছে কি করে একজন দক্ষ ও সৎ স্বেচ্ছাসেবক হতে পারি,
👉শিখিয়েছে কি করে লিডারশিপ অর্জন করতে হয়, 👉 শিখিয়েছে সারা বাংলাদেশ এবং বিশ্বজুড়ে নেটওয়ার্কিং করতে হয়
👉 শিখিয়েছে মা বাবা পরিবারের প্রতি কী করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয় ,
👉শিখিয়েছে গরীব দুঃখী মানুষের সাথে কি করে থাকতে হয়
👉শিখিয়েছে কি করে নিজেকে নিয়ে গর্ব করা যায়
👉 শিখিয়ে সে কি করে অন্যের গুণ গাওয়া যায়,
👉শিখিয়েছে কি করে অন্য ব্যবসায়ীকে নিজের ব্যবসা মনে করে প্রমোট করা যায়,
👉শিখিয়েছে কি করে একজন ভালো ব্যবসায়ী হওয়া যায়,
👉শিখিয়েছে কি করে একজন ভালো উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়।
এর থেকে আরও বেশি কিছু চাওয়ার আছে?
আজকেই এক লক্ষ পরিবারের সদস্য হতে পেরে সত্যিই আমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করি এই ১ লক্ষ সদস্যদের মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার সদস্য আমাকে চেনে এবং আমি বিশ্বাস করি আগামী কিছুদিনের মধ্যে এভাবেই সবাই চিনবে আমাকে।
এটা কার জন্য সম্ভব হয়েছে জানেন এটা কার জন্য সম্ভব হয়েছে জানেন ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য স্যার আমাদেরকে এমন পরিবারের বন্ধনে আবদ্ধ করেছে 👉যেখানে আমরা চাইলেই গালি দিতে পারব না,
👉 চাইলেই কেউকে অপমান করতে পারব না,
👉 চাইলেই আমরা কেউ কাউকে হিংসা করতে পারব না।
আমরা সাধারণত কেউ উপরে উঠতে চাইলে তাকে পেছন থেকে আরেকজন টেনে ধরে যাতে না উঠতে পারে কিন্তু এই প্ল্যাটফর্মটি আপনাকে শিক্ষা দিচ্ছে কি করে একজন উপরে উঠতে চাইলে আপনি পরের সিঁড়িগুলো সামনে বেঁধে দিবেন যাতে তার উপরে ওঠার রাস্তার একেবারে সহজ ও সরল হয় বাংলাদেশের কোন প্লাটফর্মে শিক্ষা দেবে না এই প্লাটফর্মে ব্যতীত।
তাহলে কি আপনি প্ল্যাটফর্ম এর সদস্য হিসেবে গর্ববোধ করেন না?
আসুন আমরা সবাই আমাদের এই পরিবারকে ভালোবাসি, নিজের হাতে যতটুকু সময় থাকে সময়টুকু দেওয়ার চেষ্টা করি, বিশ্বাস করেন আপনি যত বেশি সময় দিবেন তত ভাল কিছু পাবেন আপনি। হয়তো এটা আজকে বুঝেন না কিন্তু ঠিকই পরে হলো বুঝবেন।
ধন্যবাদ এই গ্রুপের সমস্ত এডমিন, মডারেটর, কোর ভলেন্টিয়ার, কমিউনিটি ভলান্টিয়ার, ডিস্ট্রিক অ্যাম্বাসেডর, জোন এম্বাসেডর, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, কান্ট্রি এম্বাসেডর, সহ সকল গর্বিত সদস্যদের কে যাদের অক্লান্ত পরিশ্রমে গুটি গুটি পায়ে আমরা এসে পৌঁছেছি এই সাফল্যের দ্বারপ্রান্তে। আপনাদের চেষ্টা আপনাদের অনুপ্রেরণা না থাকলে আজকেই এক লক্ষ পরিবারের জন্মই হতো না।
আমরা সবাই সকলের জায়গা থেকে সবার সর্বোচ্চ চেষ্টা টুকু করব এই গ্রুপটা কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।
জয় হোক মানবতার, জয় হোক নিজের বলার মত একটা গল্প গ্রুপের, দোয়া রইল এই গ্রুপের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি এবং গ্রুপের সকল সদস্যদের প্রতি।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৮-০৩-২০২০
👦 সিএম হাসান
👉কমিউনিটি ভলেন্টিয়ার
✒️সদস্যঃ 'রিসার্চ এন্ড প্রোমোশন টিম
👨🎓 তৃতীয় ব্যাচ
🖋️রেজি.নং: ৩৫২৭
🖋️ পোষ্টের সংখ্যা: ৮৮ টি
💼 প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion World
https://www.facebook.com/QBFASHIONWORLD/
💼 অনারেবল ডাইরেক্টর: নুজুম গ্রুপ
💉 ব্লাড গ্রুপ: A+
🇧🇩 লক্ষ্মীপুর জেলা
🇶🇦 রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
📱+974 33492465
📧 cmhasan790@gmail.com