আসলে নিজেই যখন অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাওয়া স্রোতে ভাসছি ।
আসলে নিজেই যখন অন্ধকারের অতল গহ্বরে
তলিয়ে যাওয়া স্রোতে ভাসছি ।
কোনো কূল কিনারা খুঁজে না পেয়ে নিজেকে আত্মগোপন করার প্রচেষ্টা চালায় ।
এমতাবস্থায় আমার এক ফ্রেন্ড আমাকে ইনভাইট করে নিজের বলার মতো একটি গল্প গ্রুপের। আমি তার কাছে চির কৃতজ্ঞ। সেই থেকেই আমি আস্তে আস্তে স্যারের সেশন ও ভালো মানুষের পোষ্ট আমাকে অনেক আকৃষ্ট করে। আমার মধ্যে প্রেম হয় ,ভালোবাসা হয়, এখন আমি বলতে পারি আমি একজন এই গ্রুপের গর্বিত সদস্য ।যারা এই গ্রুপে যুক্ত আছেন তাদেরকে অনেক আপন মনে হয় । অনেক ভালো লাগে।
আসলে বিখ্যাত হবার তেমন কোন যোগ্যতা আমার নেই। তবুও আমি মনে করি যেকোন মানুষ লাইফের যেকোন সময় বিখ্যাত হওয়ার ক্ষমতা রাখে।আমি ভাগ্য ও কর্মের মধ্যে কর্মেই বেশি বিশ্বাস করি।
আমি কাজের মাধ্যমে ও চেষ্টার মাধ্যমে নিজেকে বদলাতে চায়। একজন ভালো মানুষ হতে চাই। মানবতার সেবায় , সমাজ সেবায়, দেশের কল্যাণে নিয়োজিত রেখে কাজ করতে চাই।
সুনাম সবার ভাল লাগে, কিন্তু বদনাম হজম করার শক্তি খুব কম মানুষের থাকে। আমরা বাংলাদেশে জন্ম নেয়া মানুষ। খুব কম মানুষ এখানে সুখী কিংবা নিজের জীবন নিয়ে তৃপ্ত। কিছু মানুষ আমার কাজে বিরূপ মন্তব্য করবে তাতে আমি মোটেও বিচলিত নই।অসুখী মানুষের প্রধান বিনোদন অন্যজনের ব্যর্থতা অসচ্ছল দেখা। ব্যর্থতা দেখার সুযোগ না পেলে তাকে ব্যর্থ মানুষ প্রমাণ করা কিংবা সমালোচনা করে তার অর্জনকে খাটো করা । এদের থেকে দূরে থাকুন।আমি ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়তে জানি কিন্তু কখনো সম্পর্ক ছিন্ন করিনি
আজকে এই গ্রুপের সকল সদস্য ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি ।
এমন কোনো কাজ করবেন না যাতে করে আমাদের এই বিশাল প্ল্যাটফর্ম টি আপনার হারাতে হয়।
এই গ্রুপটি যিনি নিঃস্বার্থ ভাবে আমাদের কে ক্লাস করে
বোঝিয়ে দিচ্ছেন। স্যারের অতি মূল্যবান সময় ব্যয় করে, আপনার জন্যে, অসহায় গরীব দুঃখী মানুষের জন্য, এই সমাজের জন্যে কাজ করে যাচ্ছেন। এরকম সাদা মনের মানুষ আছে বলেই
আজকে আপনি আমি সফল উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছি, ভালো মানুষ হওয়ার চিন্তা করছি,
নিজের বলার মতো একটি গল্প তৈরী করার জন্যে চেষ্টা করতেছি। আর আমার বিশেষ করে আজকে একটা গল্প মনে পড়ছে
তার একটু অংশ বিশেষ শেয়ার করছি।
আমরা জানি যে হরিণ এক লাফে যায় নয় হাত।
আর বাঘ এক লাফে যায় আট হাত।
কিন্তু এক সাথে যখন দৌড়ায় তখন কিন্তূ হরিণ বাঘের শিকারের খাবার হয়ে যায় । তার কারণ হলো হরিণটি বারবার পিছনে তাকিয়ে তার পিছনে অবস্থানটা দেখতেছিলো । এই থেকে বুঝতে হবে যে আমাদের পিছনে তাকানো যাবেনা । স্যারের সেশন ও কথা অনুযায়ী-- আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।আত্মবিশ্বাস বাড়াতে হবে, লেগে থাকতে হবে, কাজকে ভালোবাসতে হবে, জিবনে সফলতা অর্জনে পরিশ্রমের বিকল্প নেই।
পরিশেষ অনেক কথা বলেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই সাবধানতা অবলম্বন করবেন।
🌹 নিজে সচেতন হই অন্যকে সচেতন করি 🌹
🌹নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি 🌹
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৯-০৩-২০২০
🌷আমি ফেরদৌস আহমেদ
🌷নিজ জেলা নরসিংদী
🌷ব্যাচ নাম্বার অষ্টম
🌷রেজিস্ট্রেশন নাম্বার 8994
🌷রক্তের গ্রুপ AB+
🌷বর্তমান ঠিকানা জেদ্দা সৌদি আরব।