ভলান্টিয়ারিং করার অভিজ্ঞতা অর্জন করেছি
স্বপ্ন দেখুন, সাহস করুণ
শুরু করুণ এবং লেগে থাকুন
সাফল্য আসবেই --- ইকবাল বাহার জাহিদ স্যার
আলহামদুলিল্লাহ,
আমরা এখন ১ লক্ষ+ ভালোমানুষের পরিবার "নিজের বলার মতো একটা গল্প "
আজ থেকে এক দের বছর আগের কথা, ছোট একটা প্রাইভেট জব করে দিন কাটছিলো। পাশাপাশি কিছু করার একটা মানসিকতা তৈরি হয়েছিল আর্থিক টানপোরনের কারণেই, তাই দুই কলিগ মিলে সিদ্ধান্ত নেই ই-কমার্স বিজনেস করবো, যে কথা সেই কাজ চারজন পাটনার মিলে শুরু করি চাকরির পাশাপাশি দেশবাজার ডটকম ডটবিডি নামে একটা পেজ এবং ওয়েবসাইট দিয়ে অনলাইন বিজনেস কিন্তুু ঐ যে পাটনার প্রব্লেম, অংকুরেই সপ্ন ভংগ। হতাশায় মটিভেশনাল ভিডিও দেখা শুরু, ভালো লাগতো সোলাইমান সুখন, আইমান সদিক, আফজাল হোসেন ভাইয়া সহ আরও কয়েক জনের ভিডিও। কিন্তুু মোটিভেশন তো মোটিভেশনই, যখন দেখি তখন কাজ করে.. ভিতরে অনেক কিছু করে ফেলবো, কিন্তুু ভিডিও দেখা শেষ তো মোটিভেশন ও শেষ। তবে ভিডিও গুলো দেখে একটা বিষয় খুব ভালো ভাবেই বুঝতে পারছিলাম যে জীবনে সফল হতে হলে একজন পথপ্রদর্শক প্রয়োজন। তখন থেকে শুরু হলো ইউটিউব এবং ফেজবুকে একজন পথপ্রদর্শক খোঁজা, একটা ভালো ব্যবসায়িক গ্রুপ খোঁজা -যিনি বা যারা একটি গাইডলাইনের মাধ্যমে অনলাইনে ধারাবাহিক ভাবে বিজনেসের বিভিন্ন বিষয় শিখাবেন এবং আল্লাহর অশেষ রহমত সরুপ পেয়ে গেলাম আমার ব্যবসায়িক এবং সামাজিক শিক্ষার পথপ্রদর্শক আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের একটা ভিডিও। দেখি ঢাকা লাইভ ইউটিউব চ্যানেলে, যার লিংক https://youtu.be/JKinxYIPcpY
তারপর থেকেই স্যারের সব ভিডিও দেখা শুরু করি এবং আমার পছন্দের ব্যাক্তিত্ত ও পথপ্রদর্শক হিসেবে পরিনত হন আমার মেন্টর। তারপর তার সাথে সরাসরি দেখা করার সাদ পুরন হয় River Cruise & Entrepreneurs Carnival 2018 প্রোগ্রামের মাধ্যমে। আমি যখন নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম ফলো করা শুরু করি, তখন ৩য় ব্যাচ এর মাঝামাঝি সেশন চলছে ৬০০০ সদস্য নিয়ে, সেগুলো শেষ করে নতুন করে আবার চতুর্থ ব্যাচে ২৩ অক্টোবর ২০১৮ প্রথম থেকে শুরু করি আমরা ৩০০০০ সদস্য। তারপর থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ ১০০০০০+ সদস্যের একটা বিশাল ভালোবাসার পরিবারে পরিনত হয়েছে আমাদের "নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্ম। আলহামদুলিল্লাহ ১ লক্ষের বিশাল এই পরিবারের আমিও একজন গর্ভিত আজীবন সদস্য।
ভালোবাসার প্লাটফর্ম থেকে অনেক জ্ঞান অর্জন করছি প্রতিদিনই। প্রতিনিয়তোই কিছু কিছু অভিজ্ঞতা অর্জন হচ্ছে জীবনে......
১) ভলান্টিয়ারিং করার অভিজ্ঞতা অর্জন করেছি
২) অনেক বড়ো একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে
৩) সাহস করে একটা ব্যবসা শুরু করেছি
৪) দেশে এবং দেশের বাইরে পরিচিতি পেয়েছি
৫) দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার অভিজ্ঞতা অর্জন করেছি
৬) রাস্তায় দাড়িয়ে পন্য বেচাকেনা করার চমৎকার অভিজ্ঞতা অর্জন করেছি
৭) দশে মিলে মানুষের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি, যা এই গ্রুপে না আসলে কখনোই করা হতো না
৮) নেতৃত্ব দেওয়ার গুনাবলী অর্জন করছি
৯) সর্বপরি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেতে পেরেছি
১০) আর সফল উদ্যোক্তা হওয়ার পথেই হাটছি
সবশেষে, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আবেদন, আমাদের কল্যাণের জন্য দীর্ঘকাল সুস্থ সুন্দর ভাবে বাচিয়ে রাখুক আমাদের সকলের মধ্যমনি নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা জনাব Iqbal Bahar Zahid স্যারেকে.. আমিন।
#StayHomeSafeLife
বৃষ্টি সবার জন্য পারে কিন্তুু ভিজে কেউ কেউ
--- ইকবাল বাহার জাহিদ স্যার
আমি ভিজতে শুরু করেছি.......
গল্প শুরু করেছি মাএ, বলবো সফলতার কোন একটা মঞ্চে ইনশাআল্লাহ...........
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৯-০৩-২০২০
ইবনে সাইম রানা 01719182082
এম্বাসেডর টাংগাইল জেলা
নিজের বলার মতো একটা গল্প
চতুর্থ ব্যাচ, রেজিঃনং ১৩৭৩
ব্যবসাঃ Tangail Sharee টাংগাইল শাড়ি
এবং।।। Tangail Chomchom টাংগাইল চমচম