একজন ইকবাল বাহার জাহিদ, একটি ইনস্টিটিউট।
একজন ইকবাল বাহার জাহিদ, একটি ইনস্টিটিউট।
==================================
একটি আলোর কণা পেলে
লক্ষ প্রদীপ জ্বলে,
একটি মানুষ, মানুষ হলে
বিশ্বজগৎ টলে...
নাম না জানা কবির কবিতার এই অংশটুকু একজন আলোকিত মানুষের স্বরূপ প্রকাশের জন্য যথেষ্ঠ। আলোকিত মানুষগুলি আলো ছড়ান মানুষ থেকে মানুষে, প্রজন্ম থেকে প্রজন্মে। তেমনি একজন আলোকিত মানুষ ইকবাল বাহার জাহিদ। তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা। যিনি নিজে সফল হয়েই সন্তুষ্ট ছিলেন না। বিনা পারিশ্রমিকে যিনি লাখো তরুণ উদ্যোক্তাদের সফল হবার মন্ত্র শিখিয়ে চলছেন। ইতিহাস ঘাটলে বিশ্বপটে হয়তো উদ্যোক্তা তৈরীর বহু কারিগর পাওয়া যাবে। তবে তিনি ব্যতিক্রম। না, আমি মোটেও আবেগের বশবর্তি হয়ে এ কথা বলছি না।
দেশ-বিদেশে বহু প্রতিষ্ঠান রয়েছে যারা উদ্যোক্তা তৈরির কর্মশালা চালিয়ে যাচ্ছেন। তবে সেখানে শিক্ষার্থী হতে গেলে আপনাকে সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক অবস্থান নিশ্চিত করতে হবে। গতানুগতিক ধাঁচের এই শৃংখল ভাঙ্গেন ইকবাল বাহার জাহিদ।
তিনি শিক্ষার্থী হবার যোগ্যতা হিসেবে সার্টিফিকেট বা সামাজিক অবস্থানকে প্রাধান্য দেননি শুরু থেকেই। 'ভালো মানুষ হতে হবে' এটাই তার কর্মশালায় শিক্ষার্থী হবার প্রাথমিক যোগ্যতা। কারো পুঁথিগত শিক্ষা না থাকা এখানে বাধা নয়। আমাদের দেশের স্বল্পশিক্ষিত তরুণ প্রজন্ম যাদের উদ্যোক্তা হবার প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার কোন সুযোগ নাই, তাদেরও তিনি অনলাইন ভিত্তিক এই বিশেষ কর্মশালায় সুযোগ দিয়েছেন। তাই নির্দ্বিধায় বলা যায়, ইকবাল বাহার জাহিদ একটি ইনস্টিটিউট।
লেখাটি আর দীর্ঘায়িত করবো না। পরিশেষে মাননীয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৯-০৩-২০২০
মোঃ তোফায়েল হোসেন মিন্টু
সদস্য, নিজের বলার মতো একটা গল্প।
৬ষ্ঠ ব্যাচ, খুলনা।
রেজিঃ নম্বর: ৩৬৭৭
মোবাইল: ০১৮৩১১১১৯৯৬