এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারব আমি একজন ভালো মানুষ।
🌷বিষয়ঃ-অভিনন্দন,১,০০,০০০লক্ষ সদস্যদের মধ্যে আমি ও একজন।
🌷সকল প্রশংসা মহান রাব্বুল আল-আমিনের দরবারে।যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে বতর্মান এই মহামারী মাঝে ও ভালো রেখেছেন শুকর আলহামদুলিল্লাহ।
🌷আশা করি এই এক লক্ষ পরিবারের সদস্য ভাই ও বোনেরা সবাই ভালো আছেন।
🌷২০১৮ সালের জানুয়ারী মাসে বাংলাদেশের ৬৪ জেলা থেকে ১৬৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয় নিজের বলার মত একটা গল্প প্লাটর্ফমের।
🌷আজ ৮১৯ তম দিনে এসে এই প্লাটর্ফমে ১ ম ব্যাচ থেকে শুরু করে আজ নবম ব্যাচের ৬৮ তম দিনে সদস্য সংখ্যা হয়েছে ১০০ k প্লাস।
🌷যেখানে প্রতিটি ব্যাচে চলে টানা ৯০ দিনের অনলাইন ভিত্তিক উদ্যোক্তা ও একজন ভালো মানুষ হওয়ার সকল কলাকৌশল এখানে শিখানো হয়।
🌷গ্রুপ যুক্ত হওয়ার আগে আমি ২০১২ সালে কৃষি ডিপ্লোমা কমপ্লিট করে দেশে চাকরি জন্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জন্য চেষ্টা করি।
🌷২০১৬ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কৃষি কর্মকতা পদে আবেদন করি। পরীক্ষা অংশগ্রহণ করার আগে এক মাধ্যমে সাথে চুক্তিবদ্ধ হয় চাকরি জন্য শেষ পযর্ন্ত চাকরিটা আর হল না।
তারপর একটি পোল্ট্রি খামার করি সেখানে বেশি দিন সময় দিতে পারি নাই।
🌷বাবা সৌদি আরব প্রবাসী থাকার কারণে আমাকে ও সিদ্ধান্ত নিতে হলে প্রবাসে আসার সেই সুবাদে পাড়ি জমায় মরুভূমির দেশ সৌদি আরবে।
🌷এখানে এসে পড়তে হল আমাকে বিপাকে নতুন একটা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হল।দুঃখ ও পরিতাপের বিষয় হল আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেই কোম্পানি টা সাপ্লাই
তারপর ও আলহামদুলিল্লাহ ভালো চলছি দিনকাল।কিন্তু স্লাপাই কোম্পানিতে কাজ করা আর ওয়ান টাইম গ্লাসে পানি পান করা এক সমান কথা।
🌷কারণ ওয়ান টাইম জিনিস যেমন ব্যবহারে পর ছুড়ে ফেলে দেওয়া হয় তেমনি সাপ্লাই কোম্পানির কাজের কোন নিশ্চয়তা নাই,আজ কাজ থাকলে কাল নাই-বেতন দুই তিন মাস পর পর দেয়।
🌷এই ভাবে হতাশার মধ্যে ডিউটি করে ও অবসর সময়ে ফোনে বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের সাথে কথা বার্তা বলে,ইউটিউব ও ফেইসবুকে সময় কাটত যেহেতু আমি একজন কৃষি ডিপ্লোমাধারী ব্যক্তি তাই আমার ইচ্ছা ও ছিল কৃষিতে কিছু করা তাই বেশিরভাগ সময় ইউটিউবে কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন দেখতাম।
🌷তারপর হঠাৎ একদিন নিজের বলার মত একটা প্লাটর্ফমের আমাকে ইনবাইট করে আমাদের নরসিংদী সরকারি কলেজের ক্যাম্পাস এম্ব্যাসেড়র আমার স্নেহের ছোট ভাই কাউছার রাজ।
🌷আমি এই গ্রুপে যুক্ত হয়ে ধীরে ধীরে গ্রুপে আমাদের প্রিয় স্যারের বিভিন্ন ভিডিও ও সেশন গুলো ফলো করতে থাকি এবং ৭ তম ব্যাচের লাস্টে আমি এই গ্রুপে রেজিষ্ট্রেশন করি সেই থেকে আজ পযর্ন্ত এই ভালোবাসা ও ভালোলাগার প্রিয় প্লাটর্ফমের সাথে যুক্ত আছি।
🤙গ্রুপ থেকে আমি কি শিখলামঃ-
🌷এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারব আমি একজন ভালো মানুষ।
🌷আমি মানুষকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি আমার কমিটমেন্ট ও সততা আছে।
🌷আমি এখন ইচ্ছে করলেই খারাপ কাজ করতে পারব না।
এখন ভয় জয় করার মত মনোবল হয়েছে।
🌷এই গ্রুপে স্যার আমাদের কে একটি সেশন দিয়েছে কথা বলার জড়তা কাটানোর জন্য ৩০ দিনের ভিডিও কর্মশালা।
🌷এখন আমি নিভয়ে মানুষের সামনে হাতে স্পীকার রেখে কথা বলতে পারি।
🌷এই গ্রুপ থেকে শিখেছি নিজেকে কিভাবে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলা যায়।
🌷এই গ্রুপে যুক্ত হওয়ার পর থেকে নেগেটিভ ধ্যান ধারণা পরিবর্তন হয়েছে।এখন আমি একজন পজেটিভ মানুষ।
🌷আরও শিখেছি সুখে দুঃখে মানুষের পাশে কিভাবে দাড়াতে হবে।
ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার সকল কলাকৌশল।
🌷ইনশাআল্লাহ্ অচিরেই প্রবাস জীবনের ইতি টেনে দেশে গিয়ে এগ্রো ফার্ম করব।
🐔🐔বতর্মানে আমার ২ টি মোরগের শেড আছে।
🌷এবং প্রিয় স্যারে একটি কথা সব সময় আমার মনে দাগ কাটে।
অন্যর হাতে টাকা তুলে দিবেন না কখনো ব্যবসা করে লাভবান হওয়ার জন্য।
🌷তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নিজে কিছু করা জন্য,সবাই আমার দোয়া করবেন যেন আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে।
❤ভালো থাকুন ভালোবাসার প্রিয় মানুষ গুলো।🌷
❤💖পরিশেষে কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার স্যারকে।❤💖
❤যার কারণে আমরা সবাই একই ছাতার নিচে আবদ্ধ হতে পেরেছি।❤
💖আজকের মত এখানে শেষ করলাম💖
🙏ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন🌷
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৯-০৩-২০২০
আমি--
💖আলমগীর হোসেন ফকির
🌷কমিউনিটি ভলেন্টিয়ার
👨💼সপ্তম ব্যাচ
✍রেজিঃ-5690
💉রক্তের গ্রুপ-বি পজেটিভ।
🇸🇦বতর্মান অবস্থানঃ-জেদ্দা,সৌদি আরব প্রবাসী
🇧🇩জেলাঃ-বেলাব,নরসিংদী।
🌷পোষ্ট নং১১২