#যদি_কখনও_সংকট_মুহুর্ত_আসে_তখন_কাজে_লাগাবো।
তাই এই পরিস্থিতিতে আমার এই টাকাটা প্রবাসীদের এবং তাদের পরিবারের পাশে দাড়ানোর জন্য যদি করোনা ফান্ড তৈরী হয় সেখানে উপহার হিসাবে দিতে চাই।
হ্যাঁ এটা সত্য যে, আমি লোক দেখানো বা নিজেকে ভাইরাল করার জন্য করতে চাই না।
শুধু মাত্র ভালোবাসার অনুভূতি ও স্যারের দেওয়া শিক্ষা অর্জন করে পাশে দাঁড়াতে চাই।
যদিও ছোট বেলা থেকে অসহায় মানুষ নিয়ে কাজ করি কারন আমিও যে একজন অসহায় পরিবারের সন্তান।
ইতিপূর্বে আমি আমার সাধ্য মতে বাংলাদেশের বিভিন্ন জেলায় সহায়তার হাত বাড়িয়েছি।
আমি বাংলাদেশের মানুষের সহায়তার পাশাপাশি
ইন্ডিয়া
পাকিস্তান
নেপাল
ফিলিপাইন
নাইজেরিয়া
ইজিপ্ট ইত্যাদি দেশেও আমার সাধ্য মতো সহায়তার চেষ্টা করি এই সহায়তা শুধু মাত্র আখেরাতে জান্নাত লাভের আশায়।
আমি আমার সমস্ত আয়ের তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় উপহার দিয়ে থাকি।
আজ সবার সাথে শেয়ার করলাম আশাকরি কেউ এটাকে খারাপ ভাবে নিবেন প্লিজ
অন্যকে উতসাহ দেওয়ার জন্য শেয়ার করলাম।
মৃত্যু যখন কাছ থেকে দেখে।
কোম্পানী বন্ধ, কর্মী ছাঁটাই, বাইরে কাজ নেই, লকডাউন, রুমে বন্ধি জীবন, ব্যাবসা বন্ধ, নিজে চলার পয়সাও নেই, সবসময় করোনা আতঙ্ক, নিজে মারা গেলে লাশটা দেশে যাবে কিনা সন্ধেহ, অন্যদিকে কোন প্রিয়জনের মৃত্যুতে দেশে যাবার সুযোগটাও নেই কারণ নিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ। প্রবাসীরা কদিন আগে নিজ দেশের বোঝা হলেও এখন নিজেই নিজের কাছে বোঝা, নিজেই চলতে হিমশিম খাই।
প্রবাসীর ক্লান্তিমাখা ও অসুস্থ শরীরটা এখানে থাকলেও মনটা ঠিকই পড়ে থাকে মাতৃভূমিতে। প্রতিনিয়ত মনটা কাঁদে নিজ প্রিয়জনের জন্য। নিজ মাতৃভূমির জন্য।
হাজারো প্রবাসীর একটাই চিন্তা, আমার কিছু হলে আমার পরিবারের কি হবে??
যেখানে নিজের ভবিষ্যতটাই অনিশ্চিত, সেখানে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে প্রায় দিশেহারা। তাই যেকোন উপায়ে পরিবারের জন্য টাকার ব্যবস্থা করে পাঠাতে পারলেই মহাখুশি।
আজও অসহায় প্রবাসীরা এমন একটা ভোরের অপেক্ষায় আছে,
কখন সে ঘুম থেকে উঠে শুনতে পাবে পুরো পৃথিবীটা সুস্থ আছে,
মহামারী করোনার ঝড় থেমে গেছে।
প্রবাসীর একটাই স্বপ্ন, কখন ফ্লাইট চালু হবে, কখন সে দেশে যাবে, কখন সে মা (বেহেস্ত) কে জড়িয়ে ধরবে, কখন সে সন্তানকে বুকে নিবে, সেই কাঙ্কিত সময়ের প্রহর গুনছে হাজারো প্রবাসী।
মহান আল্লাহ একমাত্র সহায়। মহান রাব্বুল আলামিন সকল প্রবাসী ও দেশে অবস্থানরত তাঁদের হৃদপিন্ডগুলোকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুক।
(কিছু টা কপি করা আছে)
[বিসমিল্লাহির রাহমানির রাহিম]
{আস্সালামু আলাইকুম}
[মোহাম্মাদ রাসেল আকন্দ]
{দুবাই প্রবাসি}
"""''"""""ব্যাচ নং ৭®''''''''""""""'
"""""''রেজিস্ট্রেশন নম্বর >>৩৭৪৭"""''''''"
"""'''""""""""""""জেলা খুলনা ""'''""""""''
নিজের বলার মত একটা গল্প প্লাটর্ফমের প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়।
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আল-আমিনের দরবারে যিনি আমাকে এই ধরনীতে সুস্থ সুন্দর ও ভালো রেখেছেন।
তারপর কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর জনাব,ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি আমাদের জন্য গড়ে তুলেছেন এক লক্ষ্য ভালোমানুষের পরিবার........
>>নিজের বলার মতো একটা গল্প<<#কেউ_প্রবাসীদের_পাশে_এই_পরিস্থিতিতে_থাকুক_আর_না_থাকুক_আমি_একাই_থাকবো_ইনশাআল্লাহ
তাই এই পরিস্থিতিতে আমার এই টাকাটা প্রবাসীদের এবং তাদের পরিবারের পাশে দাড়ানোর জন্য যদি করোনা ফান্ড তৈরী হয় সেখানে উপহার হিসাবে দিতে চাই।
হ্যাঁ এটা সত্য যে, আমি লোক দেখানো বা নিজেকে ভাইরাল করার জন্য করতে চাই না।
শুধু মাত্র ভালোবাসার অনুভূতি ও স্যারের দেওয়া শিক্ষা অর্জন করে পাশে দাঁড়াতে চাই।
যদিও ছোট বেলা থেকে অসহায় মানুষ নিয়ে কাজ করি কারন আমিও যে একজন অসহায় পরিবারের সন্তান।
ইতিপূর্বে আমি আমার সাধ্য মতে বাংলাদেশের বিভিন্ন জেলায় সহায়তার হাত বাড়িয়েছি।
আমি বাংলাদেশের মানুষের সহায়তার পাশাপাশি
ইন্ডিয়া
পাকিস্তান
নেপাল
ফিলিপাইন
নাইজেরিয়া
ইজিপ্ট ইত্যাদি দেশেও আমার সাধ্য মতো সহায়তার চেষ্টা করি এই সহায়তা শুধু মাত্র আখেরাতে জান্নাত লাভের আশায়।
আমি আমার সমস্ত আয়ের তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় উপহার দিয়ে থাকি।
আজ সবার সাথে শেয়ার করলাম আশাকরি কেউ এটাকে খারাপ ভাবে নিবেন প্লিজ
অন্যকে উতসাহ দেওয়ার জন্য শেয়ার করলাম।
মৃত্যু যখন কাছ থেকে দেখে।
কোম্পানী বন্ধ, কর্মী ছাঁটাই, বাইরে কাজ নেই, লকডাউন, রুমে বন্ধি জীবন, ব্যাবসা বন্ধ, নিজে চলার পয়সাও নেই, সবসময় করোনা আতঙ্ক, নিজে মারা গেলে লাশটা দেশে যাবে কিনা সন্ধেহ, অন্যদিকে কোন প্রিয়জনের মৃত্যুতে দেশে যাবার সুযোগটাও নেই কারণ নিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ। প্রবাসীরা কদিন আগে নিজ দেশের বোঝা হলেও এখন নিজেই নিজের কাছে বোঝা, নিজেই চলতে হিমশিম খাই।
প্রবাসীর ক্লান্তিমাখা ও অসুস্থ শরীরটা এখানে থাকলেও মনটা ঠিকই পড়ে থাকে মাতৃভূমিতে। প্রতিনিয়ত মনটা কাঁদে নিজ প্রিয়জনের জন্য। নিজ মাতৃভূমির জন্য।
হাজারো প্রবাসীর একটাই চিন্তা, আমার কিছু হলে আমার পরিবারের কি হবে??
যেখানে নিজের ভবিষ্যতটাই অনিশ্চিত, সেখানে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে প্রায় দিশেহারা। তাই যেকোন উপায়ে পরিবারের জন্য টাকার ব্যবস্থা করে পাঠাতে পারলেই মহাখুশি।
আজও অসহায় প্রবাসীরা এমন একটা ভোরের অপেক্ষায় আছে,
কখন সে ঘুম থেকে উঠে শুনতে পাবে পুরো পৃথিবীটা সুস্থ আছে,
মহামারী করোনার ঝড় থেমে গেছে।
প্রবাসীর একটাই স্বপ্ন, কখন ফ্লাইট চালু হবে, কখন সে দেশে যাবে, কখন সে মা (বেহেস্ত) কে জড়িয়ে ধরবে, কখন সে সন্তানকে বুকে নিবে, সেই কাঙ্কিত সময়ের প্রহর গুনছে হাজারো প্রবাসী।
মহান আল্লাহ একমাত্র সহায়। মহান রাব্বুল আলামিন সকল প্রবাসী ও দেশে অবস্থানরত তাঁদের হৃদপিন্ডগুলোকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুক।
(কিছু টা কপি করা আছে)
[বিসমিল্লাহির রাহমানির রাহিম]
{আস্সালামু আলাইকুম}
[মোহাম্মাদ রাসেল আকন্দ]
{দুবাই প্রবাসি}
"""''"""""ব্যাচ নং ৭®''''''''""""""'
"""""''রেজিস্ট্রেশন নম্বর >>৩৭৪৭"""''''''"
"""'''""""""""""""জেলা খুলনা ""'''""""""''
নিজের বলার মত একটা গল্প প্লাটর্ফমের প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়।
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আল-আমিনের দরবারে যিনি আমাকে এই ধরনীতে সুস্থ সুন্দর ও ভালো রেখেছেন।
তারপর কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর জনাব,ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি আমাদের জন্য গড়ে তুলেছেন এক লক্ষ্য ভালোমানুষের পরিবার........
>>নিজের বলার মতো একটা গল্প<<
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 193
13/04/2020