নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মটি আমাকে একজন উদ্যোক্তা হতে উদ্যমী করে তুলেছে
শেষ হল এক এক করে ৯টি ব্যাচ এবং টানা ৮৪২ দিন।
আমরা যারা নবম ব্যাচের যুক্ত ছিলাম বা তার আগে থেকে গ্রুপে আছি তারা সবাই বলতে পারবো তাদের পরিবর্তনগুলো সেই সুবাধে আমি নিজেও চেষ্টা করছি।
প্রথমে আসি "নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্মে আমি কেন যুক্ত হবো বা এটি কি অন্য দশটা প্ল্যাটফর্মের মতো সমান না ফেসবুক জগতে?
না! আপনি অবিয়েসলি ভুল চিন্তা করছেন। কারণ "নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্ম বাংলাদেশেরই নয় আমার মনে হয় পৃথিবীর কোন দেশে টানা ৮,৪০২ দিন কোনরকম বিরতিহীনভাবে ক্লাস হয়নি বা কর্মশালা হয়নি।
এর মধ্যে ঘটে গেছে বন্যা, ঈদ, পূজা, সরকারি ছুটি সহকারে, করোনো ভাইরাসের মত মহামারীতে লকডাউন পুরো দেশ কিন্তু থেমে নেই এই প্লাটফর্ম। এই লকডাউন টাকে কাজে লাগিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চালিয়ে যাচ্ছে তাদের ডিজিটাল মাসিক মিট-আপ, ওপেন ডিসকাসন, ইউটিভি লাইভ পোগ্রামের বদলে ফেসবুক লাইভ ইস্ট্রিমের মাধ্যমে বিভিন্ন অতিথীদের আলোচনা অব্যাহত রেখেছে।
তাহলে আপনি কি এখন বলবেন "নিজের বলাে মতো একটা গল্প" প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্মের সমান?
এবার আসুন কেন আমি প্ল্যাটফর্মে যুক্ত হবো এবং আমায় কি দিবে?
* মানুষের কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকলে সম্পদ থাকলে সেই প্রকৃত পক্ষের ভালো মানুষ বা উচ্চবিত্ত মনের হতে পারে না, সে ভালো মানুষটা হতে হলে আপনাকে ভালো মানুষের চর্চা করতে হবে আর আপনার এই চর্চাকে অব্যাহত রাখার জন্য এবং সঠিকভাবে, প্রকৃতভাবে আপনাকে ভালো মানুষ তৈরি করার জন্য প্লাটফর্মে আসবেন। ৯০ দিন শেষে আপনি নিশ্চিত বলতে পারবেন যে আপনি একজন ভালো মানুষ। গর্বের সাথে আপনি সবাইকে বুক ফুলিয়ে পরিচয় দিতে পারবেন ভালো মানুষ হিসাবে।
* আমার আপনার চারপাশে দেখবেন সব সময় নেগেটিভ চিন্তা, মনে হয় কি নেগেটিভ এমন একটা জিনিস হয়ে গেছে যা আমাদের ব্লাড এর সাথে মিশে আছে আমরা নেগেটিভ চিন্তা না করলে আমাদের ঘুম হয়না খাওয়া-দাওয়া হযম হয়না এমটা মনে হবে। আপনার ভিতরে বসে থাকা এই নেগেটিভ চিন্তা কে দূর করে পজেটিভ হতে শতভাগ সাহায্য করবে আমাদের এই পরিবার। আপনি এখানে আসার পরে আপনার চিন্তা চেতনা সবকিছু পজিটিভ হবে।
* আপনি স্বপ্নে দেখছেন আপনি একজন উদ্যোক্তা হবেন কিন্তু সেজন্য আপনি কোন গাইড লাইন পাচ্ছেন না আপনি সময় দিতে প্রস্তুত টাকা খরচ করতে প্রস্তুত কিন্তু মাধ্যম তাই পাচ্ছেন না আমাদের এই প্ল্যাটফর্মটি আপনাকে সে মাধ্যম হিসেবে কাজ করবে তবে বিনা পয়সায়। আমাদের প্ল্যাটফর্মটি বিনা পয়সায় আপনা কে একজন সফল উদ্যোক্তা হতে সর্বোচ্চ তৈরি করে দেবে।
উদ্যোক্তা হওয়ার পরে আপনাকে চর্চা করার জন্য নিয়মিত অবজার্ভ করা হবে অন্য প্লাটফর্ম ট্রেনিং শেষে যেমন ছেড়ে দেই এইখানে আপনাকে ছেড়ে দিবে না, আপনি প্রতিনিয়ত চর্চা করতে পারবেন এখানে উপস্থিত থেকে।
* আপনা কে একজন সঠিক ও বাস্তবিক স্বেচ্ছাসেবক হিসেবে তৈরি হতে সহায়তা করবে এই ফ্লাটফর্ম।
* আপনার ব্যবসা শুরু করার পরে আপনার ব্যবসায় এর সেল বৃদ্ধি করতে আমাদের এই প্ল্যাটফর্মটি আপনাকে শতভাগ সহায়তা করবে যা অন্য কোন প্লাটফর্মে আজ পর্যন্ত কখনো করেনি।
* আপনি ব্যবসা করতে আসছেন আপনার কোন ব্যবসায়িক আইডিয়া নেই এখান থেকে আপনি সেই আইডিয়াগুলো অর্জন করতে পারবেন শুধুমাত্র একটি দুটি আইডিয়া ৬৪টি জেলার ৫০টি দেশের সবগুলো ব্যাসায়িক আইডিয়া পাবেন
* আপনি ব্যবসা করছেন ব্যবসায় বারবার লস হচ্ছে কিন্তু বুঝতে পারছেন আপনার ব্যবসায় লস বা ক্ষতির কারণ কি? সেই কারণ আপনাকে উন্মোচন করে দেবে আমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম এবং আপনাকে সফল ব্যবসায়ী হতে সহায়তা করবে।
* আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা ব্যবসায়ীক ডিল করবেন কিন্তু কিভাবে কথা বলতে হবে সেটা পারছেন না কারন আপনার ভিতরে জড়তা রয়ে গেছে আরে জড়তা কাটানোর জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটি কারন, ৩০ দিন ব্যাপি আমাদের মৌখিক জড়তা কাটানোর পর্ব থাকে।
এখন প্রশ্ন হল আপনার অনেকদিন ধরে এই গ্রুপে আছেন আপনার জীবনে কি দিয়েছে এই কর্মশালাটি ??
★ আমার জীবনে যে সবচেয়ে বড় পার্থক্য হয়েছে যা, সেটা হচ্ছে আমি একজন ভালো মানুষ বলে গর্বের সহিত নিজের পরিচয় দিতে পারি যা সবাই পারে না বা সহজ কাজ নয় এটি।
★ আগে আমি মানুষের সমালোচনা করতে পছন্দ করতাম এখন আমি সবার আলোচনা করতে পছন্দ করি এবং কি করে একজন মানুষ ব্যবসা শুরু করেছে তাকে প্রমোট করতে পারি এখন আগে যা হিংসার কারণে মনের ভেতর চাপা পড়ে থাকতো এখন আর সেটা নাই এখন নিজেকে উজাড় করে দিয়েছি মানুষের জন্য। মানবতার কল্যানে নিজিকে নিয়োজিত রাখার চেষ্টা করি।
★ আমার প্রেজেন্টেশন স্কিলটা অনেক উন্নত করেছি আমি, এখন আমি কেউর সাথে কথা বলতে হলে নির্দ্বিধায় সাহস নিয়ে কথা বলি হাত বাড়িয়ে দেই নিজের পরিচয় দিয়ে। আমার সামনের মানুষগুলো বলে মাঝেমধ্যে আপনি এত কনফিডেন্স কোথায় থেকে পেয়েছেন? তখন আমি বলি এটা হচ্ছে আমার লাইফের একটা মিরাক্কেল আরে মিরাক্কেল টি অর্জন করেছি আমি শুধুমাত্র "নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্ম থেকে।
★ আমি তৈরি করেছি আমার নেটওয়ার্কিং এর স্কিল এখানে, বাংলাদেশের ৬৪ টি জেলা এবং বিশ্বের ৫০ টিরও অধিক দেশে আমাদের নেটওয়ার্ক আছে আর ওই নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে আমি আমার স্কিল ডেভলপ করেছি এখন যেখানে যাই আমার নেটওয়ার্ক রয়েছে আমার সাহসের স্থান সৃষ্টি হয়েছে।
★ "নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মটি আমাকে একজন উদ্যোক্তা হতে উদ্যমী করে তুলেছে, কিছুদিন ঘুমাইতে দেয়নি আমাকে, কারন কবে আমি একজন উদ্যোক্তা হব, কবে আমি কিছু শুরু করব? এমন চিন্তায় আর সেই চিন্তা থেকেই আমি শুরু করে দিয়েছি আমার উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এবং প্রস্তুতিকে কাজে লাগিয়ে আমি শুরু করে দিছি ছোট্ট একটা প্রতিষ্ঠান যার নাম "QB Fashion World"। এভাবেই আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারব।
★ আমি এখন ভালবাসতে শিখেছি আমার চারপাশের মানুষগুলোকে, ভালবাসতে শিখেছি রাস্তার ফুটপাতে পড়ে থাকা শীতার্ত মানুষ গুলোকে, ভালবাসতে শিখেছি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা গরিব অসহায় মানুষকে, ভালবাসতে শিখেছি অসহায় এতিমদের, ভালবাসতে শিখেছি সেই মা-বাবার বয়সের মতো সেই বৃদ্ধাশ্রমের মা-বাবা এবং সেই সাথে নিজের মা-বাবাকে নিজের মাথার তাজ মানতে শিখেছি।
ভালবাসতে শিখেছি বন্যার্তদের ভালবাসতে, ভালবাসতে শিখেছি বিভিন্ন জাতি উপজাতি কে। আর এই ভালোবাসাটা শিখতে পেরেছি শুধুমাত্র এই প্লাটফর্ম থেকে।
★ আমি শিখেছি কি করে মানুষের উপকার করতে হয় মানুষের ডাকে সাড়া দিয়ে তাড়াতাড়ি তার উপকারে আসা যায় নিজের সর্বোচ্চ দিয়ে।
একটা মানুষের সুন্দর জীবন পরিচালনা করার জন্য আরও বেশি কিছুর পরিবর্তন দরকার আছে আপনার কাছে? যদি থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখে দেবেন আমি শিখে নেব।
তাই আমি আমন্ত্রণ করছি যারা নতুন আছেন তারা এই গ্রুপটা কে ভালবেসে নেন যেমনটা ভালোবেসেছেন আপনার গার্লফ্রেন্ডকে বা বয় ফ্রেন্ডকে। তাদের সাথে কথা না বললে আপনার ঘুম হয় না ঠিক তেমনি গ্রুপের সাথে কথা না বললে আপনার ঘুম হয় না এমনটা মনে করুন। এভাবে ৯০ দিন শুধু গ্রুপকে সময় দেন আপনার জীবনের মোড় ঘুরবেই। এটাই হচ্ছে এই গ্রুপের মিরাক্কেল।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- 203
Date:- 23/04/2020
সিএম হাসান
কমিউনিটি ভলেন্টিয়ার
সদস্যঃ 'রিসার্চ এন্ড প্রোমোশন টিম
তৃতীয় ব্যাচ
রেজি.নং: ৩৫২৭
প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion World
অনারেবল ডাইরেক্টর: নুজুম গ্রুপ
ব্লাড গ্রুপ: A+
লক্ষ্মীপুর জেলা
রেমিটেন্স যোদ্ধা - কাতার প্রবাসী
+974 33492465