ভালো না লাগলে লেখক দায়ী থাকবেনা। এই গল্পের কোনো উপাদান বাহির থেকে নেওয়া হয়নি, পুরোটাই জীবন থেকে নেওয়া,,,।।।
গল্প পড়ে ভালো না লাগলে লেখক দায়ী থাকবেনা। এই গল্পের কোনো উপাদান বাহির থেকে নেওয়া হয়নি, পুরোটাই জীবন থেকে নেওয়া,,,।।।
সানাউল্লাহ ও ইয়াকুব খোন্দকার দাপটের সালে স্কুল জীবন শেষ করে, ভর্তি হয়েছে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইন্জিনিয়ারিংয়ে। তাদের ২ জনের মাঝে অনেক মিল। ছোট বেলায় ২ জনেরই বাবা মারা যায়। সানাউল্লাহ বড় হয় খালার বাড়িতে আর ইয়াকুব বড় হয় মামার বাড়িতে। ২ জনই পড়ালেখার জন্য ভাইদের উপর নির্ভরশীল। ওদের ২ জনেরই আত্মসম্মান ছিল বেশি, ভাইদের উপর নির্ভরশীল হয়ে অতৃপ্ত থাকতো। সর্বপরি একে অন্যকে খুব ভালো বুঝতে পারতো।
একদিন সানাউল্লাহ ইয়াকুবকে জিজ্ঞেস করলো, কিরে দিন দিন তোর পড়ালেখার অবনতি হচ্ছে কেন? তখন ইয়াকুব বললোঃ
১/ আমি স্কুল জীবনে স্যারদের সাথে একপ্রকার যুদ্ধ করে বানিজ্য বিভাগ নিয়েছিলাম, কারণ আমার স্বপ্ন ছিল উদ্যোগতা হব, ইন্জিনিয়ারিংয়ে আমার মন বসেনা।
২/ আমি প্রায় ৮ কিঃমিঃ পথ সাইকেল চালিয়ে নিজ গ্রাম লক্ষীপুর থেকে আসা যাওয়া করি, প্রায়ই ঠিক সময়ে ক্লাসে হাজির হতে পারিনা।
৩/ কৃষিকাজ, হাস ও মাছের খামারে আমার বেশিরভাগ সময় কেটে যায়।
৪/ টাকার সমস্যা, প্রাইভেট পড়তে পারিনা, তাই স্যাররা ইচ্ছে করে আমাকে সেশনাল নাম্বার দেয়না।
সব কথা শুনে সানাউল্লাহ তার লজিং বাড়ির পাশে বারাহিপুর নামক স্হানে ইয়াকুবের জন্য একটা লজিং ঠিক করলো। ভালোই চলতে লাগলো, অবসর হলেই ২ জনে মিলে চলে আড্ডা এবং কর্মপরিকল্পনা। একদিন ২ জনের মাথায় বুদ্ধী এলো, তারা একটা কনসালট্যান্ট ফার্ম দিবে। ছাত্রজীবন থেকেই ধীরে ধীরে কাজ করা শুরু করবে। যেমন চিন্তা তেমন কাজ। কিন্তু কি নাম দেওয়া যায়, তারা একটা অর্থবহ নাম খুজতে থাকে। অবশেষে সানাউল্লাহ এর প্রস্তাবে প্রতিষ্ঠানের নাম ঠিক করা হলো,,,, DENOVO Engineering consultant
https://www.facebook.com/pg/denovo.eng/about/
সেই থেকে তারা আত্মীয়স্বজন ও বন্ধু মহলের ছোটখাটো বিল্ডিংয়ের কাজ করতে লাগলো। সব সময় পারিশ্রমিক পাওয়া যেতনা, পাইলেও ৪-৫ হাজারের উপরে না। তারপরও তারা করে যেতে থাকে। ইন্জিনিয়ারিং শেষ করে তারা ২ জনই চাকরিতে ঢুকে গেলো। একসময় চাকরিতে তাদের শক্ত অবস্থান তৈরি হয়ে যায়। কিছুটা স্থগিত হয়ে যায় ডিনোভোর কর্যক্রম।
গত কিছুদিন আগে ইয়াকুব তার বন্ধু Abdul Motaleb এর সহযোগিতায় "নিজের বলার মতো একটা গল্প"গ্রুপের অষ্টম ব্যাচ এ জয়েন করে। জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর অনুপ্রেরণায় এবং গ্রুপের কার্যক্রমে মুগ্ধ হয়ে, তার মাথায় সেই পুরনো ভুত ঢিল ছুড়তে লাগলো। সে তার বন্ধু সানাউল্লাহ এর সাথে যোগাযোগ করে পুনরায় কোম্পানির কার্যক্রম শুরু করে দিলো। তারা সিদ্ধান্ত নিলো যে, যার যার অবস্থানে থেকে আইটির সহায়তায় কার্যক্রম চালিয়ে যাবে।
এখন তাদের কোম্পানির পরিসর বড় হয়েছে, যুক্ত হয়েছে আরো কিছু সদস্য 👇
Mohammad Sanaullah (Founder & Director, Civil Engineer)
Yakub Khondaker (Founder & Director Civil Engineer)
Asad Uzzaman (Director, Civil Engineer)
Shahidul Amin (Director, MEP Engineer)
Shakhawat Hossain Sabbir (Director, IT Engineer)
Abrar Tanvir (Director, architect)
Bashir Ahamed (Advisor, Civil Engineer)
আমি আমার প্রানের গ্রুপের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি।
বিশেষ দ্রষ্টব্যঃ (এটা একটা সেল পোস্ট)
ধন্যবাদ সবাইকে,,,,,,,
স্ট্যাটাস অব দ্যা ডে 193 13/04/2020
👷 ইয়াকুব খোন্দকার
👬 কমিউনিটি ভলান্টিয়ার
🎓 অষ্টম ব্যাচ
🖊রেজি.নংঃ ৫৮০৮
💉 ব্লাড গ্রুপঃ ০+
🇧🇩 ফেনী জেলা
🇧🇭 কাতার প্রবাসী
🏗 প্রতিষ্ঠাতা উদ্যোগতাঃDenovo Engineering Consultant
📧 mykfeni@gmail.com